এক্সপ্লোর
Advertisement
‘সাংবাদিকরা মিথ্যা বলছেন, গোলি মারো স্লোগান দিইনি,’ দাবি অনুরাগ ঠাকুরের
এদিন দিল্লির হিংসা প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, যারা হিংসার সঙ্গে জড়িত ছিল. তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
চণ্ডীগড়: দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে তাঁর বক্তৃতার সময় ‘গোলি মারো’ স্লোগানের কথা অস্বীকার করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। আজ এক সাংবাদিক তাঁকে এ বিষয়ে প্রশ্ন করেন। তখন অনুরাগ বলেন, ‘আপনি মিথ্যা বলছেন। আপনি আসল ঘটনা জানুন। অর্ধসত্য বিপজ্জনক।’ ফের সাংবাদিকরা তাঁকে একই প্রশ্ন করলে তিনি দাবি করেন, ‘কখনও কখনও সাংবাদিকদের কাছেও তথ্য থাকে না। তার ফলেই কোনও বিষয় ভুলভাবে উপস্থাপন করা হয়।’ এরপর সাংবাদিকরা যখন নির্দিষ্টভাবে বিতর্কিত স্লোগানের কথা উল্লেখ করেন, তখন অনুরাগ দাবি করেন, ‘আমি এ কথা বলিনি। বিষয়টি আদালতের বিচারাধীন। আমি কোনও মন্তব্য করব না।’
#WATCH Minister of State for Finance, Anurag Thakur, when reporters say he raised 'desh ke ghaddaron ko...' slogan during Delhi elections: You are lying. You people should first enhance your knowledge. Half knowledge is dangerous.Matter is sub judice so I'm not commenting further pic.twitter.com/tWPxnRuIVp
— ANI (@ANI) March 1, 2020
এদিন দিল্লির হিংসা প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘যারা হিংসার সঙ্গে জড়িত ছিল. তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ নিজের কাজ করছে। আমাদের দেশে বিভিন্ন ধর্মবিশ্বাসের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করেন এবং ঐক্যবদ্ধভাবে দেশ নির্মাণে অবদান রাখেন। এটাই আমাদের দেশের শক্তি।’
দেশের অর্থনীতি প্রসঙ্গে অনুরাগ বলেন, ‘ভারতের এগিয়ে যাওয়া উচিত। অর্থনীতিতে আমরা বড় পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতেও একই পথে হাঁটব। সোমবার থেকে সংসদের অধিবেশন শুরু হচ্ছে। সংসদেও অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠবে। বিভিন্ন বিষয়ে জবাব দেওয়া হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement