এক্সপ্লোর
Advertisement
বন্যায় নষ্ট বারো ক্লাসের সার্টিফিকেট, হতাশায় আত্মঘাতী কেরলের ১৯ বছরের পড়ুয়া
তিরুঅনন্তপুরম: বারো ক্লাসের সার্টিফিকেট বিধ্বংসী বন্যায় নষ্ট হয়ে যাওয়ায় গভীর মনোকষ্টে শেষ পর্যন্ত আত্মহত্যা করল কেরলের ১৯ বছরের একটি ছেলে। কৈলাস নামে ছেলেটি ও তার বাবা মা তিনদিন আগে বৃষ্টি, বন্যায় এলাকায় জল বাড়তে থাকায় ত্রাণ শিবিরে চলে যেতে বাধ্য হয়। তারা কোঝিকোড়ের কারানথুরের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, কৈলাস আইটিআইয়ের একটি কোর্সে ভর্তি হয়েছিল, নতুন জামাকাপড় কিনেছিল, উচ্চশিক্ষার জন্য কিছু টাকাপয়সাও জমিয়েছিল। গতকাল বৃষ্টির তেজ কিছুটা কমায় সে বাড়ির অবস্থা দেখার জন্য সেখানে যায়। কিন্তু সেখানে পৌঁছে তার বুক ভেঙে যায়। দেখে, তার বারো ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট জলে ভিজে একেবারে নষ্ট হয়ে গিয়েছে! এই আঘাত সহ্য করতে না পেরে সে গলায় দড়ি দেয়। স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, জল নেমে যাওয়ায় পরে তার বাবা-মা বাড়ি পরিষ্কার করতে ফিরে গিয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখেন।
কৈলাসের বাবা পেশায় শ্রমিক। সংসারের প্রয়োজনীয় প্রায় সব কিছুই বন্যার গ্রাসে চলে গিয়েছে। ছেলেই ছিল পরিবারের একমাত্র ভরসা।
আবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আলাপ্পুঝার চেঙ্গান্নুরের এক মহিলা হা-হুতাশ করছেন বৃষ্টি-বন্যায় আধার কার্ড, রেশন কার্ড সব কিছুই ভেসে যাওয়ায়। তাঁর কাছে কোনও পরিচয়পত্রই নেই। বলছেন, সব হারিয়ে শুধু বেঁচে রয়েছি। আমার আত্মীয়স্বজনরা জানে না, আমি আছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement