এক্সপ্লোর
Advertisement
বম্বে আইআইটির ক্লাসরুমে গরু, ভাইরাল হল ভিডিও
আর একটি ভিডিও বুধবার ভাইরাল হয়েছে। যেখানে একটি গরুকে দেখা গিয়েছে মাঠে কিশোরদের সঙ্গে ফুটবল খেলতে
নয়াদিল্লি: নিয়মিত পড়ুয়াদের সঙ্গে ক্লাসরুমে হাজির জলজ্যান্ত গরুও! অনেকেই মজা করে বলছেন, সত্যি সত্যিই এবার যেন 'জাত'-এ উঠল প্রাণীটি।
ঘটনাটি বম্বে আইআইটি-র। সোমবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, একতলার লেকচার হলে একটি গরু ঢুকে পড়েছে। গায়ের রং সাদা। তার ওপর কালো ছোপ। গরুটি ক্লাসরুমের এক দরজা দিয়ে ঢুকে আর একটি দরজা দিয়ে বেরিয়ে যায়। কয়েকজন ছাত্রের পরীক্ষা চলছিল। তাঁদের দেখা যায় আসন ছেড়ে উঠে গরুটিকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়তে। যদিও তাড়া খেয়েও গরুটির কোনও হেলদোল দেখা যায়নি। সে রীতিমতো দুলকি চালেই নিজের গন্তব্যে এগিয়ে যায়।
ঘটনাটি শনিবারের। সেদিনের মতো পড়াশোনা লাটে উঠেছিল শিক্ষার্থীদের। 'গরু' সহপাঠীর হাত থেকে বাঁচতে মুলতুবি হয়ে গিয়েছিল সমস্ত ক্লাস। আর গরুটি নাকি মনের সুখে দাপিয়ে বেড়িয়েছিল গোটা শিক্ষাভবন! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হতবাক সকলে। বম্বে আইআইটি কর্তৃপক্ষের যদিও বদাবি, ভিডিও দেখে তাঁরা বুঝতে পারেনি, কোথা দিয়ে, কীভাবে, কোন ক্লাসে ঢুকে পড়েছিল গরুটি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ছাত্রদের দাবি, বাইরে তখন ঝমঝমিয়ে বৃ্ষ্টি পড়ছিল। তার থেকে বাঁচতেই নাকি ক্লাসে ঢুকে পড়েছিল গরুটি। আর একটি ভিডিও বুধবার ভাইরাল হয়েছে। যেখানে একটি গরুকে দেখা গিয়েছে মাঠে কিশোরদের সঙ্গে ফুটবল খেলতে! ২ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটিতে ফুটবল পায়ে পোজ দিতেও দেখা গিয়েছে গরুটিকে। বলে শটও মেরেছে সেটি।Cow entering IIT BOMBAY without clearing JEE Advanced?? 🐄🐄🐄. A cow entering an IIT Bombay classroom 😂 pic.twitter.com/i7taJ2TPOd
— Mayur Borkar (@imayurborkar) July 29, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement