এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রীকে একটু আধটু কূটনীতি শেখান, মোদীর আব কি বার ট্রাম্প সরকার মন্তব্যে বললেন রাহুল
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তা নিয়ে কৈফিয়ত দিলেও বিরোধীদের তা মনঃপূত হয়নি মোটেই।
নয়াদিল্লি: হিউস্টনের হাউডি মোদী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে বলেন, আব কি বার ট্রাম্প সরকার। রাষ্ট্রপ্রধান এভাবে অন্য কোনও দেশের রাজনৈতিক নেতার সমর্থনে প্রকাশ্যে স্লোগান দিতে পারেন কিনা, এ নিয়ে প্রশ্ন ওঠে এ দেশে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তা নিয়ে কৈফিয়ত দিলেও বিরোধীদের তা মনঃপূত হয়নি মোটেই। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী মন্তব্য করেছেন, জয়শঙ্করের উচিত প্রধানমন্ত্রীকে একটু আধটু কূটনীতির শিক্ষা দেওয়া।
এই মুহূর্তে ৩ দিনের সফরে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ভোটের সময় অনাবাসী ভারতীয়দের কাছে নিজের জনপ্রিয়তা বাড়াতে স্লোগান দিয়েছিলেন আব কি বার ট্রাম্প সরকার। প্রধানমন্ত্রী কথায় কথায় স্রেফ সেটারই উল্লেখ করেন, ২০২০-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মাথায় রেখে নয়। তিনি কোনও স্লোগান টোগান দেননি, দিল্লি মার্কিন ঘরোয়া রাজনীতির ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ। প্রধানমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জবাবে রাহুল বলেছেন, যেভাবে মোদী প্রকাশ্য জনসভায় ট্রাম্পের পৃষ্ঠপোষকতা করেছেন, তা মোটেই ভাল চোখে দেখেননি মার্কিন ডেমোক্র্যাটরা। বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রীর অক্ষমতা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। জয়শঙ্করের উচিত প্রধানমন্ত্রীকে কিছুটা কূটনীতি শেখানো। রাহুলের টুইট।
Thank you Mr Jaishankar for covering up our PM’s incompetence. His fawning endorsement caused serious problems with the Democrats for India. I hope it gets ironed out with your intervention. While you’re at it, do teach him a little bit about diplomacy.https://t.co/LfHIQGT4Ds
— Rahul Gandhi (@RahulGandhi) October 1, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement