আরএসএস-এর কাছে মোদী শিবলিঙ্গের উপর বসে থাকা বিছে, বিতর্কিত মন্তব্য শশী তারুরের
![আরএসএস-এর কাছে মোদী শিবলিঙ্গের উপর বসে থাকা বিছে, বিতর্কিত মন্তব্য শশী তারুরের Shashi Tharoor quotes 'source': 'For RSS, PM Modi like scorpion sitting on Shivling, can't be removed with hand or hit with chappal' আরএসএস-এর কাছে মোদী শিবলিঙ্গের উপর বসে থাকা বিছে, বিতর্কিত মন্তব্য শশী তারুরের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/10/28184324/index.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
#WATCH Shashi Tharoor in Bengaluru, says, "There's an extraordinarily striking metaphor expressed by an unnamed RSS source to a journalist, that, "Modi is like a scorpion sitting on a Shivling, you can't remove him with your hand & you cannot hit it with a chappal either."(27.10) pic.twitter.com/E6At7WrCG5
— ANI (@ANI) October 28, 2018
এই মন্তব্য নিয়ে তারুরকে আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘রাহুল গাঁধী নিজেকে শিবভক্ত বলে দাবি করেন। তাঁর দলের একজন ছোট নেতা চপ্পল দিয়ে মারার কথা বলে শিবলিঙ্গ ও মহাদেবের অবমাননা করেছেন। এর জন্য ক্ষমা চাইতে হবে।’
This comment (not by me) has been in the public domain for six years. RSPrasad making an issue of a 6yr old quote shows how little new the BJP has to offer the nation. As for media subserving the BJP’s desire for “controversy”, when will this “profession”develop any self-respect? https://t.co/RF8xxQLjzq
— Shashi Tharoor (@ShashiTharoor) October 28, 2018
পাল্টা ট্যুইট করে তারুরের দাবি, ৬ বছর আগে তিনি এই মন্তব্য করেছিলেন। সেটা নিয়েই এখন বিতর্ক তৈরি করছে বিজেপি। সংবাদমাধ্যমকেও আক্রমণ করেছেন এই কংগ্রেস সাংসদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)