Sanchar Saathi App: মোবাইলে সঞ্চার সাথী অ্য়াপ ইনস্টল করার সরকারি নির্দেশিকা ঘিরে তুঙ্গে বিতর্ক
ABP Ananda Live: মোবাইলে সঞ্চার সাথী অ্য়াপ ইনস্টল করার সরকারি নির্দেশিকা ঘিরে তুঙ্গে বিতর্ক। বিরোধীদের একাংশের অভিযোগ, এটা আসলে পেগাসাস দিয়ে আড়ি পাতার মতোই একটা পরিকল্পনা। ব্য়াপক সমালোচনার মুখে আজ টেলিকম মন্ত্রী জানালেন, এই অ্য়াপ মোবাইলে রাখা বাধ্য়তামূলক নয়। এবার থেকে সব ফোনে ‘সঞ্চার সাথী’ অ্যাপ বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র। এই অ্য়াপ প্রি-ইনস্টলড করার জন্য মোবাইল কোম্পানিগুলির কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে নির্দেশিকা। তবে এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেনি কেন্দ্রীয় সরকার। এই নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। ব্যক্তিগত তথ্য হাতাতে সরকারের নতুন চাল বলে একযোগে নিশানা করছে কংগ্রেস-তৃণমূল। অন্যদিকে কেন্দ্রীয় টেলিকমমন্ত্রীর সাফ জানিয়েছেন, কেউ না চাইলে ফোন থেকে ডিলিট করে দিতে পারেন ‘সঞ্চার সাথী’ অ্যাপ।

















