Agnipath Scheme Protest Live: অগ্নিপথ বিতর্কে ছাত্রদের বিক্ষোভে উস্কানি দেওয়া কোচিং সেন্টারের মালিকের খোঁজে পুলিশ
Agnipath Scheme Violence Latest Updates: অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র একাধিক রাজ্য। একাধিক জায়গায় ট্রেনে আগুন। অশান্তির আগুনে জ্বলছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার।
LIVE
Background
অগ্নিপথের (Agnipath) নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য।বিহারের তারেগানায় জিআরপিকে লক্ষ্য করে গুলি। জেহানাবাদ, রোহতাসে হামলা।
অশান্তির আগুনে জ্বলছে উত্তরপ্রদেশ, (Uttarpradesh) পাঞ্জাব (Punjab)। জৌনপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন। কুশীনগরে রেল অবরোধ। লুধিয়ানায় স্টেশনে তাণ্ডব।
বিহার (Bihar), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), হরিয়ানার সঙ্গে বিক্ষোভ বাংলাতেও। ব্যারাকপুরে অফিস টাইমে রেল অবরোধ। যাত্রীদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা।
প্রতিবাদের নামে তাণ্ডবে বিপর্যস্ত রেল (Rail)। স্টেশনে তাণ্ডব, বিভিন্ন জায়গায় অবরোধের প্রভাব বাংলাতেও। বহু ট্রেন বাতিল। যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগ।
বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র, প্রতিরক্ষায় অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের। নিয়োগের কথা জানাল জাহাজ, ক্রীড়া মন্ত্রকও।
অগ্নিপথের মাধ্যমে যোগদানকারীরা নিজেদের আজীবন বলতে পারবেন অগ্নিবীর। সরকারি চাকরিতে অগ্রাধিকার। কম সুদ ঋণ। ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry)।
৮। চাকরির নামে দেশে তামাশা চলছে, কটাক্ষ কানহাইয়ার। দল চাইলে সংসদে আন্দোলন, হুঁশিয়ারি অর্জুনের। বিভ্রান্ত করছে বিরোধীরা, পাল্টা সুকান্ত।
আন্দোলন-সংঘাত
৮। সেনায় নিয়োগ প্রকল্পের বিরোধিতায় তাণ্ডব। অশান্তি আরও কয়েকজন চলার আশঙ্কায় কেন্দ্র। সব রাজ্যকে স্টেশন, জাতীয় সড়কে সুরক্ষা বাড়াতে নির্দেশ।
Agnipath Row Update: অগ্নিপথ নিয়ে একের পর এক বিজেপি নেতার মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক
কৈলাস বিজয়বর্গীয়র পর জি কিষেণ রেড্ডি। অগ্নিপথ নিয়ে একের পর এক বিজেপি নেতার মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। যা নিয়ে পাল্টা সরব বিজেপি-বিরোধীরা। এই আবহে অগ্নিপথ প্রকল্পের নাম না করেই, সংস্কারের সুফলের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী।
Agnipath Protest 2022: অগ্নিপথ বিক্ষোভের মধ্যে কাল প্রতিরক্ষা পরিষেবা প্রধানদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী
অগ্নিপথ বিক্ষোভের মধ্যে আগামীকাল প্রতিরক্ষা পরিষেবা প্রধানদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদি।
Agnipath Row Update: অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ করবে সম্মিলিত কিষাণ মোর্চা
সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) অগ্নিপথ বিরোধী বিক্ষোভে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং ২৪ জুন দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে। হরিয়ানার কর্নালে এসকেএম নেতাদের সঙ্গে বৈঠকের পর ইউনিয়ন নেতা রাকেশ টিকাইত বলেছেন যে ইউনিয়ন মঞ্চস্থ করবে। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করবে।
Agnipath Protest 2022: অগ্নিপথ সেনার কাজে যুবাদের জন্য ভাল সুযোগ আনতে পারে
অগ্নিপথ সেনার কাজে যুবাদের জন্য ভাল সুযোগ আনতে পারে। তাই বিভ্রান্ত হবেন না, জানালেন জেনারেল মনোজ পাণ্ডে
Agnipath Row Update: অগ্নিপথ নিয়ে বিক্ষোভে উত্তরপ্রদেশে ৫২৫ জন গ্রেফতার
অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে হিংসা-বিক্ষোভের জন্য উত্তরপ্রদেশে কমপক্ষে ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকটি থানায় মোট ৪৬টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতি নষ্ট করার অভিযোগে মামলা করা হয়েছে।