West Bengal News Live : রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কী মুখ্যসচিবের বদলি-নির্দেশ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী। মোদির সঙ্গে আলাদা সাক্ষাতে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট পেশ মমতার। দিঘা ও সুন্দরবন উন্নয়নে কুড়ি হাজার কোটির প্যাকেজ দাবি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 May 2021 04:21 PM
WB News Live Updates: বীরভূমের মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

বীরভূমের রামপুরহাটে মিউকরমাইকোসিসে বৃদ্ধার মৃত্যু। চোখের সমস্যা নিয়ে দুর্গাপুরের চোখের হাসপাতালে ভর্তি। করোনা পজিটিভ হওয়ায় আনা হয় রামপুরহাট মেডিক্যালে। ‘মিউকরমাইকোসিসে আক্রান্ত, ধরা পড়ে পরীক্ষায়।’ চোখ থেকে মস্তিস্কে ছড়িয়ে পড়েছিল ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। বিষয়টি বিশেষজ্ঞ কমিটিকে জানানো হয়েছে। 

WB News Live Updates: ইয়াস তাণ্ডবের ৩ দিন পরেও জলে ভাসছে গোসাবা

গোসাবায় গ্রাম পঞ্চায়েতের আরামপুর, জ্যোতিরামপুর, সোনাগাঁ, দুলকি, গ্রাম বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে জল ঢুকেছে। গ্রামে জল থইথই। কাঁচাবাড়ি পড়ে গিয়েছে। আবার পাকা বাড়িতেও ঘর জল থইথই। বেশ কিছু বাসিন্দা উঁচু রাস্তার ওপর ত্রিপল খাটিয়ে রয়েছেন। কেউ আশ্রয় নিয়েছেন অটোতে। জেলা প্রসাসন সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে ক্যানিংয়ের মহকুমা শাসক প্রাশাসনিক আধিকারিকদের নিয়ে রবিবার দুর্গত এলাকায় যেতে পারেন। 

WB News Live Updates: একাধিক সরকারি কর্মসূচিতে ব্যস্ত ফিরহাদ, মন্দিরে পুজো দিলেন সুব্রত, মদন মজে রইলেন রবীন্দ্রসঙ্গীতে

করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক সরকারি কর্মসূচিতে ব্যস্ত দিন কাটল ফিরহাদ হাকিমের। সুব্রত মুখোপাধ্যায় মন্দিরে পুজো দিলেন। চাদর চড়ালেন মাজারে। পঞ্চায়েতমন্ত্রী জানালেন, সোমবারই দফতরে যাবেন। সোশাল মিডিয়ায় মদন মিত্র মজে রইলেন রবীন্দ্রসঙ্গীতে। 

WB News Live Updates: ফুটপাতবাসী বৃদ্ধার পাশে দেব, দিলেন চিকিৎসার সমস্ত খরচ

ফুটপাতবাসী বৃদ্ধার পাশে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। অসুস্থ বৃদ্ধার চিকিৎসার খরচ দিলেন তিনি। অতিমারীর সময় সবাইকে পাশে দাঁড়াতে হবে। মন্তব্য অভিনেতা-সাংসদের।

WB News Live Updates: কলকাতা পুরসভার টিকাকরণ কেন্দ্রে ফের শুরু ৪৫ ঊর্ধ্বদের প্রথম ডোজ ভ্যাকসিনেশন

আজ থেকে কলকাতা পুরসভার টিকাকরণ কেন্দ্রে ফের শুরু হল ৪৫ ঊর্ধ্বদের প্রথম ডোজ ভ্যাকসিনেশন। সোমবার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সীদের প্রথম ডোজ দেওয়া হবে।  তবে ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন নিতে স্লট বুক করতে হবে হোয়াটসঅ্যাপে। আজ ফিরহাদ হাকিমের টক টু কেএমসি অনুষ্ঠানেও বেশিরভাগ ফোন আসে ভ্যাকসিন নিয়ে।  

WB News Live Updates: দমদমে প্রৌঢ়ের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ

দমদমের লালবাগানে এক প্রৌঢ়ের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ। মৃতের নাম বিপ্লব দাস। বয়স ৭৫ বছর। স্থানীয় সূত্রে খবর, ১০-১২ দিন আগে করোনা আক্রান্ত হয়ে সেফ হোমে চলে যান তাঁর স্ত্রী। তার পর থেকে বাড়িতে একাই ছিলেন বিপ্লব। শনিবার বাড়ি থেকে পচা গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। 

WB News Live Updates: সপ্তাহে একদিন করে ওয়ার্ক ফ্রম হোম কলকাতার ওসি ও অ্যাডিশনাল ওসিদের

করোনাকালে এবার সপ্তাহে একদিন করে ওয়ার্ক ফ্রম হোম করবেন কলকাতার ওসি ও অ্যাডিশনাল ওসিরা। শনিবার ডিসি, ওসি ও জয়েন্ট সিপিদের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।

WB News Live Updates: পুলিসি অভিযানে গোডাউন থেকে উদ্ধার রেশনের ৮৫ বস্তা চাল-আটা, হাতেনাতে পাকড়াও ব্যবসায়ী

পেষাই কলে তিরিশ বস্তা রেশনের গম ভাঙাতে গিয়েছেন ব্যবসায়ী। প্রতি বস্তায় জ্বলজ্বল করছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার লোগো। খবর পেয়ে ছুটল পুলিশ। ব্যবসায়ীকে হাতেনাতে পাকড়াও করার পর গোডাউনে হানা দিলেন মহকুমা শাসক। সেখান থেকে উদ্ধার হল রেশনের ৮৫ বস্তা চাল আর আটা। আজ দিনভর টানটান অভিযানের সাক্ষী হল খড়গপুরের খরিদা এলাকা।

WB News Live Updates: তিনদিন পর মন্দারমনিতে পৌঁছল পানীয় জল

জলের ধারে বাস, অথচ এক ফোঁটা পরিশ্রুত পানীয় জল নেই। অনেকক্ষণ টিউবওয়েল পাম্প করলে, তা থেকে বেরিয়ে আসছে নোংরা নোনা জল। তেষ্টা মেটাতে তাই খেতে হচ্ছে। ইয়াস বিপর্যয়ের পর থেকে দুর্বিষহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে মন্দারমণির পুরুষোত্তমপুর গ্রাম। তিনদিন পর সরকারি উদ্যোগে আজ প্রথম পানীয় জল পৌঁছল সেখানে।

WB News Live Updates: লকডাউনের মাঝেই সমস্ত নিয়ম উপেক্ষা করে তৃণমূলের তরফে বিজয় মিছিলের অভিযোগ

বোলপুর-শ্রীনিকেতন ব্লকের ও পাড়ুই থানার অন্তর্গত সাত্তোর গ্রামে করোনা পরিস্থিতি চলতে থাকার লকডাউনের মাঝেই সমস্ত নিয়ম উপেক্ষা করে তৃণমূলের তরফে বিজয় মিছিল ও কর্মী-সমর্থকদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা হল। অভিযোগ বোলপুর বিধানসভার অন্তর্গত তিন বারের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বর্তমান ক্ষুদ্র ও বস্ত্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এলাকাতে এইভাবে নিয়ম ভেঙেছেন।

WB News Live Updates: গতকালের বৈঠকে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী: শুভেন্দু

কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর ইয়াস বিপর্যয় নিয়ে পর্যালোচনা বৈঠকে ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানিয়েছিলেন শুভেন্দু থাকলে বৈঠকে থাকবেন না তিনি। আর এ নিয়ে তরজা চলছেই। শনিবার দুপুরে মুখ্যমন্ত্রীর পর বিকেলে সাংবাদিক বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, 'ঘূর্ণিঝড় ঘিরে মানুষ আতঙ্কে ছিল। ওড়িশার বালাসোরের বেশী ক্ষতি হয়েছে। পাশাপাশি এই রাজ্যের দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অনেক ক্ষতি হয়েছে। প্রায় ১৫০টি বাঁধ ভেঙে গিয়েছে। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পর্যালোচনার বৈঠক করেছেন। কিন্তু গতকালের বৈঠকে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের অজুহাতে বৈঠক এড়িয়েছেন মাননীয়া। প্রধানমন্ত্রীর সফর সূচি নিয়ে আগেই জানানো হয়েছিল। প্রধানমন্ত্রীর সফরসূচির কারণেই মুখ্যমন্ত্রী নিজের সফরসূচি বাতিল করে।  এদিনের বৈঠকে ডাক পেয়েছিলেন সাংসদ অধীররঞ্জন চৌধুরীও। কিন্তু দিল্লিতে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি।'

West Bengal News Live: রাজ্যে ভোট-পরবর্তী হিংসার ঘটনা নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রাজ্যে ভোট-পরবর্তী হিংসায় মৃত্যুর দায় দিলীপ ঘোষের। এই অভিযোগে সাধারণ নাগরিক পরিচয়ে থানায় অভিযোগ দায়ের করলেন বিধাননগর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উস্কানিমূলক মন্তব্যের জেরে রাজ্যে ভোট-পরবর্তী হিংসায় মৃত্যুর ঘটনা ঘটেছে। এনিয়ে বিধাননগর দক্ষিণ থানায় বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: বাংলার মানুষের রায় মেনে নিন, অপমান করবেন না, বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কেন্দ্রের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক।বাংলার মানুষের রায় মেনে নিন, অপমান করবেন না।আমাকে একতরফা ভাবে অসম্মান করা হয়েছে।আমার উপর রাগ থাকলে প্রধানমন্ত্রীর পা ধরতে পারি।বাংলার মানুষের জন্য আমি তাও করতে পারি। রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করুন। অনুরোধ করছি এই চিঠি প্রত্যাহার করুন। আলাপন বন্দ্যোপাধ্যায় বাঙালি বলে এত রাগ কেন? রাজ্যকে কাজ করতে দিচ্ছে না কেন্দ্র। বিজেপি যা বলছে কেন্দ্র তাই করছে। সব রাজ্যের মুখ্যসচিবের পাশে থাকার বার্তা দিচ্ছি। মুখ্যসচিবদের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করবেন না।’

WB News Live Updates: রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কী মুখ্যসচিবের বদলি-নির্দেশ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগেও ভার্চুয়াল বৈঠক করেছেন,প্রত্যেক বৈঠকে হাজির থেকেছি। বৈঠকের পর রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কী মুখ্যসচিবের বদলি-নির্দেশ?বাংলায় হার হজম করতে পারেননি বলেই লাগাতার প্রতিহিংসা। নেতাজির অনুষ্ঠানেও একইরকম পরিস্থিতি তৈরি করা হয়েছিল। বাংলার স্বার্থে আমি সবকিছু করতে পারি।মুখ্যসচিবের ভুলটা কী হয়েছে? রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কীভাবে বদলি-নির্দেশ দিল কেন্দ্র? ৩১ মে মুখ্যসচিবের অবসরের কথা ছিল। করোনার কারণে আমরা তাঁর ৩ মাসের মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানাই। কেন্দ্র আমাদের অনুরোধ মেনে মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেয়।অসাংবিধানিক ভাবে মুখ্যসচিবকে বদলি নির্দেশ দেওয়া হয়েছে।’


 

WB News Live Updates: ২ সপ্তাহ আগে গুজরাতে প্রধানমন্ত্রীর বৈঠকে কেন বিরোধী নেতা ছিলেন না, প্রশ্ন মমতার

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে বেরিয়ে আসি। তাহলে আমার দোষ কোথায়? প্রধানমন্ত্রী সংসদে কেন বিরোধীদের বলতে দেন না। ২ সপ্তাহ আগে গুজরাতে কেন প্রধানমন্ত্রীর বৈঠকে বিরোধী নেতা ছিলেন না। অথচ ওড়িশার দুর্যোগ বৈঠকে কেন ছিলেন বিরোধী দলনেতা? ৩ বার প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমি দিঘায় যাই। গতকাল পরিকল্পনা করে কয়েকটা ফাঁকা চেয়ার রাখা হয়, যাতে আমি না বসি। যাঁরা বৈঠকে আসার কথা নয়, তাঁরা কেন ছিলেন?’

West Bengal News Live: 'বলা হয়েছিল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক হবে, পরে দেখা গেল রাজ্যপাল-বিরোধী দলনেতা সবাই আছেন'

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আগে বলা হয়েছিল, শুধুমাত্র প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক হবে। পরে দেখা গেল রাজ্যপাল, বিরোধী দলনেতা সবাই আছেন। দেখা গেল বিজেপির সবাই রয়েছে, আমি একা।আমি মুখ্যসচিবকে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ক্ষতির খতিয়ান তুলে দিই।’


 


 

WB News Live Updates: 'আমাদের দীর্ঘক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়'

মুখ্যমন্ত্রী বলেছেন,   ‘ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কর্মসূচি কাটছাঁট করতে হয়। এটিসি থেকে জানানো হয় প্রধানমন্ত্রীর কপ্টার নামবে। আমাদের হেলিকপ্টার প্রায় ২০ মিনিট আকাশে চক্কর কাটে। প্রায় ১৫ মিনিট পর প্রধানমন্ত্রীর সঙ্গে ১ মিনিটের জন্য দেখা করতে চাই।এসপিজি জবাব দেয়, একঘণ্টা পর বলুন, এখন কিছু হবে না। তারপর দীর্ঘক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়’।

West Bengal News Live: সংবাদ মাধ্যমে অসত্য খবর দিয়েছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর, বললেন মুখ্যমন্ত্রী

নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক। গতকাল কলাইকুণ্ডায় ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক নিয়ে যাবতীয় রাজনৈতিক আক্রমণের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,    ‘সংবাদ মাধ্যমে অসত্য খবর দিয়েছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর।আমার কর্মসূচি ঘোষণার পর প্রধানমন্ত্রীর সফরের কথা ঘোষিত হয়।’

WB News Live Updates: হলদিয়া, নন্দীগ্রাম, খেজুরি-সহ আশপাশের এলাকাও পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

 ঘূর্ণিঝড় ইয়াসের জেরে হলদি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হলদিয়া, নন্দীগ্রাম, খেজুরি-সহ আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এদিন আকাশপথে ওই এলাকাগুলিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এরপর দুপুরে নবান্নে ক্ষয়ক্ষতি পর্যালোচনায় বৈঠক করবেন তিনি। ইয়াস-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সেচ, মত্স্য, বন, পরিবেশ, জনস্বাস্থ্য কারিগরী, বিপর্যয় মোকাবিলা-সহ বিভিন্ন সরকারি দফতর যাতে সমন্বয় বজায় রেখে কাজ করতে পারে তার জন্য নির্দিষ্ট রূপরেখাও তৈরি করা হবে।

West Bengal News Live:পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী।এদিন দিঘা থেকে উপকূলবর্তী ৭১ কিলোমিটার এলাকা ঘুরে দেখেন তিনি। এর মধ্যে রয়েছে শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর-সহ সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। 

WB News Live Updates: বর্ষার আগেই ভারী বৃষ্টি, তার জেরে মালদায় মহানন্দায় ভাঙন

বর্ষার আগেই ভারী বৃষ্টি। তার জেরে মালদায় মহানন্দায় ভাঙন। পুরাতন মালদার মঙ্গলবাড়িতে ৫০ মিটার এলাকাজুড়ে ধস। নদীগর্ভে তলিয়ে গেল চাষের জমি। নিম্নচাপের প্রভাবে ২ দিন ধরে মালদায় ভারী বৃষ্টি হচ্ছে। এর জেরে আজ ভোরে মঙ্গলবাড়ি এলাকায় মহানন্দায় ভাঙন দেখা দেয়। ঘরবাড়ি হারানোর আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা। সেচ দফতরের আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতি বৃষ্টির জেরেই ভাঙন বলে দাবি করেছেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক।

West Bengal News Live:নির্দেশ অমান্য করে মালদার মানিকচকে বসল হাট, পুলিশের লাঠিচার্জ

সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মালদার মানিকচকে বসল হাট। খবর পেয়ে তত্পর পুলিশ। বন্ধ হল হাট। করোনা সংক্রমণ ঠেকাতে ৩ সপ্তাহ হাট বসবে না বলে ১৬ মে নোটিস জারি করে মানিকচক ব্লক প্রশাসন। সেই নির্দেশ অমান্য করে মানিকচকের মথুরাপুরে আজ শনিবারের হাট বসে। শুরু হয় বেচাকেনা। খবর পেয়ে হাটে গিয়ে লাঠিচার্জ করে পুলিশ। চলে চড়-থাপ্পড়, কান ধরে ওঠবোসও করানো হয়।

WB News Live Updates: নারদ-মামলায় অন্তর্বর্তী জামিন পাওয়ার পর আজ টক টু কেএমসি অনুষ্ঠানে যোগ ফিরহাদ হাকিমের

নারদ-মামলায় অন্তর্বর্তী জামিন পাওয়ার পর, আজ টক টু কেএমসি অনুষ্ঠানে যোগ দিলেন ফিরহাদ হাকিম। এদিন বাড়ি থেকে বেরিয়ে চেতলার মেয়র্স চেস্ট ক্লিনিকে যান তিনি। ভ্যাকসিনেশন ঠিকভাবে হচ্ছে কি না, খতিয়ে দেখেন। করোনা পরিস্থিতিতে ভ্যাকসিনেশন পর্ব ঠিকঠাক চলছে কি না, তা নিয়েই ভাবনা ছিল। জানান কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এরপর রওনা দেন কলকাতা পুরসভার উদ্দেশ্যে। এখানেই ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে অংশ নেন তিনি।নারদ মামলায় ১৭ মে ফিরহাদ হাকিম গ্রেফতার হওয়ার পর বন্ধ ছিল টক টু কেএমসি অনুষ্ঠান।

West Bengal News Live: প্রথা ভাঙছে কেন্দ্র, আক্রমণ সুব্রত মুখোপাধ্যায়ের

ইয়াস নিয়ে সংঘাতের মধ্যেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিতে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র। ৩১ মে, সকাল ১০টায় দিল্লির নর্থ ব্লকে কাজে যোগ দেওয়ার নির্দেশ। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  ‘প্রথা ভাঙছে কেন্দ্র। প্রশাসনিক ভাবে ক্ষতি করার চেষ্টা’, আক্রমণ সুব্রত মুখোপাধ্যায়ের

WB News Live Updates: মৌসুনি দ্বীপের ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ, আশ্বাস প্রশাসনের

৩ দিন পার। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে লন্ডভন্ড সুন্দরবনের মৌসুনি দ্বীপ এখনও জলমগ্ন। ডুবে গিয়েছে ঘরবাড়ি। ভেসে গিয়েছে চাষের জমি। শেষ সম্বলটুকু হারিয়ে অসহায় মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। কেউ কেউ খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ, খাবার নেই, মিলছে না পানীয় জলও। তিনদিন পেরিয়ে গেলেও প্রশাসনের দেখা মেলেনি বলে অভিযোগ। খুব তাড়াতাড়ি মৌসুনি দ্বীপের ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ, আশ্বাস প্রশাসনের।


 

West Bengal News Live:পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে পুকুর থেকে উদ্ধার হল কুমির

ইয়াসের দাপটে জলমগ্ন সুন্দরবন টাইগার রিজার্ভ। ৫০ কিলোমিটার এলাকায় ছিঁড়েছে নাইলন ফেন্সিং। সরানো হল বনকর্মীদের। ড্রোনের সাহায্যে নজরদারি। পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরে পুকুর থেকে উদ্ধার হল কুমির।

WB News Live Updates:আজ পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী

আজ পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। গতকাল আকাশপথে দুই ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি দিঘায় পৌঁছন। প্রশাসনিক বৈঠকের পর ঘুরে দেখেন দিঘার সমুদ্র সৈকত। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পর, আজ আকাশপথে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: খাবার ও পানীয় জলের সঙ্কট,গ্রাম ছাড়ছেন গোসাবার বাসিন্দারা

ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পর, দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের সঙ্কট। এই পরিস্থিতিতে গ্রাম ছাড়ছেন গোসাবার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ইয়াস চলে যাওয়ার পর তিনদিন কেটে গিয়েছে। এখনও মেলেনি ত্রাণ অথবা সরকারি সাহায্য।ফলে অনাহারে দিন কাটাতে হচ্ছে। এমনকি পানীয় জলটুকুও মিলছে না বলে অভিযোগ। ফলে গবাদি পশুদের নিয়ে শহরমুখো হচ্ছেন গোসাবার বাসিন্দারা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live Updates: তিনদিনের মাথায় নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার সিঁড়িতে চার শ্রমিকের দগ্ধ দেহ উদ্ধার

তিনদিনের মাথায় খোঁজ মিলল  নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার চার শ্রমিকের।কারখানার সিঁড়িতে মিলেছে দগ্ধ দেহ । পরিবার দেহ সনাক্ত করার পর  মৃত ঘোষণা করবে প্রশাসন

West Bengal News Live :শেষ সম্বলটুকু হারিয়ে আশ্রয় ত্রাণ শিবিরে

৩ দিন পার। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে লন্ডভন্ড সুন্দরবনের মৌসুনি দ্বীপ এখনও জলমগ্ন। ডুবে গিয়েছে ঘরবাড়ি। ভেসে গিয়েছে চাষের জমি। শেষ সম্বলটুকু হারিয়ে অসহায় মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে।

WB News Live Updates: আগুন নিয়ন্ত্রণে এলেও নিউ ব্যারাকপুরের কারখানায় এখনও কোথাও কোথাও আগুনের শিখা

৭২ ঘণ্টা পার। নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানা ও ওষুধের গুদামে এখনও কোথাও কোথাও আগুনের শিখা দেখা যাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকল। নিখোঁজ চার শ্রমিক কারখানার ভিতরে ছিলেন কি না, তা আজ ড্রোনের মাধ্যমে দেখা হবে। ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে তিনতলা বাড়ির একাংশ। আজ ঘটনাস্থল পরিদর্শনে যাবেন সিভিল ইঞ্জিনিয়াররা। বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা হবে কি না, তা নিয়ে তাঁদের মতামত চাওয়া হবে। বুধবার রাত ৩টে নাগাদ নিউ ব্যারাকপুরের শিল্প তালুকের ওই হোসিয়ারি কারখানায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে বাড়ির একাংশে ওষুধের গুদামেও।

West Bengal News Live :কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে চিঠি বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর

লকেট চট্টোপাধ্যায়ের পর এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিলেন কোচবিহারের নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তুললেন ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ! নাটক করছেন বিজেপি বিধায়ক, কটাক্ষ করে বলল তৃণমূল।

WB News Live Updates:আজ পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী

আজ পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। গতকাল আকাশপথে দুই ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি দিঘায় পৌঁছন। প্রশাসনিক বৈঠকের পর ঘুরে দেখেন দিঘার সমুদ্র সৈকত। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পর, আজ আকাশপথে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live :ইয়াস-সংঘাতে রিভিউ মিটিংকে কেন্দ্র করে রাজনাথকে আক্রমণ কল্যাণের

ইয়াস-সংঘাতে রিভিউ মিটিংকে কেন্দ্র করে রাজনাথ সিং-কে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের ট্যুইট, প্রশাসনিক রিভিউ মিটিংয়ে আপনার সরকার, বিরোধী নেতাদের আলোচনার জন্য ডেকেছিল। রাজ্যের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন তা স্থির করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি নন। রাজনাথ সিং, মানের অবনতি হচ্ছে।

WB News Live Updates:কাটোয়া মহকুমা হাসপাতালে করোনার টিকাকরণ বন্ধ, চাপ বাড়ছে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে

কাটোয়া মহকুমা হাসপাতালে করোনার টিকাকরণ বন্ধ। ভ্যাকসিন নিতে চাপ বাড়ছে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের জন্য কাকভোর থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। তারপরেও কারও ভাগ্যে কুপন জুটছে, কাউকে ফিরতে হচ্ছে খালি হাতে।

West Bengal News Live :নারদ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েই কাজে নেমে পড়লেন ফিরহাদ

নারদ মামলায় শর্তসাপেক্ষে ফিরহাদ হাকিম-সহ চার হেভিওয়েট নেতামন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। জামিন পেয়েই কাজে নেমে পড়লেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। রাতে তিনি ঘুরে দেখেন ৭৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা। পরে হাইড রোড ধরে তারাতলা পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন ফিরহাদ হাকিম।

WB News Live Updates:নদী বাঁধ ভেঙে প্লাবিত একের পর এক গ্রাম

দুর্যোগে উত্তাল হয়ে ওঠা নদীর জল ভেঙেছে বাঁধ। প্লাবিত উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের একের পর এক গ্রাম। মাঠের ফসল জলে ভেসেছে। নিশ্চিহ্ন মাছের ভেড়ি। জেলা প্রশাসন সূত্রের খবর, অন্তত ২ লক্ষ মানুষ আছেন ত্রাণ শিবিরে।

West Bengal News Live :সুরক্ষা বিধিকে ‘ফাঁকি’!

নিউ ব্যারাকপুরের কারখানায় ছিল না যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা। দায়সারাভাবে রাখা হয়েছিল কয়েকটি অগ্নিনির্বাপক সিলিন্ডার। বিধ্বংসী অগ্নিকাণ্ডে দমকল সূত্রে উঠে এসেছে এমনই অভিযোগ। বিধিভঙ্গের জন্য স্থানীয় পঞ্চায়েতকে কাঠগড়ায় তুলেছেন ডিভিশনাল ফায়ার অফিসার।

WB News Live Updates: দমকলের ৩৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নিউ ব্যারাকপুরের কারখানার আগুন

দমকলের ১৫ ইঞ্জিনের ৩৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল নিউ ব্যারাকপুরের কারখানার আগুন। এখনও নিখোঁজ চার শ্রমিক। রাতেও অগ্নিদগ্ধ কারখানার ভিতরে ঢুকতে পারেনি উদ্ধারকারী দল। আজ সকালে কারখানার ভিতরে ড্রোন পাঠিয়ে শুরু হবে তল্লাশি।

প্রেক্ষাপট

কলকাতা:  মুখ্যসচিবকে অব্যাহতি দিতে রাজ্যকে চিঠি কেন্দ্রের। দিল্লিতে কাজে যোগ দিন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্রের। ৩১ মে সকালে নর্থ ব্লকে রিপোর্ট করতে নির্দেশ। মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধির পরেও কেন তলব ? বিধানসভা ভোটে হেরে প্রতিহিংসার রাজনীতি বিজেপির, আক্রমণ তৃণমূলের। ভারত সরকারের সিদ্ধান্ত, রাজনীতির যোগ নেই। পাল্টা বিজেপি।


নারদ মামলায় ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর। ব্যক্তিগত বন্ডে জামিন ফিরহাদ, সুব্রত, মদন, শোভনের। বাকি আবেদনের ভিত্তিতে হাইকোর্টে মামলার শুনানি সোমবার।


হাইকোর্টের বিচারপতির নারদ শুনানি সংক্রান্ত চিঠি ভাইরাল। ই-মেলের ভিত্তিতে ১৭ মে মামলার শুনানি নিয়ে প্রশ্ন। সিঙ্গল বেঞ্চের বদলে কেন ফার্স্ট বেঞ্চে শুনানি? নিজেদের তামাশায় পরিণত করেছি, চিঠিতে উল্লেখ।


কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ মিটিংয়ে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী। মোদির সঙ্গে আলাদা সাক্ষাতে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট পেশ মমতার। দিঘা ও সুন্দরবন উন্নয়নে কুড়ি হাজার কোটির প্যাকেজ দাবি।


মোদির সঙ্গে  সাক্ষাতের জন্য পিএমও থেকে আলাদা সময়, তাও মুখ্যমন্ত্রীকে অপেক্ষা করানো হয়। খবর নবান্ন সূত্রে। রাজ্যপাল, শুভেন্দুকে নিয়ে মোদির রিভিউ বৈঠকের সময়েই রিপোর্ট পেশ। কেন অপেক্ষায় মুখ্যমন্ত্রী ? ক্ষুব্ধ নবান্ন, সূত্রের খবর।


যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ইতিহাসে কালো দিন। মোদির রিভিউ বৈঠকে না থাকায় মমতাকে কটাক্ষ শুভেন্দুর। দুর্ভাগ্যজনক, মন্তব্য অমিত শাহের। সংঘাতপূর্ণ পরিবেশ অস্বাস্থ্যকর। ট্যুইট ধনকড়ের। বৈঠকে কেন শুভেন্দু? পাল্টা কল্যাণ।


ইয়াস বিধ্বস্ত ওড়িশা-বাংলা-ঝাড়খণ্ডকে ১০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা কেন্দ্রের। ওড়িশাকে অবিলম্বে ৫০০ কোটি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে বাংলা ও ঝাড়খণ্ডকে ৫০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা।


আলাদা আলাদাভাবে আকাশপথে ইয়াসের তাণ্ডবের জেরে ক্ষয়ক্ষতি পরিদর্শন মোদি-মমতার। ওড়িশা হয়ে আকাশপথে দিঘা পরিদর্শন প্রধানমন্ত্রীর। কপ্টারে হিঙ্গলগঞ্জ, সাগরের পর দিঘা পরিদর্শনে মুখ্যমন্ত্রী।


ভবানীপুরে ত্রাণ দেওয়া নিয়ে তরজা। রুদ্রনীল ঘোষকে চড় মারার অভিযোগ। তৃণমূল নেতার নেতৃত্বে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ। ত্রাণ দিতে এসে মার খেলাম, প্রতিক্রিয়া রুদ্রনীলের। অস্বীকার তৃণমূলের।


দক্ষিণ ২৪ পরগনায় প্লাবিত গ্রামের পর গ্রাম। সাগরে কার্যত চিকিৎসার অভাবে চোখের সামনে শিশু মৃত্যুর অভিযোগ। জলমগ্ন ইংরেজবাজার, শ্রীরামপুর। মালদা. বাজ পড়ে মৃত ১। চাঁচলে বৃষ্টিতে ধানের বস্তা পড়ে মৃত ৩।


ইয়াসের দাপটে জলমগ্ন সুন্দরবন টাইগার রিজার্ভ। ৫০ কিলোমিটার এলাকায় ছিঁড়েছে নাইলন ফেন্সিং। সরানো হল বনকর্মীদের। ড্রোনের সাহায্যে নজরদারি।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.