West Bengal News Live Updates: ফের এয়ার টার্বুল্যান্সে পড়ে সমস্যায় যাত্রীবাহী বিমান
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
সব্জি থেকে মাছ-মাংসের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা দেখতে তৎপর রাজ্য প্রশাসন। ইংরেজবাজার ও জলপাইগুড়িতে বাজারে বাজারে হানা দিল ইবি। বেআইনি মজুত ও কালোবাজারি হচ্ছে কি না সেদিকেও নজর দেওয়া হচ্ছে। জানিয়েছেন ইবির আধিকারিকরা।
৮১ লক্ষ টাকা তছরুপের অভিযোগ। প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে থানায় এফআইআর করলেন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। বিরোধীদের অভিযোগ, তদন্ত ঠিকমতো হলে রাঘববোয়ালরা ধরা পড়বে।
গড়ফার বিবেকনগরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু। অভিযোগ তরুণীর প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিক চলে যাওয়ার পরেই অচৈতন্য হয়ে যান তরুণী। মৃত্যুর নেপথ্যে প্রেমিক, অভিযোগ মৃতার পরিবারের।
নকশালবাড়িতে প্রয়াত নকশাল নেতা কানু সান্যালের বাড়ির একাংশ জবরদখলের অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রয়াত নেতার ভিটে মাপজোক করল প্রশাসন। বসানো হয়েছে পুলিশ পিকেটও। আর এনিয়ে শুরু হয়েছে বিতর্ক।
গরম থেকে স্বস্তি। পুরুলিয়ায় কালবৈশাখী, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আসানসোলে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। বৃষ্টি বাঁকুড়াতেও।
ফের এয়ার টার্বুল্যান্সে পড়ে সমস্যায় যাত্রীবাহী বিমান। তীব্র ঝাঁকুনি, আহত বেশ কয়েকজন বিমান যাত্রী। মুম্বই থেকে দুর্গাপুরগামী বিমানে সমস্যা। অন্ডাল বিমানবন্দরে নামার আগে বিমানে সমস্যা। পরে পরিস্থিতি সামাল দিয়ে বিমান অবতরণ করান পাইলট।
রিজেন্ট কলোনিতে প্রোমোটারের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, অনেকদিন ধরেই মানসিক চাপে ছিলেন তিনি। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই প্রোমোটার। তবে মানসিক চাপেই আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল সিবিআই
শেষ ৪০ দিনের লড়াই, বগটুই অগ্নিকাণ্ডে মৃত্যু আরও এক মহিলার। পুড়ে যায় শরীরের ২৫ শতাংশ। রামপুরহাট হাসপাতালে মৃত্যু আতাহার বিবির। বগটুই অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১০।
খেজুরি বিস্ফোরণ মামলায় এনআইএ-র জালে আরও ১। ওড়িশা থেকে আরও একজনকে গ্রেফতার করল এনআইএ। ধৃতের নাম রতন প্রামাণিক।
রাজ্যে করোনায় ফের মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৫৩ জন, মৃত ১। ‘করোনা সংক্রমণ বাড়তে থাকলে মহারাষ্ট্রে মাস্ক বাধ্যতামূলক করা হবে’ জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী।
বীরভূমের সিউড়িতে রাতভর হাতির তাণ্ডব, মৃত্যু হল এক বনকর্মীর
তালডাংরায় বিধায়কের অফিস হোয়াইট ওয়াশ তৃণমূলেরই একাংশের। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ দলীয় কর্মীদের।
ধর্মতলা থেকে জানবাজার। তৃণমূল সরকারের ১১ বর্ষপূর্তির আগে কলকাতা জুড়ে ভোট পরবর্তী হিংসার হোর্ডিং বিজেপির। হারের লজ্জা ঢাকতে অপপ্রচার, খোঁচা তৃণমূলের।
বাবুল সুপ্রিয় শপথ নিয়ে জট অব্যাহত। বাবুলের অনুরোধে সাড়া দিলেন না রাজ্যপাল।
বিমান ভাড়া আরও বাড়ার আশঙ্কা। সর্বকালীন দাম বাড়ল বিমানের জ্বালানির। কিলোলিটারে সাড়ে ৩ হাজার টাকার বেশি বাড়ল বিমানের জ্বালানি-মূল্য। বিমানের জ্বালানির দাম বাড়ল ৩ দশমিক ২২ শতাংশ।
একবছরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হল সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের। কথা না বলেই তাঁকে রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে রাখা হয়েছে। এই অভিযোগ তুলে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ট্যাগ করে ট্যুইট করলেন গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে। এই মুহূর্তে দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এই নিয়ে এবিপি আনন্দকে প্রতিক্রিয়া জানালেন গায়িকা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।
পাট-সঙ্কট নিয়ে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনে অনড় অর্জুন
বিতর্কের মুখে ফেসবুক পোস্ট ‘ডিলিট’ দেবাংশুর। ২ ঘণ্টার মধ্যে ফেসবুক থেকে মন্তব্য সরালেন তৃণমূলের রাজ্য মুখপাত্র।
তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তির আগে কলকাতা জুড়ে বিজেপির হোর্ডিং। বর্ষপূর্তি উপলক্ষে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চাঁদনি চক, ধর্মতলা, তালতলা, জানবাজার ও শহরের কেন্দ্রস্থল ডোরিনা ক্রসিংয়েও লাগানো হয়েছে বিজেপির হোর্ডিং। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বঙ্গ বিজেপিতে বাড়ছে বিদ্রোহ। বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণ ইস্তফা। দল ছাড়লেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সরকারের ১১ বছর বর্ষপূর্তির আগের দিনই বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। "গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ। ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল। তারপর তো বন্যা এল! গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা।" ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য
>>
দ্রুত শপথের জটিলতা কাটাতে এবার সরাসরি রাজ্যপালের কাছে আর্জি বাবুল সুপ্রিয়র। "বালিগঞ্জের মানুষের স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। সুব্রত মখোপাধ্যায়ের প্রয়াণের পর থেকে বালিগঞ্জ বিধায়ক-শূন্য। শপথবাক্য পাঠ করাতে দয়া করে স্পিকারকে অনুমতি দিন। যাতে আমি কাজ শুরু করতে পারি।" রাজ্যপালকে ট্যাগ করে ট্যুইট বালিগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র।
পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যেন প্রার্থী দিতে না পারে। আর দিলেও যাতে বিরোধী প্রার্থী ভোট না পান তা নিশ্চিত করতে হবে। কর্মী-সমর্থকদের নির্দেশ ডোমজুড়ের বিধায়ক ও তৃণমূলের হাওড়া জেলা সদরের সভাপতি কল্যাণ ঘোষের। শাসকদলের বিধায়কের এই হুঁশিয়ারি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। শাসকদলের বিধায়কের এই হুঁশিয়ারি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে বিজেপি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান। তীব্র গরমের মধ্যে অবশেষে স্বস্তি। আজ থেকেই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি, এমনটাই জানান হয়েছে।
উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার আইসিকে মাটি মাফিয়া বলে বিস্ফোরক অভিযোগ করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। যদিও আমডাঙা পঞ্চায়েত সমিতির তৃণমূলের পরিষদীয় দলনেতার বক্তব্য, বেআইনি কারবার বন্ধে নিজেদেরই উদ্যোগ নিতে হবে। পুলিশ সূত্রে দাবি, আইসি-র বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আর এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
এতদিন দাবদাহের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছিলেন মানুষ। শেষমেশ নামল স্বস্তির ঝড়-বৃষ্টি। কিন্তু, অস্বস্তি বাড়ল চাষিদের। গতকালের ঝড়-বৃষ্টিতে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। এই চিত্র পূর্ব মেদিনীপুর জেলার এগরা (Egra) ১ নম্বর ব্লকের।
তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তির আগে কলকাতা জুড়ে বিজেপির হোর্ডিং। বর্ষপূর্তি উপলক্ষে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের তরফে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চাঁদনি চক, ধর্মতলা, তালতলা, জানবাজার ও শহরের কেন্দ্রস্থল ডোরিনা ক্রসিংয়েও লাগানো হয়েছে বিজেপির হোর্ডিং। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
রাজ্য বিজেপিতে বাড়ছে ‘বিদ্রোহ’। এবার বারাসাত সাংগঠনিক জেলা কমিটির পদ থেকে গণ ইস্তফা। বিজেপির জেলা কমিটির পদ থেকে গণ ইস্তফা ১৫ জন সদস্যের। ‘দুর্নীতিতে জড়িত জেলা সভাপতি, তৃণমূলের সঙ্গে আঁতাঁত ’, জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে চিঠি রাজ্য সভাপতিকে। যাবতীয় অভিযোগ অস্বীকার জেলা সভাপতির।
বীরভূমের দুবরাজপুর থেকে তাড়া করে বর্ধমানে পাঠানোর সময় সিউড়ির অবিনাশপুরে রাতভর হাতির তাণ্ডব। দাঁতালকে বাগে আনতে হিমশিম খান বন কর্মীরা। হাতির আক্রমণে ২ জন বন কর্মী আহত হন। বন দফতরের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে আজ সকালে ঘুমপাড়ানি গুলি ছুড়ে হাতিকে কাবু করে শান্তিনিকেতনের বন দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সার পর দাঁতালটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল সিবিআই। হুলিয়া জারি করে সংবাদপত্রে নোটিস। প্রাক্তন যুব তৃণমূল নেতাকে ইতিমধ্যেই ফেরার ঘোষণা করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ২০ জুনের মধ্যে বিনয় মিশ্রকে আদালতে হাজির হওয়ার শেষ সুযোগ দেওয়া হয়েছে। এবার বিনয় মিশ্রর নামে হুলিয়া জারি করে বিভিন্ন সংবাদপত্রে নোটিস দিল সিবিআই। গরু এবং কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে, দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি।
হাঁসখালিকাণ্ডে ধৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, শুধু ছেলের কীর্তির বিষয়ে জানাই নয়, ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছিলেন ধৃত তৃণমূল নেতা। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডে বয়লার বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি। গতকাল রাত দেড়টা নাগাদ স্থানীয় একটি কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। বড় বড় পাথরের চাঁই ছিটকে আশপাশের বাড়িতে গিয়ে পড়ে। এলাকায় আগুনও লেগে যায়।
১২৫ বছরে পদার্পণ করল রামকৃষ্ণ মিশন। ১৮৯৭ সালের ১ মে প্রতিষ্ঠা হয়। আজ সকালে মূল মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের শুরু। ভক্ত সমাবেশ শুরু হবে সকাল ৯টা থেকে। মূল মন্দিরের পাশে এবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। স্বাগত ভাষণ দেবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে সকাল সাড়ে ১১টায়। বিকেল ৪টে থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করবেন প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ। একবছর ব্যাপী কার্যক্রমের উপস্থাপনা করবেন সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ।
গভীর রাতে নিউটাউনে বাইক আরোহীর মৃত্যু। পুলিশ সূত্রে খবর, রাত ৩টে নাগাদ নিউটাউনের নারকেলবাগানের কাছে রক্তাক্ত অবস্থায় ওই বাইক আরোহীকে পড়ে থাকতে দেখা যায়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহী রোহন ধাঞ্চোলিয়া লেকটাউনের বাসিন্দা। দুঘর্টনার কারণ খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।
দিল্লির বিজ্ঞান ভবনে মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলনের দ্বিতীয় ভাগে বিভিন্ন রাজ্যের হাইকোর্টের পরিকাঠামোগত সমস্যার কথা আলোচনায় উঠে আসে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার সংস্থান থাকলেও, বর্তমানে ৩৮ জন বিচারপতি রয়েছেন। ১১টি নাম প্রস্তাব করে পাঠানো হলেও, মাত্র একটি নামে অনুমোদন মিলেছে। বিচারক দরকার হলে, সরকারকে লিখিতভাবে জানানো উচিত, বললেন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বৈঠকে অনুপস্থিত শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের একাংশ। এ’নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা, জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার।
রামপুরহাটকাণ্ডে মৃত্যু হল আরও এক অগ্নিদগ্ধ মহিলার। মৃতের নাম আতাহার বিবি। বছর পঞ্চাশের ওই মহিলার শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। বগটুইকাণ্ডের পর ৪০ দিন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন আতাহার বিবি। হাসপাতাল সূত্রে খবর, গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। এরপর রাত ৩টে ২০ মিনিটে মারা যান আতাহার বিবি। এই নিয়ে রামপুরহাটকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ১০ জনের
চাকরির নামে ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। সূত্রের খবর, মামলায় এফআইআর করা হয়েছে তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। পুলিশের দাবি, গ্রেফতার করা হয়েছে তাঁর আপ্ত সহায়ককে। যদিও তৃণমূল বিধায়কের দাবি, অভিযুক্ত তাঁর আপ্ত সহায়ক নন।
লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। গতকাল ডানকুনির টোল প্লাজার কাছে সার্ভিস রোডে ঘটে দুর্ঘটনা। মৃত বছর ৪০-এর অরুণ ধরের বাড়ি ৯ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। প্রতিবাদে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যার জেরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ব্যাহত হয় যান চলাচল। পরে ডানকুনি থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে।
প্রেক্ষাপট
কলকাতা : দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি ((Kolkata Rain)। দহন থেকে কিছুটা স্বস্তি, দক্ষিণবঙ্গের (South Bengal) একাংশে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। কলকাতা ছাড়াও দঃ ২৪ পরগনা (South 24 Paragana), হাওড়া (Howrah), হুগলিতেও (Hooghly) বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি ঝড়ের সম্ভাবনা।
আধঘণ্টার স্বস্তির বৃষ্টির মধ্যেই ঝড়ের তাণ্ডব, আগরতলা থেকে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ল বিমান। ৫৫ মিনিট দেরিতে কলকাতা বিমানবন্দর নামল ইন্ডিগোর বিমান। এয়ার টার্বুল্যান্সে বিমান পড়ে তীব্র ঝাঁকুনি, যাত্রীদের মধ্যে আতঙ্ক। ঝড়ের জন্য কলকাতা বিমানবন্দরের পরিষেবা ব্যাহত। প্রায় এক ঘণ্টা কলকাতা বিমানবন্দরে উড়ান ব্যাহত। কলকাতায় ঝড়ের জন্য অন্য রাজ্যে পাঠানো হয় ৬টি বিমান।
অন্যদিকে, মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে বিনা নোটিসে বাড়ি ভাঙার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নান্নুরচক এলাকায়। অভিযোগ, বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুরসভার তরফে এলাকার বাসিন্দার বাড়ি ভাঙা হচ্ছে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, পুরসভার জল প্রকল্পের জন্য জায়গা কেনা ছিল। সেই জমিতে হওয়া বেআইনি নির্মাণগুলিই ভেঙে ফেলা হচ্ছে।
চুরির টাকায় বিলাসবহুল জীবন। হলদিয়া থেকে দিল্লি। পুলিশের খাতায় দাগী চোর হিসেবে নাম রয়েছে। এ হেন দুষ্কৃতীকেই গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকলক্ষ টাকার সোনার গয়না, নগদ টাকা, বহুমূল্য বিদেশি ঘড়ি-সহ অন্য সামগ্রী।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিটের আইও-কে সিবিআই জিজ্ঞাসাবাদ। আইসি সঞ্জীব ঘোষের ভূমিকা নিয়ে ডিএসপিকে প্রশ্ন: সূত্র। তপন কান্দু খুনে সিটের আইও-কে সিবিআই জিজ্ঞাসাবাদ। রাজ্য পুলিশের সিটের তদন্তকারী অফিসার ডিএসপি অরুণাভ দাস। সিবিআই ক্যাম্পে দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ ডিএসপি অরুণাভ দাসকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -