এক্সপ্লোর
Advertisement
রাশিয়া থেকে ৩৩টি যুদ্ধবিমান কিনছে ভারত, ২৪৮টি দেশীয় প্রযুক্তিতে তৈরি ২৪৮টি অস্ত্র ক্ষেপণাস্ত্রও পাচ্ছে বায়ুসেনা
পিনাকা রকেট লঞ্চার, বিএমপি কমব্যাট সাঁজোয়া গাড়ি-এর আধুনিকীকরণও করা হবে। নৌসেনার ব্যবহারের জন্য দূরপাল্লার অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র তৈরি বাড়ানো নিয়েও সিদ্ধান্ত হয়েছে।
নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্ত নিয়ে বাতাবরণ যখন উত্তপ্ত, তখনই বায়ু, নৌ ও স্থলসেনার জন্য বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ক্রয় ও আধুনিকীকরণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতের প্রতিরক্ষামন্ত্রক।
রাশিয়ার থেকে ৩৩টি নতুন যুদ্ধবিমান কিনবে ভারত। এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এর মধ্যে রয়েছে ১২টি এসইউ-৪০ এমকেআই এবং ২১টি মিগ-২৯ বিমান। পাশাপাশি ভারতের হাতে যে ৫৯টি মিগ-২৯ বিমান রয়েছে, সেগুলিরও আধুনিকীকরণ করা হবে। সামগ্রিক প্রক্রিয়ায় মোট খরচ হবে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা।
পাশাপাশি ডিআরডিও-র ডিজাইন করা ১ হাজার কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র তৈরির অনুমোদনও মিলেছে। আবার বায়ুসেনার জন্য ২৪৮ অ্যাস্ট্রা বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ বায়ু থেকে বায়ুতে নিক্ষেপ করার ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া পিনাকা রকেট লঞ্চার, বিএমপি কমব্যাট সাঁজোয়া গাড়ি-এর আধুনিকীকরণও করা হবে। নৌসেনার ব্যবহারের জন্য দূরপাল্লার অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র তৈরি বাড়ানো নিয়েও সিদ্ধান্ত হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement