West Bengal News Live: ইয়াসের দাপটে বিধ্বস্ত দিঘা পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Get the latest West Bengal News and Live Updates:৪ নেতা-মন্ত্রীর জামিন নিয়ে হাইকোর্টে আজ দুপুরে ফের শুনানি। রাজ্যকে পার্টি করার অনুমতি দিল বৃহত্তর বেঞ্চ। বিচারক প্রভাবিত হয়েছেন, প্রমাণ দিতে না পারলে বিপরীতে যাবে, সিবিআইয়ের উদ্দেশে বললেন বিচারপতি।
করোনা রুখতে রাজ্যে জারি বিধিনিষেধের মধ্যেও রাস্তায় দাঁড়িয়েছ ডিউটি করে চলেছেন যে সব পুলিশকর্মীরা, তাঁদের জন্য হাজির এবার ‘বিকেলের চা’। উদ্যোক্তা বালিগঞ্জ ২১ পল্লি। ক্লাব সদস্যরা জানিয়েছেন, যতদিন চলবে কার্যত লকডাউন, ততদিন তাঁরা চালিয়ে যাবেন এই কাজ।
ঘূর্ণিঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টি। বাঁধ ভেঙে এখনও জলের নীচে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। কৃষি ও মাছচাষে বড়সড় ক্ষতি।
প্রবল বৃষ্টি, ভরা কটালে নদীর জল উপচে প্লাবিত গ্রাম। নদীর জলে ভেসে পাথরপ্রতিমায় পুকুরে কুমির, আতঙ্কিত গ্রামবাসীরা। পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে লোকালয়ে কুমির ঘিরে আতঙ্ক। পুকুর থেকে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে গেলেন বনকর্মীরা।
ঘূর্ণিঝড় ইয়াসের ফলে রাজ্যে ক্ষয়ক্ষতি নিয়ে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেন মুখ্যমন্ত্রী। তবে, সেখানে প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে ছিলেন না তিনি। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে দিঘায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে ছিলেন রাজ্যপাল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।
ইয়াস-বিধ্বস্ত ৩ রাজ্যের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। ওড়িশাকে অবিলম্বে ৫০০ কোটি টাকা দেওয়া হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর। বাকি ৫০০ কোটি টাকা দেওয়া হবে বাংলা ও ঝাড়খণ্ডকে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পর বাংলা-ঝাড়খণ্ডকে টাকা। কেন্দ্রীয় দল ইয়াসে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবে। রিভিউ মিটিংয়ের পর ঘোষণা প্রধানমন্ত্রীর।
ইয়াসের দাপটে বিধ্বস্ত দিঘা পরিদর্শন মুখ্যমন্ত্রীর।
ওড়িশার ভুবনেশ্বরে রিভিউ মিটিংয়ের পর ইয়াস বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর কলাইকুণ্ডায় রিভিউ মিটিং করেন তিনি। বাংলার দুর্গত এলাকাও আকাশপথে পরিদর্শন করেন মোদি।
ঘূর্ণিঝড় ইয়াসের ধাক্কায় প্লাবিত একের পর এক গ্রাম। কার্যত লকডাউনের কারণে বন্ধ ফেরি চলাচল। এই অবস্থায় গুরুতর অসুস্থ শিশুকে নিয়ে আসা গেল না কলকাতার হাসপাতালে। পরিবারের দাবি, কার্যত চিকিত্সার অভাবে চোখের সামনে মৃত্যু হয়েছে ৯ বছরের শিশুর। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের মন্দিরতলা এলাকায়।
দিঘায় ইয়াস-পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ত্রাণ দিতে যাওয়া রুদ্রনীল ঘোষকে ‘চড়’।ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে হামলার অভিযোগ।
কালীঘাট থানায় অভিযোগ করতে গেলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম, এটা কী চলছে? প্রতিক্রিয়া রুদ্রনীলের।মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিংহের।
ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে দিঘায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন প্রশাসনিক বৈঠকে।
ইয়াস রিভিউ মিটিংয়ের আগে প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী কথা। রাজ্যের ক্ষয়ক্ষতির রিপোর্ট মোদির হাতে তুলে দিলেন মমতা
প্রায় দেড়দিন পেরিয়ে গেলেও নিউ ব্যারাকপুরের কারখানার আগুন এখনও পুরোপুরি নেভেনি। আজ সকালেও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। দমকলের ১৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কারখানার নিখোঁজ চার শ্রমিকেরও এখনও হদিশ মেলেনি। স্থানীয় সূত্রে খবর, ঘটনার রাতে কারখানার রান্নাঘরে ঘুমোচ্ছিলেন চারজন শ্রমিক। সেখানে মজুত ছিল চারটি গ্যাস সিলিন্ডার। কারখানায় আগুন লাগার পর সেই চারটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে দমকলকর্মীরা কারখানার ভিতরে গিয়ে শ্রমিকদের খোঁজ করবেন বলে সূত্রের খবর।
ত্রাণ নিয়ে স্বজনপোষণ হচ্ছে। সরকারি ত্রাণ দেওয়ার সময় রাজনীতির রং দেখা হচ্ছে। অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
আকাশ পথে ওড়িশা ও ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে কলাইকুণ্ডায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিংয়ে থাকতে চাইছেন না মুখ্যমন্ত্রী। তিনি আলাদা সময় চেয়েছেন। তিনি ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট প্রধামনন্ত্রীর হাতে তুলে দিতে পারেন।
মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি কলাইকুণ্ডায় যাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে থাকবেন না। শুধুমাত্র রিপোর্ট জমা দেবেন।
ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত বাংলা ও ওড়িশার বিভিন্ন জেলা। দুই রাজ্যের দুর্গত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাঁর রিভিউ মিটিং করার কথা। ইতিমধ্যেই কলাইকুণ্ডায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনকড়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।
কলাইকুণ্ডায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে তিনি রিভিউ মিটিংয়ে থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।সূত্রের খবর, শুভেন্দু অধিকারী ওই বৈঠকে থাকলে মুখ্যমন্ত্রী নাও থাকতে পারেন। সেক্ষেত্রে তিনি আলাদা করে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
গঙ্গাসাগরে পায়ে হেঁটে পরিস্থিতির পরিদর্শন মুখ্যমন্ত্রীর।
ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে দুর্গত এলাকায় মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং ও করেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী পৌঁছেছেন দক্ষিণ ২৪ পরগনার সাগরে। আজ পূর্ব মেদিনীপুরের দিঘাতেও তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। আগামীকাল তিনি দিঘার কয়েকটি দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর।
নারদ মামলায় চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টে। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বললেন, ‘অনেকদিন এই মামলা চলতে পারে।ততদিনের জন্য এই অন্তর্বর্তী জামিন দেওয়া যেতে পারে। চূড়ান্ত নির্দেশের পর প্রয়োজনে জামিন খারিজ করা যেতে পারে।’ ‘মামলা ঠান্ডাঘরে পাঠিয়ে দেওয়া হবে না’,তুষার মেহতাকে আশ্বস্ত করে জানালেন রাজেশ বিন্দল।
হাইকোর্টে নারদ মামলার শুনানি শুরু। ‘শর্ত সাপেক্ষে জামিন দেওয়া যায় কীনা সে বিষয়ে ভাবছে আদালত’,জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার মতামত চাইল আদালত।
হাইকোর্টের এক বিচারপতির নারদ শুনানি সংক্রান্ত চিঠি ভাইরাল ।চিঠিতে ১৭ মে নারদ মামলার শুনানি নিয়ে প্রশ্ন।যেভাবে একটি ই-মেল পেয়ে শুনানি করা হয়েছে, তাতে প্রশ্ন তোলা হয়েছে।
‘ই-মেলের ভিত্তিতে হাইকোর্টের ফার্স্ট বেঞ্চ শুনানি করতে পারে? নিয়ম অনুযায়ী মামলা যাওয়া উচিত ছিল সিঙ্গল বেঞ্চে’।প্রশ্ন তোলা হয়েছে ভাইরাল হওয়া ওই চিঠিতে।
ওই বিচারপতির ভাইরাল হওয়া চিঠিতে আরও বলা হয়েছে, ‘ট্রান্সফার পিটিশনের শুনানিতে, জামিন-নির্দেশে স্থগিতাদেশ দেওয়া যায়? নিম্ন আদালতের জামিন-নির্দেশে স্থগিতাদেশ দেওয়া যায়? গোটা বিষয়টাতে আমরা নিজেদেরকে তামাশায় পরিণত করেছি।প্রয়োজনে ফুল বেঞ্চ গঠন করে, এই বিষয়গুলি আলোচনা করা হোক।’
ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ দুর্গত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং ও করছেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী যাবেন দক্ষিণ ২৪ পরগনার সাগরে। আজ পূর্ব মেদিনীপুরের দিঘাতেও তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। আগামীকাল তিনি দিঘার কয়েকটি দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর আজ সকালেও জলমগ্ন। জল জমে রয়েছে জরুরি বিভাগ, মেল মেডিক্যাল ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায়। ইংরেজবাজার পুরসভা ও মেডিক্যাল কলেজের তরফে জল বের করার চেষ্টা চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের পর প্রবল বৃষ্টিতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এই অবস্থা।
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর আজ সকালেও জলমগ্ন। জল জমে রয়েছে জরুরি বিভাগ, মেল মেডিক্যাল ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায়। ইংরেজবাজার পুরসভা ও মেডিক্যাল কলেজের তরফে জল বের করার চেষ্টা চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের পর প্রবল বৃষ্টিতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এই অবস্থা।
টানা বৃষ্টিতে অজয় নদীতে আচমকাই বেড়েছে জলস্তর। ভেসে গেছে বীরভূমের পারসুন্দি এবং বর্ধমানের চুরুলিয়ার মধ্যে যোগাযোগের সেতু। চরম সঙ্কটে এলাকার মানুষ। ডোবা সেতু দিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে পারপার করতে হচ্ছে সবাইকে। স্থানীয়দের অভিযোগ, ভারী বর্ষা বা নিম্নচাপে ফি বছর ভেসে যায় এই সেতু। আবেদন জানানো হলেও, হয় না কোনও সুরাহা।
দাসপুরের দুধকোমরা গ্রামে নদীর জল ঢুকে ভেঙেছে একাধিক কাঁচা বাড়ি। নিজেদের উদ্যোগে দূর্বাচটি খালের ক্ষতিগ্রস্ত সাঁকো মেরামত করছেন গ্রামবাসীরা। দুর্গতদের অন্যত্র সরানো হয়েছে। জানিয়েছে পঞ্চায়েত।
বৃষ্টি থামলেও খিদিরপুরে জমা জলে দুর্ভোগ। আলিপুরে জাতীয় গ্রন্থাগার সংলগ্ন এলাকা, একবালপুর, মোমিনপুরের বহু এলাকায় জল।
ইয়াসের তাণ্ডবলীলার ক্ষত সুন্দরবন জুড়ে। গোসাবা, পাখিরালয়, ঝড়খালি প্রভৃতি এলাকায় গ্রামের পর গ্রাম জলমগ্ন। দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা।
ওল্ড মালদার সাহাপুর এলাকায় বাঁধের ওপর রাস্তার একাংশ প্রবল বৃষ্টিতে বসে যাওয়া বিপত্তি। রাস্তায় চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন বিডিও
বীরভূমের বোলপুরে তৃণমূল নেতাকে খুন করতে এসে হাতেনাতে পাকড়াও যুবক। তৃণমূলের অভিযোগ, ওই যুবক বিজেপি কর্মী। স্থানীয় তৃণমূল নেতা জিতেন পাশোয়ানকে খুনের উদ্দেশ্যেই সে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। যদিও অভিযুক্ত বিজেপি কর্মীর দাবি, নির্বাচনের পর থেকেই তাঁর ওপর একাধিকবার হামলা হয়েছে। তাই তিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন।বোলপুর থানার পুলিশ ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র।
২৮ ঘণ্টা পরও নিউ ব্যারাকপুরের কারখানার আগুন এখনও পুরোপুরি নেভেনি। আজ সকালেও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। কারখানার নিখোঁজ চার শ্রমিকেরও এখনও হদিশ মেলেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে দমকলকর্মীরা কারখানার ভিতরে গিয়ে শ্রমিকদের খোঁজ করবেন বলে সূত্রের খবর।
বাঁধ ভেঙে গ্রাম ভাসাচ্ছে বিদ্যাধরী। দেগঙ্গার ঘোষালের আবাদ এলাকায় দুর্ভোগ চরমে। নিম্নচাপের বৃষ্টি মাথায় নিয়েই চলছে বাঁধ মেরামতি।
ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে আসছেন প্রধানমন্ত্রী। আজ আকাশপথে বাংলা এবং ওড়িশার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন তিনি। আগামীকালই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। মাঝে দুপুর ২টোর পরে, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রেক্ষাপট
কলকাতা: নারদ মামলায় ৪ নেতা-মন্ত্রীর জামিন নিয়ে হাইকোর্টে আজ দুপুরে ফের শুনানি। রাজ্যকে পার্টি করার অনুমতি দিল বৃহত্তর বেঞ্চ। বিচারক প্রভাবিত হয়েছেন, প্রমাণ দিতে না পারলে বিপরীতে যাবে, সিবিআইয়ের উদ্দেশে বললেন বিচারপতি।
ইয়াস পরিস্থিতিতে মামলা চলবে আর রাজ্যের মন্ত্রীরা জেলে থাকবেন ? এতে আমি ব্যথিত। সওয়াল কল্যাণের। এটা খুব সাধারণ মামলা নয়। জামিন মঞ্জুরে মামলার কার্যত নিষ্পত্তি হয়ে যাবে। বললেন হাইকোর্টের বিচারপতি।
করোনা মোকাবিলায় রাজ্যে বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ। রাজ্যে ১৫ জুন পর্যন্ত কার্যত লকডাউন । বাজার-দোকান খোলা থাকবে এখনকার নিয়মেই। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা। শর্তসাপেক্ষে নির্মাণশিল্পে ছাড়।
জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক, মাঝ অগাস্টে মাধ্যমিক। ৩ ঘণ্টার বদলে দেড়ঘণ্টায় নিজের স্কুলেই পরীক্ষা। শুধু মূল বিষয়ের পরীক্ষা, বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে, জানালেন মুখ্যমন্ত্রী।
ঘূর্ণিঝড় ইয়াসের ত্রাণের জন্য ৩ থেকে ১৮ জুন দুয়ারে দুয়ারে ক্যাম্প। তথ্য যাচাই করে জুলাইয়ে সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা। প্রাপকের তালিকা প্রকাশের দাবি বিজেপির।
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড দিঘা। কার্যত ধ্বংসস্তূপ ওড়িশার চাঁদিপুর। জলের তোড়ে পাথরপ্রতিমায় ভাঙল বাঁধ। গৃহহীন অসংখ্য।
এবার নদিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব। লন্ডভন্ড অশোকনগর, ব্যারাকপুর। বীরভূমেও ঘূর্ণিঝড়। নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ হাওড়ায়। মুর্শিদাবাদ-নদিয়ায় বজ্রপাতে মৃত ৪।
বারবার বাঁধ ভাঙায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তদন্তে টাস্ক ফোর্স। শাসকদলের নেতাদের মদতেই ম্যানগ্রোভ-ধ্বংস, তাই বিপর্যয়, অভিযোগ দিলীপের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -