শ্রাবণ মাসের সোমবার শিবের উপাসনা করেন? জেনে নিন নিয়মগুলি ও তার পিছনে থাকা উপকথা
শ্রাবণ মাসের সোমবার শিবের উপাসনা করেন? জেনে নিন নিয়মগুলি ও তার পিছনে থাকা উপকথা
ক্যালেন্ডার অনুযায়ী আজ, ৬ জুলাই ২০২০ হল শ্রাবণ মাসের প্রথম সোমবার।
জুলাই ৬- শ্রাবণ মাসের প্রথম সোমবার।
জুলাই ১৩- দ্বিতীয় শ্রাবণ সোমবার।
জুলাই ২০- তৃতীয় শ্রাবণ সোমবার।
জুলাই ২৭- চতুর্থ শ্রাবণ সোমবার।
জুলাই ৩১- পঞ্চম এবং শেষ শ্রাবণ মাসের সোমবার।
· খাবার তালিকা থেকে বাদ দিতে হবে বিভিন্ন রকমের শাক ও বেগুন।
· ভাত বা রুটি খাওয়া যাবে না ওই দিনটিতে। কেউ কেউ আবার ওইদিন দিনে মাত্র একবার খাবার খান। সেই খাবারে কোনওরকম নুন দেওয়া থাকে না।
· পিঁয়াজ, আদা, রসুন খাওয়া যাবে না এই দিনটিতে।
· সোমবার শিবের অভিষেক হয়েছিল বলে বিশ্বাস করা হয়। তাই ওইদিন শিবকে দুধ দিয়ে পুজো দেওয়া হয়। সেই কারণেই ওইদিন খাওয়া যাবে না দুধও।
· সকাল থেকে উপোস রাখতে হবে। ব্রাহ্ম মুহূর্তে ধ্যান করতে হবে।
· স্নান করে উঠে পরিষ্কার জামা-কাপড় পরে সংকল্প করতে হবে।
· যে ব্রত পালন করবেন তাঁকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
· সারাদিন উপোস করে থাকতে হবে। সেইদিন খাওয়া যাবে না বেগুন, রসুন, হলুদ, পিঁয়াজ, শাক ও দুধ।
· গঙ্গাজল
· সাধারণ জল
· কাঁচা দুধ
· দই
· মধু
· ঘি
· চিনি
· পঞ্চঅমৃত
· মৌলি
· দু টুকরো পরিষ্কার কাপড়
· পৈতে
· একটি কাঠের পিঁড়ি
· চন্দন
· অক্ষত
· ধুতুরা ফুল
· বেলপাতা
· পদ্ম
· কাঁসার কলসি
· পান, সুপারি
· লবঙ্গ ও এলাচ
· ফল
· কর্পূর
· ধূপকাঠি
· তেলের প্রদীপ ও তেল
· গঙ্গাজল
· সাধারণ জল
· কাঁচা দুধ
· দই
· মধু
· ঘি
· চিনি
· পঞ্চঅমৃত
· মৌলি
· দু টুকরো পরিষ্কার কাপড়
· পৈতে
· একটি কাঠের পিঁড়ি
· চন্দন
· অক্ষত
· ধুতুরা ফুল
· বেলপাতা
· পদ্ম
· কাঁসার কলসি
· পান, সুপারি
· লবঙ্গ ও এলাচ
· ফল
· কর্পূর
· ধূপকাঠি
· তেলের প্রদীপ ও তেল