WB News Live Updates:করোনা আবহে আমহার্স্ট স্ট্রিটে বন্ধ রাজা রামমোহন রায় মিউজিয়ামে চুরি
Get the latest West Bengal News and Live Updates:আলাপনের বদলি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। যেভাবে প্রধানমন্ত্রীকে অপমান, গোটা দেশ দেখেছে, মমতাকে পাল্টা আক্রমণে শুভেন্দু। মুখ্যসচিবকে দিল্লিতে বদলির নির্দেশ। সোমবার কাজে যোগের নির্দেশ।
৪ দিন আগে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায় ভেঙে যায় নদী বাঁধ। জলোচ্ছ্বাসের জেরে রায়দিঘিতে মণি নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে কঙ্কনদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখনও জলের তলায় বেশ কয়েকটি গ্রাম। জলমগ্ন ঘরবাড়ি, ভেসে গিয়েছে চাষের জমি। গ্রামবাসীদের অভিযোগ, এখনও মেলেনি সরকারি ত্রাণ। পানীয় জলের অভাব দেখা দিয়েছে বলে অভিযোগ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বেশ কিছু এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। বাকি এলাকাগুলোতেও ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মানসম্মান, সংবিধানের কথা মানায় না। ইয়াস-সংঘাত নিয়ে প্রধানমন্ত্রীর রিভিউ মিটিং ঘিরে রাজনৈতিক চাপানউতোরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের।
করোনা আবহে বন্ধ মিউজিয়ামে চুরি।আমহার্স্ট স্ট্রিটে রাজা রামমোহন রায় মিউজিয়ামে চুরি।খোয়া গিয়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য সামগ্রী।
ওই সংগ্রহশালা অরক্ষিত ছিল বলে পুলিশ সূত্রে খবর।
স্ত্রী, চার সন্তান-সহ ৬ জনের সংসারে আয় বলতে সমুদ্রে গিয়ে মাছ ধরা। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সেই মাছ ধরার নৌকা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ইয়াস কেড়ে নিয়েছে সবকিছু। প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন উঁচু বাঁধের উপর।তিনদিন পর ত্রাণ শিবির থেকে ফিরে দেখেন খড়কুটোর মতো ভেসে গিয়েছে গৃহস্থালির জিনিসপত্র। ঘরের মধ্যে হাঁটুসমান কাদামাটি। সেই কাদায় মিশে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ের বই-খাতা। সর্বস্ব হারিয়ে আপাতত সরকারি সাহায্যের আশায় দিন গুণছেন কাঁথির শৌলা গ্রামের বাসিন্দা সুখদেব প্রধান।
কোচবিহারের মাথাভাঙায় যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্তের পরিবারের অভিযোগ, গতকাল রাতে বৈরাগীর হাট এলাকায় স্থানীয় ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা ওই যুবকের পিঠে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় বাইক আরোহী দুই দুষ্কৃতী। ছুরির আঘাতে গুরুতর জখম যুবক আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। ব্যক্তিগত আক্রোশ, নাকি অন্য কোনও কারণে হামলা খতিয়ে দেখছে মাথাভাঙা থানার পুলিশ।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ল দুর্গাপুরের নইমনগরে। নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। জনরোষের বহিঃপ্রকাশ, পাল্টা দাবি তৃণমূলের।
প্রেক্ষাপট
কলকাতা: কলাইকুণ্ডার বৈঠক-বিতর্কের পরেই দিল্লিতে বদলি মুখ্যসচিব। ভোটে হারের বদলা নিতেই রাজনৈতিক প্রতিহিংসা, মোদি সরকারকে আক্রমণে মুখ্যমন্ত্রী। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই মুখ্যসচিবকে বদলি। অভিযোগ মুখ্যমন্ত্রীর। নির্দেশ প্রত্যাহার করতে কেন্দ্রকে অনুরোধ।
আলাপনের বদলি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। যেভাবে প্রধানমন্ত্রীকে অপমান, গোটা দেশ দেখেছে, মমতাকে পাল্টা আক্রমণে শুভেন্দু। মুখ্যসচিবকে দিল্লিতে বদলির নির্দেশ। সোমবার কাজে যোগের নির্দেশ। খামখেয়ালি সিদ্ধান্ত, মত প্রসার ভারতীর প্রাক্তন সিইও-র। অযৌক্তিক, বলছেন প্রাক্তন মুখ্যসচিব। একই মত, প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিবেরও।
চাকরির শেষ দিনে দিল্লিতে অন্য বিভাগে কাজে যোগের নির্দেশ।অযথা সমস্যা তৈরির রহস্য কী? প্রশ্ন প্রাক্তন সিপি তুষার তালুকদারের। আদালতে যাওয়া উচিত, মত কলকাতার প্রাক্তন সিপি গৌতমমোহন চক্রবর্তীর।
মুখ্যসচিবকে দিল্লিতে বদলি, তৃণমূলের পাশে কংগ্রেস। প্রতিহিংসাপরায়ণ সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কফিনে শেষ পেরেক বলে আক্রমণ। মোদির বৈঠকে না থেকে রাজনীতি করেছেন মমতাই, পাল্টা বিজেপি।
প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে কেন অন্যরা? পরিকল্পনা করেই কলাইকুণ্ডার মোদির বৈঠকে বিজেপি নেতাদের ডাকার অভিযোগে সরব মমতা।
দুই ২৪ পরগনার পর এবার পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় মুখ্যমন্ত্রী। আকাশপথে দিঘা, নন্দীগ্রাম খেজুরি পরিদর্শন। ঘুরে দেখলেন উপকূলবর্তী ৭১ কিলোমিটার এলাকা।
ইয়াসের জেরে লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর। মন্দারমণিতে টিউবওয়েলের জলে সমুদ্রের নোনা স্বাদ। ৩দিন পরেও জলের তলায় হলদিয়া, সুন্দরবনের একাংশ। গোসাবায় ত্রাণ না মেলার অভিযোগ। আশ্বাস প্রশাসনের।
জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনার আগে প্রয়োজন আত্মসমালোচনার। বিজেপির অবস্থানকেই কটাক্ষ করে মুকুল-পুত্রের ফেসবুক পোস্টে জোর জল্পনা। যা লিখেছি, নিজেই লিখেছি, মন্তব্য শুভ্রাংশুর।
ভোটে ভরাডুবি, আইএসএফের সঙ্গে জোট নিয়ে সিপিএমের অন্দরে বাড়ছে । মুখ খোলায় তন্ময়কে ৩ মাসের জন্য সেন্সর, কান্তিরও সমালোচনা। এখনই জোট ভাঙার প্রশ্ন নেই, রাজ্য কমিটির বৈঠকে জানিয়ে দিলেন সূর্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -