West Bengal News Live: '১০০ টাকার দিশি দেড় হাজার টাকায় বিকোচ্ছে’, বিস্ফোরক মদন মিত্র
Get the latest West Bengal News and Live Updates:রাজ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সংঘাত আরও তীব্র হয়েছে। গতকাল নন্দীগ্রামে গিয়ে রাজ্যপালের হুঁশিয়ারি, রাজ্যের মদতে হিংসা বন্ধ হোক, না হলে সংবিধানের ক্ষমতা প্রয়োগে বাধ্য হব। পাল্টা তৃণমূল আক্রমণ করে বলে, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন রাজ্যপাল।
২১ হাজার টাকা নিয়েও রেমডেসিভির না দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় উত্তর কলকাতার ফড়িয়াপুকুরের বেসরকারি হাসপাতাল। রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরের চেষ্টা রোগীর পরিবারের। আজ সকালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু। রোগীমৃত্যুর পর বেসরকারি হাসপাতালে বিক্ষোভ পরিবারের।
‘রেমডেসিভির, অক্সিজেন, অ্যাম্বুল্যান্স নিয়ে কালোবাজারি চলছে, ১০০ টাকার দিশি, দেড় হাজার টাকায় বিকোচ্ছে, আমি কোথায় আছি’, ফেসবুক লাইভে বিস্ফোরক মদন মিত্র। আজ অবক্ষয়ের প্রসঙ্গ কামারহাটির তৃণমূল বিধায়কের মুখে। ‘সামাজিক অবক্ষয়ের কথা বলতে চেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করিনি, কালোবাজারির প্রতিবাদ করেছি মাত্র’, বক্তব্য মদন মিত্রর।
রাজ্যে কার্যত ১৫ দিন লকডাউন। মালদার গাজোলে বিভিন্ন কোম্পানির কয়েক লক্ষ টাকার মদের বোতল চুরির অভিযোগ দোকান মালিকের। দোকানের শাটার, সিসিটিভি চুরির অভিযোগ। দোকান মালিক ও গাজোল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে গাজোল থানার পুলিশ।
রাজ্যে কার্যত লকডাউনের মধ্যেই তৃণমূলের বিজয় উৎসব। জগৎবল্লভপুরের গোবিন্দপুর পশ্চিম পাড়ার ঘটনা। ব্যান্ড-ডিজে বাজিয়ে মিছিল, শিকেয় করোনা বিধি। কেন ব্যবস্থা নিল না পুলিশ ? প্রশ্ন বিজেপির।
কলকাতা মেডিক্যালের সার্জারি বিভাগে এইচডিইউতে করোনার থাবা। ‘অস্ত্রোপচারের পর এইচডিইউতে থাকা ৮ রোগী করোনা আক্রান্ত, বিভিন্ন অস্ত্রোপচারের জন্য তাঁরা হাসপাতালে ভর্তি হন, এক রোগীর থেকে সংক্রমিত হন এইচডিইউতে থাকা ৭ জন, আক্রান্ত ৮ জনের মধ্যে ২ রোগীর মৃত্যু, বিষয়টি জানার পর আক্রান্তদের কোভিড ওয়ার্ডে পাঠানো হয়েছে, রোগী ভর্তি বন্ধ রেখে জীবাণুমুক্ত করা হয়েছে এইচডিইউ’, জানানো হয়েছে হাসপাতালের তরফে।
ভাটপাড়ার বারুইপাড়ায় বোমাবাজি, নিহত তৃণমূল কর্মী।বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ।প্রতিবাদে অভিযুক্তদের বাড়িতে আগুন। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির
রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে ব্যাঙ্ক কর্মীদের যাতায়াতে অনুমতি দাবি।মুখ্যসচিবকে চিঠি ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের। ‘ব্যাঙ্ককর্মীদের যাতায়াতে অসুবিধে হচ্ছে’,জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকায় লোকাল ট্রেন ব্যবহারের দাবি
বউবাজারের ক্ষতিগ্রস্ত এলাকায় শেষ হল মেট্রোর সুড়ঙ্গ তৈরির কাজ।টানেল বোরিং মেশিন উর্বি পৌঁছল বউবাজারে।চলতি বছরেই মাটির তলা থেকে তুলে আনা হবে ২টি টানেল বোরিং মেশিন।কেএমআরসিএলের তরফে বিজ্ঞপ্তি জারি।
‘রেমডেসিভির, অক্সিজেন, অ্যাম্বুল্যান্স নিয়ে কালোবাজারি চলছে। ১০০ টাকার দেশি মদ, দেড় হাজার টাকায় বিকোচ্ছে। আমি কোথায় আছি’, ফেসবুক লাইভে বিস্ফোরক মদন মিত্র।
আজ অবশ্য অবক্ষয়ের প্রসঙ্গ কামারহাটির তৃণমূল বিধায়কের মুখে। তিনি বলেছেন,‘সামাজিক অবক্ষয়ের কথা বলতে চেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করিনি।কালোবাজারির প্রতিবাদ করেছি মাত্র।’
ক্যানিং-এ উদ্ধার বোমা নিষ্ক্রিয় করল পুলিশ। গতকাল কোরাকাটি গ্রাম থেকে ২৮ টি বোমা উদ্ধার হয়। আজ সেই বোমাগুলি বম্ব স্কোয়াডের লোকজন নিষ্ক্রিয় করে।
বান্ধবীকে নিয়ে বেড়াতে বেরিয়ে তরুণীর রহস্যমৃত্যু।চুঁচুড়ায় রাস্তায় তরুণীর দেহ উদ্ধার।তরুণীর বাড়ি হুগলির ইমামবাড়ার কাছে।জেলাশাসকের বাংলোর কাছে বিক্ষোভ।তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।দুর্ঘটনায় মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের।নিছক দুর্ঘটনা নয়, রহস্য রয়েছে, দাবি পরিবারের
বাজার করতে এসে অসুস্থ প্রৌঢ়। রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু। আজ সকালে ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু বাজারে। স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৮টা নাগাদ বাজারে গিয়ে সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে যান বছর পঁয়ষট্টির ওই প্রৌঢ়। জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। শারীরিক অসুস্থতা না কি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।
রামপুরহাট মেডিক্যাল কলেজ থেকে এসএসকেএমে নিয়ে যাওয়ার পথে, বিজেপির বুথ সভাপতির মৃত্যু। মৃতের নাম জাকির হোসেন। বিজেপির অভিযোগ, ৮ মে, মল্লারপুরের কোটগ্রামের বাসিন্দা বিজেপির বুথ সভাপতি জাকির হোসেনের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মেরে ভেঙে দেওয়া হয় হাত-পা। রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন বিজেপি নেতা। আজ সকালে এসএসকেএমে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মল্লারপুর থানায় বিজেপির তরফে খুনের অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় রাজনৈতিক-যোগ অস্বীকার তৃণমূলের।
শিলিগুড়িতে বিজেপির ৩ বিধায়ক আটক। শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মণ, শিখা চট্টোপাধ্যায় আটক।শিলিগুড়ির সফদার হাসমি চক থেকে আটক।‘একাধিক মৃত্যুতেও হেলদোল নেই প্রশাসনের’,অভিযোগে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিধায়করা। করোনা-পরিস্থিতিতে অবস্থান তুলতে বলে পুলিশ।সেই অনুরোধে বিধায়করা কান দেয়নি বলে দাবি পুলিশের
দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেন থেকে উদ্ধার গাড়ি। রহস্যজনকভাবে উধাও গাড়ির মালিক ৬৬ বছরের ব্যবসায়ী। আজ সকালে সেতুর ওপর গাড়িটিকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। গাড়ির দরজা খোলা ছিল। ঝুলছিল ছিল চাবি। সেতুর ওপর গাড়ি দাঁড় করিয়ে কোথায় গেলেন ব্যবসায়ী, দানা বেঁধেছে রহস্য। ইতিমধ্যেই গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
কাল শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল।ডিআইজি সিআইডির নেতৃত্বে শীতলকুচি যাচ্ছে বিশেষ তদন্তকারী দল।শীতলকুচি গুলিকাণ্ডের পুনর্নির্মাণ করা হবে, খবর ভবানী ভবন সূত্রে।মাথাভাঙা থানার পুলিশ অফিসারদের, স্থানীয়দের জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য যাচাই করা হবে, খবর সূত্রের।
রাইপুরে তৃণমূলে জিততেই বিজেপিতে ভাঙন। তিন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় গেরুয়া শিবিরের হাতছাড়া হল বিক্রমপুর পঞ্চায়েত। উন্নয়নে সামিল হতেই দলত্যাগ, দাবি তৃণমূলের। গেরুয়া শিবিরের অভিযোগ, ভয় দেখিয়ে দল বদল করিয়েছে তৃণমূল।
অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু হতেই পদত্যাগ পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের। ইস্তফার জন্য ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। যদিও, তৃণমূলের একাংশের অভিযোগ, উপপ্রধান বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সংঘাত আরও তীব্র হয়েছে। গতকাল নন্দীগ্রামে গিয়ে রাজ্যপালের হুঁশিয়ারি, রাজ্যের মদতে হিংসা বন্ধ হোক, না হলে সংবিধানের ক্ষমতা প্রয়োগে বাধ্য হব। পাল্টা তৃণমূল আক্রমণ করে বলে, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন রাজ্যপাল।
এদিকে, মুর্শিদাবাদের রানিতলায় জলে ডুবে মৃত্যু তিন শিশুর। ইটভাটা লাগোয়া জমিতে গর্ত জল জমে ছিল। খেলতে গিয়ে জলে পড়ে গিয়ে তিনজনের মৃত্যু বলে অনুমান এলাকাবাসীর।
চিত্তরঞ্জনের কর্নেল সিং পার্কে নিজের গাড়ির মধ্যে উদ্ধার রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ। বাড়ি থেকে বেরোনোর কয়েক ঘণ্টা পর খুন। একই এলাকায় বারবার খুনের ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -