WB News Live Updates: সোম থেকে শনি কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ

WB News Live Updates: সোম থেকে শনি কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Aug 2021 10:46 PM
West Bengal News Live Updates: সোম থেকে শনি কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ

কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের জন্য আলাদা কোনও দিন নয়, দু’দিনই দু’প্রকার টিকাই পাবেন গ্রাহকরা। এদিন, কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড, বাগবাজার এলাকার এক স্বাস্থ্যকেন্দ্রে নতুন নির্দেশিকার ভিত্তিতে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলে। 

WB News Live Updates: সোম থেকে শনি কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ

সোম থেকে শনি, সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত, কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দেওয়া হবে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ। যিনি আগে আসবেন, তিনি আগে টিকা পাবেন। এই ভিত্তিতেই হবে ভ্যাকসিনেশন, জানিয়েছে পুরসভা।

West Bengal News Live Updates: বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

বাড়িতে ঢুকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা শিবশঙ্কর ঘোষের। 

WB News Live Updates: বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ মৃত্যু বর্ধমানের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীর। বর্ধমান পুরসভা থেকে ফেরার পথে লাঠি-রড নিয়ে হামলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। 

West Bengal News Live Updates: বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের নেপথ্যে দলেরই বিধায়ক ও এক নেতার বিরুদ্ধে আঙুল তুলেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

WB News Live Updates: বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ মৃত্যু হল এক কর্মীর। হামলার নেপথ্যে দলেরই বিধায়ক ও এক নেতার বিরুদ্ধে আঙুল তুলেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।

West Bengal News Live Updates: উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুললেন নিশীথ প্রামাণিক

বিজেপির শহিদ স্মরণ যাত্রায় অংশ নিতে মঙ্গলবার মালদার ইংরেজবাজারে যান কোচবিহারের সাংসদ। সেখানেই উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন নিশীথ প্রামাণিক। 

WB News Live Updates: উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুললেন নিশীথ প্রামাণিক

এবার উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মালদার ইংরেজবাজারে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে কোচবিহারের বিজেপি সাংসদের বক্তব্য, জনগণ যা চাইবে তাই হবে। আর এই নিয়ে প্রতিপক্ষকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।

West Bengal News Live Updates: ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ ৫ আন্দোলনকারীর

উত্তরবঙ্গে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ। সেখানে বিক্ষোভ চলাকালীন আচমকা ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ করেন ৫ শিক্ষিকা। এবার বিকাশ ভবনে গেল ফরেন্সিক টিম।

WB News Live Updates: সুন্দরবনে লোকালয়ের কাছে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের

লোকালয়ে বাঘের প্রবেশ রুখতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি বন দফতরের। ‘বিস্তীর্ণ এলাকায় অত্যাধুনিক ফেন্সিংয়ের ব্যবস্থা করা হবে’, জানালেন বনমন্ত্রী।

West Bengal News Live Updates: সুন্দরবনে লোকালয়ের কাছে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের

সুন্দরবনে জনবসতির কাছে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। গ্রামবাসীদেরই দেওয়া ভিডিওয় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। 

WB News Live Updates: 'দলের কর্মীদের একাংশের অন্তর্ঘাতের কারণেই হার'

দলের কর্মীদের একাংশের অন্তর্ঘাতের কারণেই হার হয়েছে আসানসোল দক্ষিণ ও কুলটিতে। এমনটাই দাবি করলেন এই দুই কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁদের দাবিকে সমর্থনও করেছেন পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

West Bengal News Live Updates: অক্টোবরে দুর্গাপুজোর সময়েই শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ!

ক্যালেন্ডার বলছে, হাতে আর মাত্র ৪৮ দিন। দুর্গাপুজোর প্রস্তুতির সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে সর্বত্র। এই পরিস্থিতিতে সতর্ক পুজো কমিটিগুলি। 

WB News Live Updates: ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ ৫ আন্দোলনকারীর

অসুস্থ ৫ শিক্ষিকাকে নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। সেখান থেকে ৩ জনকে নিয়ে যাওয়া হয় এনআরএসে। উত্তরবঙ্গে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেখানেই 'বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা' করেন ৫ আন্দোলনকারী।

West Bengal News Live Updates: করোনা আবহে কমল মাধ্যমিকের সিলেবাস

করোনা আবহে কম সিলেবাসে মাধ্যমিক। ৩০ থেকে ৩৫ শতাংশ কমল মাধ্যমিকের সিলেবাস। ২০২২ সালে মাধ্যমিক হবে কম সিলেবাসে, জানাল মধ্যশিক্ষা পর্ষদ। সব বিষয়েই কমছে সিলেবাসের ভার। যদিও কবে পরীক্ষা তা এখনও স্পষ্ট নয়। 

WB News Live Updates: বিকাশ ভবনে ধুন্ধুমার, ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’

সল্টলেকে বিকাশ ভবনের সামনে ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ শিক্ষক ঐক্য মঞ্চের ৫ আন্দোলনকারীর। উত্তরবঙ্গে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। বিক্ষোভ চলাকালীন আচমকা ‘বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা’ ৫ শিক্ষিকার। বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।

West Bengal News Live Updates: আফগানিস্তান থেকে রাজ্যে ফিরলেই নিতে হবে পোলিও টিকা

আফগানিস্তান থেকে রাজ্যে ফিরলেই নিতে হবে পোলিও টিকা। বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করল স্বাস্থ্য দফতর। আফগানিস্তান থেকে ফেরা মানুষজন সম্পর্কে সতর্ক করল। বিমানবন্দরে নেমে সেখানে টিকা নিয়ে তারপর পা রাখা যাবে বাইরে। বিমানবন্দরে উপস্থিত থাকবে স্বাস্থ্য দফতরের টিম। তারাই করবে টিকা দেওয়ার কাজ। বিমানবন্দর অধিকর্তাকে চিঠি দিলেন উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আফগানিস্তানে পোলিওর বাড়বাড়ন্তের জন্যই এই ব্যবস্থা। 

WB News Live Updates: অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইন প্রকল্পের বিরোধিতায় তৃণমূল

অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইন প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গতকালের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের আওতায় রেল, জাতীয় সড়ক, বিদ্যুত্‍ উত্‍পাদন, ও পরিবহণ, তেল ও গ্যাসের পাইপলাইনের মতো বিভিন্ন সরকারি সম্পদ বেসরকারি সংস্থার হাতে ব্যবসায়িক ভাবে ব্যবহারের জন্য তুলে দেওয়া হবে। সরকারি সম্পদকে বেসরকারি ভাবে ব্যবহারের এই রাস্তা খুলে দিয়ে চার বছরে প্রায় ৬ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় সরকার।  আর্থিক সংস্কারের এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়নি। উল্লেখ ছিল না বিজেপির নির্বাচনী ইস্তাহারেও। সিদ্ধান্তে বিরোধিতা করে জানালেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। 

West Bengal News Live Updates: গজনি গেট ধ্বংস করল তালিবান

বামিয়ান বুদ্ধের মতো এবার আফগানিস্তানের গজনি প্রদেশের গজনি গেট ধ্বংস করল তালিবান। তাণ্ডব চলছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শনে ভরপুর গজনি শহর জুড়ে। প্রথমবার আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালিবান ধ্বংস করেছিল বামিয়ান বুদ্ধ।

WB News Live Updates: কাবুল থেকে এল পবিত্র গুরু গ্রন্থ সাহিব

কাবুল থেকে ৭৮ জনকে নিয়ে এল বায়ুসেনার বিমান। সকাল ১০টার কিছু আগে নয়াদিল্লিতে নামে বিমান। বিমানে কাবুল থেকে এল পবিত্র গুরু গ্রন্থ সাহিব। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী মাথায় করে বের করলেন পবিত্র ধর্মগ্রন্থ। শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে পবিত্র ধর্মগ্রন্থ। 

West Bengal News Live Updates: অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইন নিয়ে কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের

৬ লক্ষ কোটি আয়ের লক্ষ্যমাত্রা। অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইন প্রকল্পের ঘোষণা কেন্দ্রের। সংসদে আলোচনা ছাড়া, সংবিধান বহির্ভূত সংস্থা নীতি আয়োগ কী করে লাগাতার লিজের ঘোষণা করে? প্রশ্ন তৃণমূলের।

WB News Live Updates: তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’, ফর্ম ফিল আপ করতে ক্যাম্প সিপিএমের

নদিয়ার গাংনাপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরের বাইরে ক্যাম্প করে বিনামূল্যে ফর্ম ফিল আপ করে দিচ্ছে সিপিএম। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ও তৃণমূল। পাল্টা উত্তর দিয়েছে বামেরাও। নির্বাচিত পঞ্চায়েত সদস্য বা রাজনৈতিক নেতাকর্মীদের সহায়তা নেওয়া যাবে না, নবান্ন থেকে নির্দেশ জেলাশাসকদের।

West Bengal News Live Updates: রাজপুর সোনারপুরে ১০টি ওয়ার্ডে কনটেনমেন্ট জোন

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১০টি ওয়ার্ডের কিছু জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল জেলা প্রশাসন। ওই সব জায়গায় প্রশাসনের তরফে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।এই পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৫। গতকালের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভায় ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

WB News Live Updates: সিবিআইয়ের স্পেশাল ব্রাঞ্চে বিভিন্ন জেলার পুলিশ রিপোর্ট

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের ক্ষেত্রে খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্ত করছে সিবিআই। এই তদন্তের স্বার্থেই বিভিন্ন জেলার পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়। সূত্রের খবর, সেই রিপোর্ট ইতিমধ্যেই সিবিআইয়ের স্পেশাল ব্রাঞ্চের দফতরে জমা পড়তে শুরু করেছে।

West Bengal News Live Updates: দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন পূর্ণ

দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন পূর্ণ হল। নবান্ন সূত্রে দাবি, প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছিল। এবার ৯ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন হয়েছে। এই তথ্যই প্রমাণ করে, দুয়ারে সরকার প্রকল্পে কতটা সাড়া মিলেছে। 

WB News Live Updates: পুরভোটের প্রস্তুতি বিজেপির

পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। সংগঠন শক্তিশালী করতে, সোমবার কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাংশ নিয়ে বৈঠক করে রাজ্য বিজেপি নেতৃত্ব।

West Bengal News Live Updates: হাইকোর্টে সজল ঘোষের পরিবার

মুচিপাড়া থানার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি নেতা সজল ঘোষের পরিবার। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশের আর্জি জানানো হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।

WB News Live Updates: অশোকনগরে দুয়ারে সরকার কর্মসূচি চলাকালীন অশান্তির অভিযোগ

উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি চলাকালীন অশান্তির অভিযোগ। স্থানীয় সূত্রে দাবি, গতকাল ১১ নম্বর ওয়ার্ডে কর্মসূচি চলাকালীন স্ট্যান্ড ফ্যান সরানো নিয়ে বেসরকারি সংস্থার কর্মীদের সঙ্গে প্রশাসক মণ্ডলীর সদস্য অনুপ রায়ের বচসা বাঁধে। অভিযোগ, বেসরকারি সংস্থার এক কর্মীকে ধাক্কা দেন অনুপ। যদিও অনুপের দাবি, তিনি কাউকে নিগ্রহ করেননি। তর্কাতর্কি হয়েছে। অশোকনগর কল্যাণগড় পুরসভার প্রশাসকমণ্ডলীর মুখ্য প্রশাসক জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে কথা বলবেন। 

West Bengal News Live Updates: আজ থেকে পুরসভার টিকাকরণ কেন্দ্রগুলিতে দেওয়া হবে কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজই

আজ থেকে পুরসভার টিকাকরণ কেন্দ্রগুলিতে দেওয়া হবে কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজই। সোম থেকে শনি প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত পুরসভার টিকাকরণ কেন্দ্রে দেওয়া হবে ভ্যাকসিন।

WB News Live Updates: নারদ, কয়লা, গরু পাচারের তদন্তের দায়িত্ব থাকা অখিলেশ সিংহকে নতুন দায়িত্ব

নারদ, কয়লা, গরু পাচারের তদন্তের দায়িত্ব থাকা অখিলেশ সিংহকে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা থেকে নিয়ে যাওয়া হল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। তিনি এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করবেন। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের প্রধানের পদ দেওয়া হয়েছে তাঁকে।

West Bengal News Live Updates: দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে মৃত্যু

দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  ২৫ হাজার ৪৬৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩৫৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২ জন। একদিনে ৩৯ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছেন।

WB News Live Updates: ফের সিএএ কার্যকরের স্বপক্ষে জোরাল সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী

আফগানিস্তানে অস্থিরতার আবহে ফের সিএএ কার্যকরের স্বপক্ষে জোরাল সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী। বিরোধীদের পাল্টা প্রশ্ন, বিপদের দিনে সিএএ নিয়ে রাজনীতি কেন করছেন? যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live Updates: মালদার হরিশ্চন্দ্রপুরে দুয়ারে সরকার ক্যাম্পে চরম বিশৃঙ্খলা

মালদার হরিশ্চন্দ্রপুরে দুয়ারে সরকার ক্যাম্পে চরম বিশৃঙ্খলা। লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম লুঠ। পরে ফর্মগুলি উদ্ধার করে পুলিশ। যদিও বিডিও আশ্বাস্ত করেছেন, পর্যাপ্ত ফর্ম রয়েছে। এদিকে, এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: কত ওয়ার্ডে কতজন বাসিন্দা কোভিড ভ্যাকসিন নিয়েছেন? সমীক্ষা কলকাতা পুরসভার

কত ওয়ার্ডে কতজন বাসিন্দা কোভিড ভ্যাকসিন নিয়েছেন? তা জানতে সমীক্ষা শুরু করল কলকাতা পুরসভা। বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের সুরক্ষার জন্য শুরু হয়েছে ট্রেনিং ক্যাম্প।

West Bengal News Live Updates: পুলিশের ভ্যানে লরির ধাক্কা

রাতে টহল দেওয়ার সময় পুলিশের ভ্যানে লরির ধাক্কা। পুলিশের ভ্যানটি ধাক্কার জেরে উল্টে গিয়ে পড়ে পাশের নয়ানজুলিতে। ঘটনায় আহত হয়েছেন টহলদারি ভ্যানে থাকা চার পুলিশকর্মী। গতকাল রাত পৌনে একটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে জগন্নাথপুর শ্মশানতলায়। পুলিশ সূত্রে খবর, রাজাপুর থানায় টহলদারি ভ্যানটি কলকাতামুখী লেনে দাঁড়িয়ে ছিল। সেই সময়ই প্রচণ্ড গতিতে আসা একটি লরি ভ্যানের পিছনে ধাক্কা মারে। আহত চার পুলিশকর্মীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়। লরি নিয়ে চালক পলাতক।

WB News Live Updates: মৃত্যুপুরী আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন বাঙালি অধ্যাপক

মৃত্যুপুরী আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন বাঙালি অধ্যাপক, কলকাতার লেক ভিউ রোডের বাসিন্দা সর্বজিৎ মুখোপাধ্যায়। কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। এই বাঙালি অধ্যাপকের দাবি, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সকলের মনেই ভয় কাজ করছে।

West Bengal News Live Updates: আফগানিস্তান থেকে বনগাঁর বাড়িতে ফিরলেন ৩ বাঙালি

আফগানিস্তান থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাড়িতে ফিরলেন তিনজন বাঙালি। গতকাল গভীর রাতে তাঁরা গোপালনগরের বাড়িতে ফেরেন। বিদ্যুত্‍ বিশ্বাস, পলাশ সরকার ও প্রবীর সরকার, এই তিনজনই কাবুল বিমানবন্দরে আমেরিকার সেনার কেটারিংয়ের কাজ করতেন।

WB News Live Updates: তালিবানকে সাহায্যের প্রতিশ্রুতি চিনের

তালিবানের ভয়াবহ অত্যাচার দেখে যখন বাকি বিশ্ব তাদের থেকে এখনও মুখ ফিরিয়ে রয়েছে, তখন সাহায্যের প্রতিশ্রুতি দিল চিন। তালিবানকে আর্থিক সাহায্যের ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে বেজিং। চিনের বিদেশ দফতরের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের পুনর্গঠনে আর্থিক সাহায্য করবে চিন। তবে সেই বিবৃতির কোথাও গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলা, নারী ও শিশুদের ওপর অত্যাচার বন্ধ করার কথা বলা হয়নি। সেইসঙ্গে আফগানিস্তানে বর্তমান সঙ্কটের জন্য আমেরিকাকে কাঠগড়ায় তুলেছে বেজিং।

West Bengal News Live Updates: আফগানিস্তান থেকে ৭৮ জন যাত্রী নিয়ে দিল্লিতে আসছে বিমান

আফগানিস্তান থেকে ৭৮ জন যাত্রী নিয়ে দিল্লিতে আসছে বিমান। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুশানবে হয়ে বিমানটি দিল্লিতে আসবে।  বিমানের ৭৮ জন যাত্রীর মধ্যে ২৫ জন ভারতীয়।  বায়ুসেনার বিমানে কাবুল বিমানবন্দর থেকে ওই ৭৮ জনকে আনা হচ্ছে।

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে সিবিআই তৎপরতা

ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে সিবিআই তৎপরতা। কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে গেলেন ৫ আধিকারিক। নিজাম প্যালেসে করা হল মৃতের দাদার বয়ান রেকর্ড। অন্যদিকে, সিবিআই সূত্রে খবর, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত সিজিও কমপ্লেক্স বা নিজাম প্যালেস থেকে হবে না। এর জন্য খোঁজা হচ্ছে তৃতীয় কোনও জায়গা। 

West Bengal News Live Updates: তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ

বেহালার জেমস লং সরণিতে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল। রবিবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রূপক গঙ্গোপাধ্যায়ের। ঘটনায় বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত নেতা।

WB News Live Updates: দুই সন্তানকে নিয়ে আফগানিস্তানের শরানে আটকে বেহালার মেয়ে সঙ্ঘমিত্রা

দুই সন্তানকে নিয়ে আফগানিস্তানের শরানে আটকে রয়েছেন বেহালার মেয়ে সঙ্ঘমিত্রা। কাবুলিওয়ালাকে বিয়ে করে সুদুর আফগানিস্তানে পাড়ি দিয়েছিলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরতে চান সঙ্ঘমিত্রা।

West Bengal News Live Updates: যাত্রী নিরাপত্তায় অভিনব উদ্যোগ ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের

পাতালে মেট্রোয় কোনও বিপত্তি হলে যাতে দ্রুত যাত্রীদের বের করে আনা যায়, তার জন্য সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে শিয়ালদা ও ধর্মতলা স্টেশনের মাঝে সুবোধ মল্লিক স্কোয়ারে খোঁড়া হচ্ছে তিনটি সুড়ঙ্গ। এর আগে ব্রেবোর্ন রোডেও মেট্রোর যাত্রীদের পাতাল থেকে দ্রুত বের করতে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছে।

WB News Live Updates: খাগড়াগড়ে তৃণমূল আয়োজিত সহায়তা শিবিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলেরই বিরুদ্ধে

দুয়ারে সরকার প্রকল্পে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সহায়তা শিবির খুলেছিল তৃণমূল। সেই শিবির ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: অক্টোবরে দুর্গাপুজো আর তখনই দেশে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ

অক্টোবরে দুর্গাপুজো আর তখনই দেশে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট।

প্রেক্ষাপট

সুমন ঘড়াই, ঊজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, কলকাতা: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পুজোর ছুটির পরেই খুলছে স্কুল। তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগের মধ্যেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


অক্টোবরে দুর্গাপুজো। বাঙালির সবচেয়ে বড় উত্‍সব। করোনা পরিস্থিতি ঠিক থাকলে উৎসবের মরসুমের পরই, খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। সোমবার নবান্ন থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে, তবেই পুজোর পর স্কুল খুলবে। এদিকে, এদিনই প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্ট দিয়েছে, ডেল্টা প্লাসে ভর করে অক্টোবরের মধ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।


অন্যদিকে, স্কুল-কলেজ খোলার দাবিতে, সোমবার হাজরা মোড়ে মিছিলের ডাক দেয় এসএফআই। পুলিশের বাধা পেয়ে, রাস্তাতেই বই-খাতা নিয়ে বসে পড়ে প্রতিবাদ জানান সদস্যরা। 


এরই মধ্যে এবার শিক্ষক নিয়োগের দাবিকে ঘিরেও ‘খেলা হবে’ স্লোগান উঠল হুগলির চুঁচুড়ায়। পুজোর আগে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে হুগলির জেলা সদরে হল মিছিল। মিছিল শেষে জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালের প্রাথমিক টেটে লিখিত ও মৌখিক দুটিতেই সফল হয়েছেন তাঁরা। প্যানেলভুক্ত হয়েছে নাম। চাকরিপ্রার্থীদের অভিযোগ, সাত বছর ধরে নিয়োগপত্র দেওয়া নিয়ে টালবাহানা চলছে।


গত ২১ জুন নবান্ন থেকে রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলা হয়, পুজোর আগে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। ওই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ হবে সাড়ে ১০ হাজার শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে। দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীদের একটি বড় অংশ। সোমবার ‘খেলা হবে’ স্লোগান তুলে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সবমিলিয়ে টেট বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্য সরকারের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.