West Bengal News Live : রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কী মুখ্যসচিবের বদলি-নির্দেশ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর
কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী। মোদির সঙ্গে আলাদা সাক্ষাতে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট পেশ মমতার। দিঘা ও সুন্দরবন উন্নয়নে কুড়ি হাজার কোটির প্যাকেজ দাবি।
LIVE
Background
কলকাতা: মুখ্যসচিবকে অব্যাহতি দিতে রাজ্যকে চিঠি কেন্দ্রের। দিল্লিতে কাজে যোগ দিন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্রের। ৩১ মে সকালে নর্থ ব্লকে রিপোর্ট করতে নির্দেশ। মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধির পরেও কেন তলব ? বিধানসভা ভোটে হেরে প্রতিহিংসার রাজনীতি বিজেপির, আক্রমণ তৃণমূলের। ভারত সরকারের সিদ্ধান্ত, রাজনীতির যোগ নেই। পাল্টা বিজেপি।
নারদ মামলায় ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর। ব্যক্তিগত বন্ডে জামিন ফিরহাদ, সুব্রত, মদন, শোভনের। বাকি আবেদনের ভিত্তিতে হাইকোর্টে মামলার শুনানি সোমবার।
হাইকোর্টের বিচারপতির নারদ শুনানি সংক্রান্ত চিঠি ভাইরাল। ই-মেলের ভিত্তিতে ১৭ মে মামলার শুনানি নিয়ে প্রশ্ন। সিঙ্গল বেঞ্চের বদলে কেন ফার্স্ট বেঞ্চে শুনানি? নিজেদের তামাশায় পরিণত করেছি, চিঠিতে উল্লেখ।
কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী। মোদির সঙ্গে আলাদা সাক্ষাতে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট পেশ মমতার। দিঘা ও সুন্দরবন উন্নয়নে কুড়ি হাজার কোটির প্যাকেজ দাবি।
মোদির সঙ্গে সাক্ষাতের জন্য পিএমও থেকে আলাদা সময়, তাও মুখ্যমন্ত্রীকে অপেক্ষা করানো হয়। খবর নবান্ন সূত্রে। রাজ্যপাল, শুভেন্দুকে নিয়ে মোদির রিভিউ বৈঠকের সময়েই রিপোর্ট পেশ। কেন অপেক্ষায় মুখ্যমন্ত্রী ? ক্ষুব্ধ নবান্ন, সূত্রের খবর।
যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ইতিহাসে কালো দিন। মোদির রিভিউ বৈঠকে না থাকায় মমতাকে কটাক্ষ শুভেন্দুর। দুর্ভাগ্যজনক, মন্তব্য অমিত শাহের। সংঘাতপূর্ণ পরিবেশ অস্বাস্থ্যকর। ট্যুইট ধনকড়ের। বৈঠকে কেন শুভেন্দু? পাল্টা কল্যাণ।
ইয়াস বিধ্বস্ত ওড়িশা-বাংলা-ঝাড়খণ্ডকে ১০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। ওড়িশাকে অবিলম্বে ৫০০ কোটি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে বাংলা ও ঝাড়খণ্ডকে ৫০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা।
আলাদা আলাদাভাবে আকাশপথে ইয়াসের তাণ্ডবের জেরে ক্ষয়ক্ষতি পরিদর্শন মোদি-মমতার। ওড়িশা হয়ে আকাশপথে দিঘা পরিদর্শন প্রধানমন্ত্রীর। কপ্টারে হিঙ্গলগঞ্জ, সাগরের পর দিঘা পরিদর্শনে মুখ্যমন্ত্রী।
ভবানীপুরে ত্রাণ দেওয়া নিয়ে তরজা। রুদ্রনীল ঘোষকে চড় মারার অভিযোগ। তৃণমূল নেতার নেতৃত্বে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ। ত্রাণ দিতে এসে মার খেলাম, প্রতিক্রিয়া রুদ্রনীলের। অস্বীকার তৃণমূলের।
দক্ষিণ ২৪ পরগনায় প্লাবিত গ্রামের পর গ্রাম। সাগরে কার্যত চিকিৎসার অভাবে চোখের সামনে শিশু মৃত্যুর অভিযোগ। জলমগ্ন ইংরেজবাজার, শ্রীরামপুর। মালদা. বাজ পড়ে মৃত ১। চাঁচলে বৃষ্টিতে ধানের বস্তা পড়ে মৃত ৩।
ইয়াসের দাপটে জলমগ্ন সুন্দরবন টাইগার রিজার্ভ। ৫০ কিলোমিটার এলাকায় ছিঁড়েছে নাইলন ফেন্সিং। সরানো হল বনকর্মীদের। ড্রোনের সাহায্যে নজরদারি।
WB News Live Updates: বীরভূমের মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু
বীরভূমের রামপুরহাটে মিউকরমাইকোসিসে বৃদ্ধার মৃত্যু। চোখের সমস্যা নিয়ে দুর্গাপুরের চোখের হাসপাতালে ভর্তি। করোনা পজিটিভ হওয়ায় আনা হয় রামপুরহাট মেডিক্যালে। ‘মিউকরমাইকোসিসে আক্রান্ত, ধরা পড়ে পরীক্ষায়।’ চোখ থেকে মস্তিস্কে ছড়িয়ে পড়েছিল ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। বিষয়টি বিশেষজ্ঞ কমিটিকে জানানো হয়েছে।
WB News Live Updates: ইয়াস তাণ্ডবের ৩ দিন পরেও জলে ভাসছে গোসাবা
গোসাবায় গ্রাম পঞ্চায়েতের আরামপুর, জ্যোতিরামপুর, সোনাগাঁ, দুলকি, গ্রাম বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে। গ্রামে জল থইথই। কাঁচাবাড়ি পড়ে গিয়েছে। আবার পাকা বাড়িতেও ঘর জল থইথই। বেশ কিছু বাসিন্দা উঁচু রাস্তার ওপর ত্রিপল খাটিয়ে রয়েছেন। কেউ আশ্রয় নিয়েছেন অটোতে। জেলা প্রসাসন সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে ক্যানিংয়ের মহকুমা শাসক প্রাশাসনিক আধিকারিকদের নিয়ে রবিবার দুর্গত এলাকায় যেতে পারেন।
WB News Live Updates: একাধিক সরকারি কর্মসূচিতে ব্যস্ত ফিরহাদ, মন্দিরে পুজো দিলেন সুব্রত, মদন মজে রইলেন রবীন্দ্রসঙ্গীতে
করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক সরকারি কর্মসূচিতে ব্যস্ত দিন কাটল ফিরহাদ হাকিমের। সুব্রত মুখোপাধ্যায় মন্দিরে পুজো দিলেন। চাদর চড়ালেন মাজারে। পঞ্চায়েতমন্ত্রী জানালেন, সোমবারই দফতরে যাবেন। সোশাল মিডিয়ায় মদন মিত্র মজে রইলেন রবীন্দ্রসঙ্গীতে।
WB News Live Updates: ফুটপাতবাসী বৃদ্ধার পাশে দেব, দিলেন চিকিৎসার সমস্ত খরচ
ফুটপাতবাসী বৃদ্ধার পাশে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। অসুস্থ বৃদ্ধার চিকিৎসার খরচ দিলেন তিনি। অতিমারীর সময় সবাইকে পাশে দাঁড়াতে হবে। মন্তব্য অভিনেতা-সাংসদের।
WB News Live Updates: কলকাতা পুরসভার টিকাকরণ কেন্দ্রে ফের শুরু ৪৫ ঊর্ধ্বদের প্রথম ডোজ ভ্যাকসিনেশন
আজ থেকে কলকাতা পুরসভার টিকাকরণ কেন্দ্রে ফের শুরু হল ৪৫ ঊর্ধ্বদের প্রথম ডোজ ভ্যাকসিনেশন। সোমবার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সীদের প্রথম ডোজ দেওয়া হবে। তবে ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন নিতে স্লট বুক করতে হবে হোয়াটসঅ্যাপে। আজ ফিরহাদ হাকিমের টক টু কেএমসি অনুষ্ঠানেও বেশিরভাগ ফোন আসে ভ্যাকসিন নিয়ে।