WB Corona Cases: রাজ্যে নিম্নমুখী দৈনিক সংক্রমণের গ্রাফ, তবে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা
WB Corona Cases: রাজ্যে বেশ খানিকটা কমল দৈনিক সংক্রমণ। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গোটা রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতায়।
কলকাতা: পরপর কয়েকদিন ধরে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ কমছে। সোমবারেও সেই ধারা অব্যাহত রইল। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১০ জন। তবে খানিক চিন্তা বাড়াচ্ছে গত ১ দিনে মৃতের সংখ্যা। রবিবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৪৭ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগী ৮,৯২২ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.২৩ শতাংশ। রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
রবিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে সংক্রমিত হন ৬৫০ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ছয় জনের। সেই অনুযায়ী সোমবারে আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কমলেও বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ১৫,৪৮,০৫৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫,২০,৭০২। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৮,৪৩৪ জনের।
রাজ্যে চিন্তা বাড়াচ্ছে কলকাতার দৈনিক সংক্রমণ। রাজ্য সরকার প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ১ দিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৯। চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গের সংক্রমণও। দার্জিলিঙে গত ১ দিনে আক্রান্তের সংখ্যা ৫২। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে মৃতের সংখ্যা ৩। এছাড়া নদিয়া, বাঁকুড়া, কলকাতায় ২ জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
অন্যদিকে করোনায় দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। রবিবারের তুলনায় অনেকটা কমেছে দেশের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৯০৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু কেরলেই একদিনে সংক্রমিত ২৯ হাজার ৮৩৬ জন। দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ৩৮০।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )