India-Pakistan Conflict: জওয়ানদের ছুটি বাতিল, ডিউটিতে ডেকে পাঠানোর নির্দেশ শাহের, উপত্যকায় বাঙ্কার প্রস্তুত রাখার নির্দেশ
Operation Sindoor: শাহের তরফে এই নির্দেশ গিয়েছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে সেনা অভিযান চালিয়েছে ভারত। Operation Sindoor-এর আওতায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের তরফে ইতিমধ্যেই পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর সেই আবহেই সেনার ছুটি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্ত আধা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর প্রধানদের সেই মতো নির্দেশ দিলেন। (India-Pakistan Conflict)
শাহের তরফে এই নির্দেশ গিয়েছে বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, ছুটি নিয়ে বাড়ি গিয়েছেন যাঁরা, সকলকে অবিলম্বে ডিউটিতে ডেকে পাঠাতে হবে। পাকিস্তানের তরফে আঘাত নেমে আসতে পারে আঁচ করেই কি তাহলে এই প্রস্তুতি? প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দিল্লির তরফে নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত। (Operation Sindoor)
STORY | Amit Shah orders chiefs of paramilitary forces to call back their personnel who are on leave: Sources
— Press Trust of India (@PTI_News) May 7, 2025
READ: https://t.co/mfWivnjXg4 pic.twitter.com/TkAikGMavp
এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যোগাযোগ রাখছেন শাহ। উপত্যকার নিরীহ বাসিন্দাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন শাহ। নিরাপদ স্থানে সকলকে সরিয়ে নিয়ে যেতে বলেছেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর
পাশাপাশি, আপদকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে উপত্যকার প্রশাসনকে। নাগরিকদের জন্য় বাঙ্কার তৈরি রাখতে বলা হয়েছে, যাতে বিপদের সময় নিরাপদ আশ্রয় পান সকলে। সব মিলিয়ে চরম সতর্কতা। পঞ্জাবেও সীমান্ত এলাকায় স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কর্তারপুর করিডর।
পহেলগাঁওয়া জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানে স্ট্রাইক চালিয়েছে ভারত। গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় অভিযাব চালানো হয়েছে। ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌসেনা মিলে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্য়বস্থাও খুঁটিয়ে দেখেছেন শাহ। প্রত্যেক রাজ্যকে সতর্ক থাকতে বলা হয়েছে। Operation Sindoor নিয়ে প্রতিক্রিয়া জানান শাহ। তিনি জানান, পহেলগাঁওয়ে নৃশংস হত্যার বদলা নিয়েছে ভারত। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান কড়া এবং ভারত মোক্ষম জবাব দিতে প্রস্তুত বলে জানান তিনি। সন্ত্রাসকে উপড়ে ফেলার প্রতি মোদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান।























