মনোজ বন্দ্যোপাধ্যয়, দুর্গাপুর: কলকাতার ফুলবাগানে অবস্থিত সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও নার্সরা মার খাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় একই ঘটনা ঘটল দুর্গাপুরের (Durgapur) একটি বেসরকারি হাসপাতালে। সেখানে এক প্রসূতির ভুল চিকিৎসায় মৃত্যু (died for Wrong treatment) হয়েছে এই অভিযোগ জানিয়ে তাণ্ডব করলেন তাঁর আত্মীয়-পরিজনরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।


আরও পড়ুন: Doctors Protest: 'সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তর ঘটনা', কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের


স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর বেনাচিতি মসজিদ মহল্লার বাসিন্দা ২৮ বছরের ইসরাত জাহান গত ২০ সেপ্টেম্বর আইকিউ সিটি হাসপাতাল নামে স্থানীয় একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গর্ভযন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। ২১ সেপ্টেম্বর তিনি একটি পুত্র সন্তানের জন্মও দেন। তারপর থেকে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ওই মহিলার। রবিবার চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। 


আরও পড়ুন: Rampurhat Medical College: 'পরীক্ষায় বেশি নম্বর, পরীক্ষার হলে বিশেষভাবে বসার সুবিধা TMCP-র সদস্যদের', রামপুরহাট মেডিক্যাল কলেজে খোদ অধ্যক্ষের বিরুদ্ধেই থ্রেট কালচারের অভিযোগ


এই খবর পেতেই স্থানীয় বাসিন্দা ও মৃতার পরিবারের আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে ওই বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন। চিকিৎসার গাফিলতির কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করতে থাকেন তাঁরা। শুরু করেন তাণ্ডব। খবর পেয়ে পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে শান্ত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে আলোচনায় বসেন মৃত প্রসূতির বাড়ির লোকজন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।


প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা সুরক্ষার দাবিতে সরব হয়েছেন। এই নিয়ে তাঁদের আশ্বস্ত করেছে রাজ্য সরকার। কিন্তু, সাগর দত্ত ও দুর্গাপুরের ঘটনা কাজ যে কিছুই হয়নি তা বুঝিয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sagar Dutta Medical College: সাগর দত্ত মেডিক্যালে নিরাপত্তায় জোর, হাসপাতালে বাড়ল পুলিশের সংখ্যা