WB Corona LIVE Updates: প্রধানমন্ত্রীর জরুরি করোনা বৈঠক, প্রত্যেক রাজ্যে দ্রুত অক্সিজেন প্ল্যান্ট তৈরিতে আধিকারিকদের নির্দেশ

Corona LIVE Updates: দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Apr 2021 07:45 AM
WB Corona LIVE Updates: দেশের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

দেশের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী । সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর । চিকিৎসা পরিকাঠামো দ্রুত আধুনিকীকরণের নির্দেশ
দেশে অক্সিজেন সঙ্কট নিয়েও রিপোর্ট নেন প্রধানমন্ত্রী । প্রত্যেক রাজ্যে দ্রুত অক্সিজেন প্ল্যান্ট তৈরিতে আধিকারিকদের নির্দেশ

Corona LIVE Updates: দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার

বাংলায় আরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার। গত ২৪ ঘণ্টা রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩। মৃতের সংখ্যায় নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮২-তে। 

Corona LIVE Updates: রাজ্যে অক্সিজেনের অভাব নেই, তৈরি হচ্ছে আরও ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট, জানাল সরকার

‘রাজ্যে অক্সিজেনের অভাব নেই। রাজ্যের ১০৫টি হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা। আরও ৪১টি হাসাপাতালে করা হচ্ছে পাইপলাইনের ব্যবস্থা। রাজ্যে আরও ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে। হাসপাতালগুলি প্রয়োজনে অক্সিজেনের পাইপলাইন সম্প্রসারণ করতে পারবে। অক্সিজেন সরবরাহে এলাকাভিত্তিক নিষেধাজ্ঞা শিথিল করা হল।’ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার

Corona LIVE Updates: করোনার থাবা হাওড়া আদালতে, সংক্রমিত ২ আইনজীবী

করোনার থাবা হাওড়া আদালতে। সংক্রমিত ২ আইনজীবী, কর্মবিরতির সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। আগামী ১০দিন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত।

COVID-19 LIVE Updates: ৬০ হাজার টাকার অ্যাম্বুল্যান্স ভাড়া করে যোগীরাজ্য থেকে করোনা চিকিৎসা করাতে বাংলায় দম্পতি

Corona LIVE Updates: যোগীরাজ্য থেকে করোনা চিকিৎসা করাতে বাংলায় দম্পতি। উত্তরপ্রদেশের অযোধ্যার দম্পতি ভর্তি চুঁচুড়ার করোনা হাসপাতালে। ৬০ হাজার টাকায় অ্যাম্বুল্যান্স ভাড়া করে চুঁচুড়ায় দম্পতি। ‘গত সপ্তাহে ওই দম্পতির করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্ত্রী সমস্যা না থাকলেও স্বামীর শ্বাসকষ্ট শুরু হয়। উত্তরপ্রদেশের একাধিক হাসপাতালে চেষ্টা করেও মেলেনি অক্সিজেন। অবশেষে চুঁচুড়ায় আত্মীয়র সঙ্গে ফোনে কথা। তাঁর পরামর্শেই অযোধ্যা থেকে বাংলায় আসার সিদ্ধান্ত।’ জানিয়েছেন ওই দম্পতির আত্মীয়। বর্তমানে চুঁচুড়ার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অযোধ্যার ওই দম্পতি। 

Corona LIVE Updates: সংক্রমণ বাড়ার আশঙ্কা, তিস্তা নদীর পাড়ে অবৈধ রিসর্ট ভাঙার নির্দেশ সার্কিট বেঞ্চের

সংক্রমণ বাড়ার আশঙ্কা, তিস্তা নদীর পাড়ে অবৈধ রিসর্ট ভাঙার নির্দেশ। জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে বেআইনি কটেজ ভাঙার নির্দেশ। বেআইনি দোকানও ভাঙার নির্দেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। করোনা বিধি ভেঙে সন্ধে নামলেই তিস্তার পাড়ে প্রচুর জমায়েত। সংক্রমণ বাড়ার আশঙ্কায় কড়া নির্দেশ সার্কিট বেঞ্চের। কাল জেলা শাসক, পুলিশ সুপারের রিপোর্ট তলব আদালতের।

COVID-19 LIVE Updates: টিকাকরণের লাইনে শিকেয় দূরত্ব বিধি

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আজ ভ্যাকসিন দেওয়ার কথা ৩০০ জনকে। কিন্তু, চলে এসেছেন তার থেকে অনেক বেশি মানুষ। যার ফল- টিকাকরণের লাইনে উধাও দূরত্ব বিধি। 

Corona LIVE Updates: নিউটাউনের চিত্তরঞ্জন কোভিড হাসপাতালে 'চূড়ান্ত অব্যবস্থা'

নিউটাউনের চিত্তরঞ্জন কোভিড হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভে হাসপাতালের নার্সিং স্টাফরা। পর্যাপ্ত মাস্ক, পিপিই কিট না পাওয়ার অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 

WB Corona LIVE Updates: ইটাহারে জাতীয় সড়ক অবরোধ করোনা আক্রান্তদের

ইটাহারে জাতীয় সড়ক অবরোধ করোনা আক্রান্তদের। পানীয় জল ও খাবারের অব্যবস্থার অভিযোগে কোয়ারেন্টিন সেন্টার থেকে বেরিয়ে পথ অবরোধ করোনা আক্রান্তদের। পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তোলা হয়। অবস্থার উন্নতি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

WB Corona LIVE Updates:বেড বাড়ানোর সিদ্ধান্ত অ্যাপোলো হাসপাতালের

বাড়ছে করোনা সংক্রমণ, আরও বেড বাড়ানোর সিদ্ধান্ত অ্যাপোলো হাসপাতালের।আরও ৩০০ বেড বাড়াচ্ছে অ্যাপোলো কর্তৃপক্ষ।
সল্টলেকের নারায়ণা নেত্রালয়ে যোগ হচ্ছে ৩৫টি বেড।

WB Corona LIVE Updates: বোলপুর মহকুমা হাসপাতালেও অক্সিজেনের সঙ্কট

বোলপুর মহকুমা হাসপাতালেও অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে। স্টোরে পড়ে রয়েছে অনেক খালি সিলিন্ডার। এই পরিস্থিতিতে ঘোরতর সমস্যায় রোগীরা। দুর্গাপুর থেকে অক্সিজেন রিফিল হয়ে আসতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। 

WB Corona LIVE Updates: রামপুরহাট হাসপাতালে অক্সিজেনের অভাবে চার রোগীর মৃত্যু, অভিযোগ পরিজনদের

রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কট। ‘অক্সিজেনের অভাবে আজই ৪ জন করোনা রোগীর মৃত্যু’,এমনটাই অভিযোগ মৃত করোনা রোগীর পরিজনদের।


‘সঙ্কট ছিল, অক্সিজেন পেয়েছি, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি’,অক্সিজেনের সঙ্কট নিয়ে জানালেন অধ্যক্ষ করবী বড়াল।

WB Corona LIVE Updates: মাস্ক না পরায় কাটোয়ায় ধরপাকড়

করোনা আবহে এখনও মাস্কে অনীহা অনেকের। এই পরিস্থিতিতে মাস্ক না পরে বেরোলেই কাটোয়ায় চলছে ধরপাকড়। কিন্তু, ধরপাকড়ের পর গাড়িতে তোলা হল গাদাগাদি করে। উধাও দূরত্ব বিধি।

WB Corona LIVE Updates: বেসরকারি হাসপাতালগুলিকে করোনার টিকা নিয়ে গাইডলাইন রাজ্যের

বেসরকারি হাসপাতালগুলিকে করোনার টিকাকরণ নিয়ে গাইডলাইন পাঠাল রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, ৩০ এপ্রিলের পর ভ্যাকসিনের সমস্ত পুরনো স্টক সরকারকে ফেরত দিতে হবে। ১ মে থেকে করোনার টিকাকরণ চালাতে হলে বেসরকারি হাসপাতালগুলিকে ভ্যাকসিন কিনে নিতে হবে উত্‍পাদনকারী সংস্থার কাছ থেকে। সে জন্য যদি টিকাকরণ বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষকে, তা নোটিস দিয়ে জানাতে হবে। আগে থেকে কো উইন এ বুক করে আসতে হবে। হাসপাতালে এসে সরাসরি ভ্যাকসিন নেওয়া যাবে না

WB Corona LIVE Updates: চন্দ্রকোণায় ভ্যাকসিন নেওয়ার জন্য রাত থাকতে দীর্ঘ লাইন

জেলায় জেলায় ভ্যাকসিন ভোগান্তি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ভ্যাকসিন নেওয়ার জন্য রাত থাকতে দীর্ঘ লাইন পড়ছে। চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালের সামনে অনেকে ইট পেতে, চিরকুট লিখে লাইন রেখে দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, যেহেতু দৈনিক টিকাকরণের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে, সেই কারণে অনেকেই রাত থাকতে লাইনে দাঁড়াচ্ছেন। ভ্যাকসিন নেওয়ার জন্য চলছে হুড়োহুড়ি। ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও।

WB Corona LIVE Updates: টিকাকরণের লাইনে উধাও দূরত্ব বিধি

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আজ ভ্যাকসিন দেওয়া হবে ৩০০ জনকে। কিন্তু, চলে এসেছেন তার থেকে অনেক বেশি মানুষ। যার ফল- টিকাকরণের লাইনে উধাও দূরত্ব বিধি।

WB Corona LIVE Updates: মেলেনি বেড, বাড়িতেই মৃত্যু করোনা রোগীর, দেহ নিয়েও ভোগান্তি পরিবারের

দিনভর ঘুরেও মেলেনি বেড, বাড়িতেই মৃত্যু করোনা রোগীর! জলপাইগুড়িতে ‘বিনা চিকিৎসায়’ মৃত্যু করোনা রোগীর, অভিযোগ পরিবারের। করোনা রোগীর মৃত্যুর পরও হয়রানি পরিবারের। মৃতের পরিবারের অভিযোগ, রাত দেড়টায় মৃত্যুর পর পুলিশ-প্রশাসনকে জানালেও সহযোগিতা মেলেনি।মৃতদেহ উদ্ধারে জেলা পুলিশ-প্রশাসনের সহযোগিতা মেলেনি। সকালে মৃতদেহ নিয়ে কোভিড হাসপাতালের সামনে অপেক্ষায় পরিবার।হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি

WB Corona LIVE Updates: আগামীকাল থেকে বন্ধ হচ্ছে হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠের দরজা

বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আগামীকাল থেকে বন্ধ হচ্ছে হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠের দরজা। কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কামারপুকুরের রামকৃষ্ণ মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

WB Corona LIVE Updates: অক্সিজেনের অপচয় রুখতে স্বাস্থ্য দফতরের গাইডলাইন

অক্সিজেনের অপচয় রুখতে স্বাস্থ্য দফতরের গাইডলাইন।কীভাবে অক্সিজেন সাশ্রয় করে সঠিক চিকিত্‍সা, দেওয়া হল রূপরেখা।কোন পরিস্থিতিতে, কীভাবে, কতক্ষণ অক্সিজেন দিতে হবে, গাইডলাইনে উল্লেখ ।


 

WB Corona LIVE Updates: দুপুর দুটোর পর বাজার-দোকান বন্ধ থাকবে বরানগরে, সিদ্ধান্ত প্রশাসনের

করোনা পরিস্থিতির জেরে বরানগরে নির্দিষ্ট সময়ের পর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।  গতকাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরানগর থানা ও বরানগর পুরসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বরানগরে বাজার ও দোকানপাট খোলা থাকবে। তারপর আর বাজার, দোকান খোলা রাখা যাবে না।

WB Corona LIVE Updates: করোনা আবহে আগামী ১০ দিন বন্ধ ইডির সমস্ত মামলার তদন্ত প্রক্রিয়া

আগামী ১০ দিন বন্ধ ইডির সমস্ত মামলার তদন্ত প্রক্রিয়া।‘আগামী ১০ দিন কাউকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে না। যাঁদের তলব করা হয়েছে, তাঁদেরও আসতে বারণ করা হয়েছে।’বেলাগাম করোনা পরিস্থিতির জেরে সিদ্ধান্ত, ইডি সূত্রে দাবি

WB Corona LIVE Updates: করোনা পরীক্ষার কিটের অভাব কালনায় মহকুমা হাসপাতালে

পূর্ব বর্ধমানের কালনায় মহকুমা হাসপাতালে করোনা পরীক্ষার কিটের অভাব।  অভিযোগ, গত তিনদিন ধরে  হাসপাতালে এলেও বহু মানুষকে পরীক্ষা না করিয়ে ফিরে যেতে হচ্ছে।  করোনার কোনও পরীক্ষাই হচ্ছে না।  হাসপাতালে যাঁরা আসছেন, তাঁদের পরীক্ষা না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।  হাসপাতালের সুপার জানিয়েছেন, কিটের অভাবে করোনা পরীক্ষা করা হচ্ছে না। যে কয়েকটি কিট রয়েছে, তা শুধু জরুরি ভিত্তিতে যে সব রোগী ভর্তি হচ্ছেন, তাঁদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। 

WB Corona LIVE Updates: বারাসাতে ভোট গণনা কেন্দ্রের বাইরে যত্রতত্র পড়ে পিপিই কিট, আতঙ্ক এলাকায়

বারাসাতে ভোট গণনা কেন্দ্রের বাইরে যত্রতত্র পিপিই কিট পড়ে থাকায় আতঙ্ক ছড়াল এলাকায়। ২ মে বারাসাত গভর্মেন্ট কলেজে ভোট গণনা হবে। গতকাল সেখানে অসংখ্য পিপিই কিট পড়ে থাকতে দেখা যায়।  এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে। কারণ, গণনার সময় তাঁরাই থাকবেন গণনাকেন্দ্রে। এ নিয়ে রিটার্নিং অফিসারকে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর।

WB Corona LIVE Updates: করোনা আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিনের মৃত্যু

করোনা আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন বিকাশ রায়ের মৃত্যু। বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। বেশ কয়েকদিন করোনা আক্রান্ত হয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন বিকাশ রায়।

WB Corona LIVE Updates: ভ্যাকসিন নিয়ে ভোগান্তির অভিযোগ

কুঁদঘাটে পুরসভার টিকাকরণ সেন্টারে ভ্যাকসিন নিয়ে ভোগান্তি। পুরসভার উদ্যোগে পূর্ব পুঁটিয়ারির একটি কমিউনিটি হলে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত দু’টো থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কিন্তু ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেখানকার কয়েকজন নিরাপত্তাকর্মী বলেন, আজ যাঁরা ভ্যাকসিন পাবেন, তাঁদের তালিকা পূরণ হয়ে গিয়েছে। আর কেউ ভ্যাকসিন পাবেন না। কিন্তু, অভিযোগকারীদের দাবি, যাঁরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাঁদের কারও নাম নেই সেই তালিকায়। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারীরা। যদিও, তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের দাবি, আগে যাঁদের নাম লেখানো হয়েছে, তাঁরা আগে পাবেন। সেই হিসেবে আজ যাঁরা লাইনে দাঁড়িয়েছেন, তাঁরা আজ ভ্যাকসিন পাবেন না।

প্রেক্ষাপট

কলকাতা: সারা দেশের মতো রাজ্যেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৯২ জন। রেকর্ড গড়ল দৈনিক মৃ্ত্যুর সংখ্যাও। রাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। শুধুমাত্র কলকাতা ও উত্তর ২৪ পরগনা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৭ হাজার। 


সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত ১১ হাজার ৯ জন। এপর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জন। রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগী বাড়ল ৬ হাজার ১৪৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯৪ হাজার ৯৪৯ জন। কলকাতায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৫ জন। জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের। আজ রাজ্যে সুস্থ হয়েছেন, ৯ হাজার ৭৭৫ জন। মোট সুস্থ হয়েছেন, ৬ লক্ষ ৫৩ হাজার ৯৮৪ জন। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ৫৬২ জনের। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ২৪ হাজার ৯৬৭ জন। 


এরইমধ্যে চলছে টিকাকরণ অভিযানও। কিন্তু টিকা পেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই। সেইসঙ্গে চিকিৎসার ক্ষেত্রেও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভিযোগও সামনে এসেছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.