WB Corona LIVE Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৮ হাজার পার
করোনার কালো মেঘে ঢাকা রাজ্যের আকাশে অবশ্য রয়েছে সোনালি রেখাও। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করেছেন ১৬ হাজার ৫৪৭ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যের মোট ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৫.২৩ শতাংশে।
করোনা টিকা ফাইজারকে ছাড়পত্র দিল কানাডার স্বাস্থ্যমন্ত্রক। প্রথম ডোজ দেওয়া হবে ১২ থেকে ১৫ বছরের কিশোর-কিশোরীদের। কানাডার স্বাস্থ্য পরামর্শদাতা সুপ্রিয়া শর্মার বক্তৃতা উদ্ধৃত করে দাবি রয়টার্সের।
করোনা পরিস্থিতি মোকাবিলায় দোকান-বাজার খোলা রাখার সময় বেঁধে দিয়েছে সরকার। কিন্তু সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্ধারিত সময়ের পরেও খোলা দোকান, রমরমিয়ে চলছে ব্যবসা। এবিপি আনন্দর ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে জলপাইগুড়ির দিনবাজারে। খোলা দোকানাপাট, নেই সামাজিক দূরত্বের বালাই। অনেকের মুখেই নেই মাস্ক। পরে কড়া ব্যবস্থা নেয় পুলিশ। বন্ধ করে দেয় সব দোকান।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৮ হাজার পার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৮ হাজার ১০২। রাজ্যে একদিনে করোনায় ১০৩ জনের মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে ২৫ জনের মৃত্যু। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে ২৭জনের মৃত্যু।
করোনা মোকাবিলায় কাল থেকে ২ সপ্তাহ বন্ধ লোকাল ট্রেন। সরকারি বাস, মেট্রো কমে অর্ধেক। ভিনরাজ্য থেকে এলে লাগবে করোনানেগেটিভ রিপোর্ট। সময় বদলে বাজার খোলা সকাল ৭টা থেকে ১০টা, বিকেলে ৫টা থেকে ৭টা।
অক্সিজেন-ভ্যাকসিনের অভাব মেটাতে ব্যাঙ্কগুলিকে ৫০ হাজার কোটি ঋণ দিচ্ছে আরবিআই। পরের বছরের মাঝামাঝির মধ্যে দেশে ভ্যাকসিন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, আশ্বাস শক্তিকান্ত দাসের।
পর্যাপ্ত ভ্যাকসিন ও অক্সিজেন চেয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভ্যাকসিনের ডোজের সংখ্যা নগণ্য। যেন ভিক্ষা দিচ্ছে! তাঁর নিশানায় মোদি সরকার। একই ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। পাল্টা বিজেপির আক্রমণ, বিপদের সময় রাজনীতি করছে বিরোধীরা।
দেশে করোনার ভয়াবহতার মাঝেই উদ্বেগ আরও বাড়িয়ে এবার অন্ধ্রপ্রদেশে মিলল করোনার নতুন স্ট্রেন। হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির বিজ্ঞানীদের দাবি, এই নতুন স্ট্রেন ১৫ গুণ বেশি সংক্রামক। করোনার এই নতুন স্ট্রেনের নাম দেওয়া হয়েছে এন ফোর ফোর জিরো কে (N440K)। সিসিএমবি-র গবেষকরা বলছেন, বি ওয়ান ডট সিক্স ওয়ান সেভেন ও বি ওয়ান ডট সিক্স ওয়ান এইট, এই দুটি ভারতীয় স্ট্রেনের থেকেও ১৫ গুণ বেশি সংক্রামক করোনার এই নতুন স্ট্রেন। জানা গিয়েছে, অন্ধ্রের কুরনুলে প্রথম নতুন স্ট্রেনের হদিশ মেলে। এছাড়াও বিশাখাপত্তনমেও সংক্রমিতদের শরীরে মিলেছে নতুন স্ট্রেন।এই মুহূর্তে অন্ধ্রে করোনার যে প্রকোপ চলছে তার ভয়াবহতার জন্য এই নতুন স্ট্রেন অনেকটাই দায়ী বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বেলেঘাটা আইডিতে অক্সিজেন প্ল্যান্টে বরফ জমার সমস্যা। অক্সিজেন প্ল্যান্ট বন্ধ করে মেরামতির কাজ। সিলিন্ডার থেকেই রোগীদের অক্সিজেন দেওয়া হয়। নজিরবিহীন তৎপরতায় রোগীদের বাঁচালেন চিকিৎসকরা। অক্সিজেন ঘাটতি যাতে না হয় সেদিকে বাড়তি নজর।
এখনই পূর্ণাঙ্গ লকডাউন নয়। কাল থেকে সব লোকাল ট্রেন বাতিল। মেট্রো সহ গণ পরিবহণ ৫০ শতাংশ থাকবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অক্সিজেন ও ভ্যাকসিন নিয়ে নীতিতে স্বচ্ছতা চাই। দাবি মমতার।
সকাল ৭-১০ সব দোকান খোলা, বিকেল - ৫-৭ সব দোকান খোলা থাকবে। সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী।
বিমানে আসা-যাওয়া করতে গেলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে কোভিড বেডের সংখ্যা হবে ৩০ হাজার। সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শয্যা সংখ্যা বাড়ানো থেকে ভ্যাকসিনের জোগানের আবেদন। মোদিকে চিঠি মমতার।
বিধাননগর মহকুমা হাসপাতালে আজও ভ্যাকসিন-হয়রানি। কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হলেও, মিলছে না কোভিশিল্ড। অভিযোগ, এই ডোজ কবে মিলবে, হাসপাতালের তরফে তাও জানানো হচ্ছে না। করোনা পরীক্ষার কিটও অমিল বলে অভিযোগ।
কিশোর ভারতীর পর এবার সল্টলেক স্টেডিয়াম। রাজ্যে করোনা-বেডের সঙ্কট মেটাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। সল্টলেক আমরি হাসপাতালের সহায়তায় সল্টলেক স্টেডিয়ামে তৈরি হল ২২৩ বেডের হাসপাতাল। এর মধ্যে ২১০টা জেনারেল বেড। গ্যালারির নিচে রয়েছে ১৪টা ডর্মিটরি। প্রতিটি ডর্মিটরিতে ১৫টা করে বেড। পাইপ লাইনের মাধ্যমে বেডগুলোতে অক্সিজেন সরবরাহ করা হবে।
অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগে উত্তরপাড়া থেকে গ্রেফতার ব্যবসায়ী। এর আগে পার্ক স্ট্রিট থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরার ভিত্তিতে গতকাল উত্তরপাড়া থেকে চন্দন মণ্ডল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক খালি ও ভর্তি অক্সিজেন সিলিন্ডার।
রাজ্যে এল কেন্দ্রের পাঠানো ১ লক্ষ কোভ্যাকসিন। আজ দুপুরের পর এসে পৌঁছবে আরও ৪ লক্ষ কোভিশিল্ড। কেন্দ্রের তরফে রাজ্যে এই পাঁচ লক্ষ ডোজ পাঠানো হচ্ছে। এর পাশাপাশি, রাজ্য সরকারও কোভ্যাকসিন এবং কোভিশিল্ড এই দু’ রকম ভ্যাকসিনের বরাত দিয়েছে। তবে তা এখনও রাজ্যে এসে পৌঁছয়নি।
কোভিড মোকাবিলায় কী পদক্ষেপ গ্রহণ করা হবে? আজ, দুপুর সাড়ে বারোটায় নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জানালেন তিনি।
প্রায় চার হাজারের কাছাকাছি পৌঁছল দৈনিক মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩,৭৮০ জনের। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন।
রাজ্যে ভ্যাকসিনের আকাল অব্যাহত। কোথাও ভ্যাকসিনের অভাবে বন্ধ টিকাকরণ কর্মসূচি, তো কোথাও দেওয়া হচ্ছে শুধু দ্বিতীয় ডোজ। ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই অবস্থায় স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যে আরও ভ্যাকসিন আসছে।
প্রেক্ষাপট
কলকাতা: করোনার চোখ-রাঙানি থামার কোনও লক্ষ্মণ নেই। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল সাড়ে ১৭ হাজারের গণ্ডি। যা রেকর্ড। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৭ হাজার ৬৩৯ জন। এই সময় ব্যবধানের মধ্যে ১০৭ জন রাজ্যবাসীকে কোভিডের কাছে হারালাম আমরা।
করোনার কালো মেঘে ঢাকা রাজ্যের আকাশে অবশ্য রয়েছে সোনালি রেখাও। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করেছেন ১৬ হাজার ৫৪৭ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যের মোট ডিসচার্জ রেট গিয়ে দাঁড়াল ৮৫.২৩ শতাংশে।
রাজ্যের করোনা পরিস্থিতিতে সবথেকে চিন্তার ভাঁজ উত্তর ২৪ পরগণা ও কলকাতা নিয়ে। এই দুই জেলাতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩৩ ও ৩১ জনের। দুই জেলাতে এই সময়পর্বে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৪৪ ও ৩ হাজার ৯০৩। এদিন রাজ্যে নতুন করে ১৭ হাজার ৬৩৯ জন আক্রান্ত হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা বাড়ল ৯৮৫। যার ফলে বঙ্গে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ২০ হাজার ৯৪৬ জনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -