এবার দিল্লির জাফরাবাদে সিএএ-এনআরসি বিরোধী প্রতিবাদ-অবস্থানে সামিল মহিলারা
আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না সিএএ-এনআরসি প্রত্যাহার করা হচ্ছে না, ততক্ষণ তাঁরা প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাবেন।
নয়াদিল্লি: দিল্লিতে ফের সিএএ-এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ। শনিবার রাতে জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে অবস্থান শুরু করেন হাজারেরও বেশি মহিলা।
প্রতিবাদ-বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর-পূর্ব দিল্লির সিলামপুর-মৌজপুর ও যমুনা বিহারের সংযোগকারী রাস্তা। রবিবার সকালেও চলছে প্রতিবাদ অবস্থান। বিক্ষোভকারীরা মঞ্চ তৈরির চেষ্টা করায় পুলিশ বাধা দেয়।
Delhi: Security deployed in Jaffrabad metro station area as women continue to protest there, against #CitizenshipAmendmentAct. pic.twitter.com/FRs9L25tgr
— ANI (@ANI) February 23, 2020
হাতে তেরঙা নিয়ে মহিলারা 'আজাদি' স্লোগান দিতে শুরু করেন। তাঁদের দাবি, যতক্ষণ না সিএএ-এনআরসি প্রত্যাহার করা হচ্ছে না, ততক্ষণ তাঁরা প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাবেন। কেউ কেউ আবার হাতে নীল ফিতে বেঁধে হাতে নীল ফিতে বেঁধে 'জয় ভীম' স্লোগান দিতে শুরু করেন।
নিরাপত্তার কারণে আজ সকাল থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয়েছে। যান নিয়ন্ত্রণও করা হচ্ছে। আজ সকালে জাফরাবাদ রোড থেকে রাজঘাট পর্যন্ত মিছিল করার কথা প্রতিবাদীদের। মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।
Delhi: Women continue their protest against Citizenship Amendment Act (CAA) in Jaffrabad metro station area. Heavy security deployed; Ved Prakash Surya DCP (North-East) present at the spot. https://t.co/rBUt076FRg pic.twitter.com/Sm6NEwC2ax
— ANI (@ANI) February 22, 2020
এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের জাফরাবাদ থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় মৌলবী শামিম আহমেদ। আবার সমাজকর্মী ফাহিম বেগের মতে, যেভাবে সরকার এই সিএএ-ইস্যু নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে, তাদের এই মনোভাবের ফলে মানুষের মধ্যে একটা তীব্র অসন্তোষ রয়েছে।
জাফরাবাদের এই অবস্থান-বিক্ষোভ এমন একটা সময় হল, যখন শাহিনবাগ খালি হতে শুরু করেছে। সিএএ-বিরোধী প্রচারে গত ২ মাস ধরে অবরুদ্ধ ছিল শাহিনবাগ। যার ফলে, দক্ষিণপূর্ব দিল্লি থেকে নয়ডা – এই যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে পড়ে।
সম্প্রতি, সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যস্থতাকারীরা যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে। এরপরই, শাহিনবাগ খালি করতে সম্মত হয় আন্দোলনকারীরা।