West Bengal News Live :কাল সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’, বুধবার সন্ধেয় আছড়ে পড়তে পারে রাজ্যের উপকূলে
Get the latest West Bengal News and Live Updates:বুধবার রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। শনিবার বিকেল থেকে দিঘা-গঙ্গাসাগরে মত্স্যজীবীদের নৌকা নামাতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন এলাকায় ভাঙা বাঁধ সারানো হচ্ছে। উপকূলবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের।
শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। আজ সকাল ১১.৩০টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে।কাল সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’ । ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’ ।
বুধবার সকালেই ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়। বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ‘ইয়াস’। মঙ্গলবার সন্ধেবেলা ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার সন্ধেয় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১৫৫-১৬৫ কিমি ।
পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ইয়াস । মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত, হাওড়া, হুগলি, কলকাতাতেও হতে পারে অতি ভারী বৃষ্টি হতে পারে।
২৪-২৬ মে সমুদ্র উত্তাল থাকবে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সতর্কতায় বাতিল ৪১টি ট্রেন।
পর্যটক শূন্য দিঘা, তাজপুরে মোতায়েন এনডিআরএফ, এসডিআরএফ। উড়ছে ড্রোন, নজর রাখছে কপ্টার। সুন্দরবন, বকখালি, ফ্রেজারগঞ্জে চলছে নজরদারি। বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বাজ পড়ে মৃত ১। মৃতের নাম সুখেন্দু খামরুই।ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে হাসপাতালে
শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়।আজ সকাল ১১.৩০টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে।কাল সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’ ।২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’ ।বুধবার সকালেই ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়।বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ‘ইয়াস’।মঙ্গলবার সন্ধেবেলা ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।বুধবার সন্ধেয় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১৫৫-১৬৫ কিমি ।পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ইয়াস ।মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ।ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত, হাওড়া, হুগলি, কলকাতাতেও হতে পারে অতি ভারী বৃষ্টি হতে পারে।
২৪-২৬ মে সমুদ্র উত্তাল থাকবে।ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সতর্কতায় বাতিল ৪১টি ট্রেন।
বুধবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি।তার আগে, দিঘার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে NDRF ও SDRF।রাজ্যজুড়ে কার্যত লকডাউন চলার কারণে পর্যটক শূন্য রয়েছে দিঘা। খাঁ খাঁ করছে সমুদ্র সৈকত।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের নৌকগুলিকে সমুদ্র থেকে দূরে, বালির চরে বেঁধে রাখা হয়েছে।
ঘূর্ণিঝড়ের আগে তত্পর কলকাতা পুরসভা। পুরসভার কন্ট্রোল রুম ও পাম্পিং স্টেশনগুলি পরিদর্শন করলেন প্রশাসকমণ্ডলীর সদস্য ও নিকাশি বিভাগের দায়িত্ব থাকা তারক সিং।
ঘূর্ণিঝড় আসার আগে প্রস্তুত এনডিআরএফ। বাংলায় মোতায়েন করা হচ্ছে ৩২ টি দলকে। এর মধ্যে কলকাতা পুরসভার সঙ্গে কাজ করবে ১০টি দল। দক্ষিণ ২৪ পরগনায় থাকছে এনডিআরএফের ৯টা দল। উত্তর ২৪ পরগনায় ৭, পূর্ব মেদিনীপুরে ৫ এবং হাওড়ায় একটি দলকে মোতায়েন করা হবে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এনডিআরএফের ২২টা দল। খুব তাড়াতাড়ি আরও ১০টা দলকে এলাকায় পাঠানো হচ্ছে।
রাজ্যে কার্যত লকডাউনে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর জন্য ছাড় কৃষিক্ষেত্র ও গ্রামোন্নয়নের কাজে। কৃষি, উদ্যানবিদ্যা, ফুলচাষের সঙ্গে জড়িত পরিবহণ, সার, বীজ বিক্রিতে ছাড়। বন্যা মোকাবিলা ও প্রাক বর্ষায় গ্রামোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে ছাড়। নির্দেশিকা জারি রাজ্য সরকারের
ক্ষত শুকোয়নি আমফানের। এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ফ্রেজারগঞ্জে চলছে নজরদারি। চলছে সচেতনতামূলক প্রচার।
এসএসকেএমে আজ মদন মিত্রর সঙ্গে দেখা করতে আসেন বাংলা টেলিভিশনের বেশ কয়েকজন অভিনেত্রী। হাসপাতাল থেকে প্রায় ঘণ্টা তিনেক পর বেরিয়ে এসে তাঁরা জানান মদন মিত্রের সঙ্গে তাঁদের দেখা হয়নি।
এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক মদন মিত্র। নারদকাণ্ডে কয়েকদিন আগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। অসুস্থতার কারণে প্রেসিডেন্সি জেল থেকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে হাইকোর্ট গৃহবন্দির নির্দেশ দিলেও এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। আজ সকাল ১১.৩০টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে।২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’। বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে ‘ইয়াস’। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার সন্ধেবেলা ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার সন্ধেয় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিমি। পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে ইয়াস।
ইয়াস-মোকাবিলায় লালবাজারে বিশেষ টিম গঠন। পুলিশ কমিশনারের নেতৃত্বে বৈঠকের পর বিশেষ টিম গঠন।কাল থেকে কাজ শুরু করবে বিশেষ টিম ‘ইউনিফায়েড কম্যান্ড এজেন্সি’।ইয়াস-মোকাবিলায় বিশেষ দলে সেনা-এনডিআরএফ-বিএসএনএলের কর্তারা।ইয়াস-মোকাবিলায় বিশেষ দলে পূর্ত দফতর, সিইএসসির আধিকারিকরাও।
তিনি তৃণমূলের প্রবীণ নেতা। তিনি প্রবীণ সাংসদ। তিনি একজন অভিজ্ঞ আইনজীবী। তাঁর মুখে এমন কথা শুনে আমি স্তম্ভিত। তবে, বাংলার সংস্কৃতিবাণ মানুষই এর বিচার করবেন। পাল্টা ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর বুধবার সন্ধেয় তা পারাদ্বীপ ও সাগর দ্বীপের মধ্যে দিয়ে উপকূল অতিক্রম করবে। জানাল মৌসম ভবন। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় ৬ মিটার অর্থাৎ ২০ ফুট পর্যন্ত সামুদ্রিক জলোচ্ছ্বাসের আশঙ্কা। কাল থেকে শুরু বৃষ্টি। প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
সংবিধানে আস্থা নেই তৃণমূলের। সংবিধানের ওপর আক্রমণ করা হচ্ছে, এই ধরনের বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণ হচ্ছে যে, সংবিধানে আস্থা নেই তৃণমূলের। কল্যাণের মন্তব্যের প্রতিক্রিয়ায় বললেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।
রাজ্যপালের বিরুদ্ধে থানায় থানায় ডায়রি করুন। জানি এখন কিছু হবে না, যেদিন মেয়াদ শেষ হবে সেদিনই ব্যবস্থা হবে। ওঁকে ঢোকানো হবে প্রেসিডেন্সি জেলেই। বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
অভিমুখ পরিবর্তন করে বাংলাতেই ইয়াসের আছড়ে পড়ার আশঙ্কা। দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।শক্তিসঞ্চয় করে আগামীকাল সাইক্লোনে রূপান্তরিত হবে
আসছে ইয়াস। সতর্ক প্রশাসন। ডায়মন্ড হারবারে পৌঁছল জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।
তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন উত্তর দিনাজপুরের অমল আচার্যর। ভোটের আগে গিয়েছিলেন বিজেপিতে। বিজেপির সাম্প্রতিক আচরণেই হয়েছে মোহভঙ্গ, অভিযোগ অমলের।
আসছে ঘূর্ণিঝড় ইয়াস। সতর্ক পুলিশ-প্রশাসন। দিঘার বিভিন্ন জায়গায় চলছে প্রচার।
বিজেপি বড় দল। ভোটের আগে অনেকে এসেছিলেন। দু-একজন চলেও যেতে পারেন। সরলা মুর্মুর তৃণমূলে ফেরার আবেদন প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
সোনালি গুহর পর ফের ঘর ওয়াপসির আবেদন সরলা মুর্মুর। তৃণমূলে ফিরতে চান সরলা মুর্মু। হবিবপুর থেকে বিধানসভায় তৃণমূল প্রার্থী হন সরলা। টিকিট পাওয়ার পর দলত্যাগ করে বিজেপিতে নাম লেখান। বিজেপিতে যোগ দিলেও সক্রিয় ছিলেন না সরলা।এবার তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন।মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন সরলা মুর্মুর
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতেও চলছে সতর্কতামূলক প্রচার। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগে রায়দিঘি পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রচার চলছে।
ঘূর্ণিঝড় ইয়াসের আসার আগে প্রস্তুতি। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে চলছে মহড়া। আনা হয়েছে অত্যাধুনিক আলো। বাঁধ ভাঙা অথবা অন্যান্য জরুরি প্রয়োজনে এই আলো ব্যবহার করা হবে। বিডিও অফিসে চলছে তারই মহড়া।
ঘূর্ণিঝড় ইয়াসের আছড়ে পড়ার আগে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বন্দরে নজরদারি চালাচ্ছে মত্স্য দফতর। ফ্রেজারগঞ্জ বন্দরে ঘুরে মত্স্যজীবীদের সতর্ক করেন মত্স্য দফতরের আধিকারিক। নদী বা সমুদ্রে কোনও নৌকা বা ট্রলার রয়েছে কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষকেও সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকে জি ও এল প্লট দ্বীপে যুদ্ধকালীন তত্পরতায় সমুদ্র বাঁধ মেরামতির তৈরির কাজ চলছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন
প্রেক্ষাপট
আমফানের দুঃস্বপ্ন ফিরিয়ে আতঙ্ক বাড়াচ্ছে ইয়াস। ৭২ ঘণ্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। উপকূলবর্তী এলাকায় সতর্কতা। প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
উত্তর চব্বিশ পরগনার আমডাঙায় বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবতীর। মৃতের নাম হাজেরা বিবি। নদিয়ার রানাঘাটে বজ্রাঘাতে মৃত্যু হল ২ জনের। গুরুতর জখম আরও ২। তাঁরা রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ভাগীরথীর ঘাটে স্নান করতে যাওয়ার সময় বজ্রপাতে মৃত্যু হয় একজনের। দ্বিতীয়জন মারা যান বাড়ির সামনেই।
বুধবার রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। শনিবার বিকেল থেকে দিঘা-গঙ্গাসাগরে মত্স্যজীবীদের নৌকা নামাতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন এলাকায় ভাঙা বাঁধ সারানো হচ্ছে। উপকূলবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের।
ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কা। কার্যত লকডাউনের জেরে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে তাজপুর পর্যন্ত সমুদ্রবাঁধ নির্মাণের কাজ অসমাপ্ত, আতঙ্কিত গ্রামবাসীরা। জলোচ্ছ্বাসের ফলে বহু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায়, ঝাড়গ্রামেও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টারে যাওয়ার আবেদন জানানো হচ্ছে প্রশাসনের তরফে। একাধিক স্কুলকে ফ্লাড সেন্টারে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুকনো খাবার, ওষুধ, ত্রিপল মজুত রাখা হচ্ছে বিডিও অফিসে।
আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হুগলিতে তত্পর প্রশাসন। জিটি রোডে রাস্তার ওপর ঝুঁকে পড়া গাছের ডাল ছাঁটার কাজ শুরু করল উত্তরপাড়া-কোতরং পুরসভা।
আমফানের স্মৃতি নিয়েই ইয়াসকে ঠেকানোর চেষ্টা দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। প্রশাসনের উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে শুরু হয়েছে নদীবাঁধ সংস্কার। জনপদে জলোচ্ছ্বাস রুখতে দিনরাত এক করে চলছে কাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -