WB News Live Updates: শান্তনু ঠাকুরের বাড়িতে জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
নারকেলডাঙা ক্যানাল ওয়েস্ট রোড থেকে বেআইনি পার্কিং সরাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা এবং পুলিশ-প্রশাসন। শনিবার ওই রাস্তার পরিস্থিতি সরেজমিনে দেখতে যান প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা। সেখানে বেআইনি ভাবে রাস্তা জুড়ে গাড়ি রাখা হয়েছে বলে অভিযোগ। তা হটাতে সোমবার থেকে মাইকে প্রচার চালানো হবে। তার পর গাড়ি সরানোর জন্য সাত দিন সময় দেওয়া হবে সকলকে। তার মধ্যে রাস্তা খালি না করলে গাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
আরএসএস-এর অখিল ভারতীয় সর্বোচ্চ পদাধিকারীদের পর্যালোচনা বৈঠক বসছে কলকাতায়।
বালিগঞ্জ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে রেললাইনে গাড়ি! ৩জনকে আটক করে জিজ্ঞাসাবাদ রেল পুলিশের
গোয়া বিধানসভা ভোটে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। ২ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি।
শান্তনু ঠাকুরের বাড়িতে জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি। জল্পনা উস্কে বিজেপি সাংসদের বাড়িতে সাময়িক বরখাস্ত ২ নেতা। সন্ধেয় শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়কও। যদিও বৈঠক নিয়ে মুখ খোলেননি কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস।
পথ কুকুরের গায়ে জড়ানো তৃণমূলের পাতাকা। দেখতে পেয়ে পতাকা খুলে নিলেন অগ্নিমিত্রা পাল। জোড়াফুল পতাকা তুলে রাখলেন পাশের টালির চালে। তৃণমূলের পতাকাকে অসম্মান করতে চান না বলেই টালির চালে পতাকা তুলে দেন বলে জানালেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। যদিও গোটাটাই প্রচারের আলোয় থাকার চেষ্টা বলে দাবি তৃণমূলের।
মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন হতে হল সন্তানকে! উত্তর দিনাজপুরের করণদিঘিতে ইটভাটা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এমনই অভিযোগ সামনে এসেছে।
‘মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখবেন বললে তৃণমূল কর্মীরা ভরসা পায়’। ‘দলে অন্য পদাধিকারী থাকলেও মমতার বিকল্প নেই’। মমতার বার্তা প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। ‘অভিষেক অনেকটা সময় ত্রিপুরায় দেন, অনেকটা সময় গোয়ায়’। অভিষেকও অবশ্যই সংগঠন দেখবেন, বললেন সৌগত।
দমদমের পর এবার নদিয়া, ‘শ্লীলতাহানি পর ট্রেন থেকে ধাক্কা’। মহিলা যাত্রীকে উত্যক্ত করার পরে চলন্ত ট্রেন থেকে ধাক্কা’। রানাঘাট-বনগাঁ শাখার গাংনাপুরের কাছে ‘শ্লীলতাহানি’। ‘রায়নগর স্টেশন ঢোকার আগে মহিলাকে উত্যক্ত’। ‘হেনস্থার প্রতিবাদ করায় চলন্ত লোকাল ট্রেন থেকে ধাক্কা’। ‘প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার পরে মহিলাকে উদ্ধার’। ১ অভিযুক্ত গ্রেফতার, আরেক অভিযুক্ত পলাতক। গুরুতর আহত অবস্থায় জেএনএম হাসপাতালে ভর্তি।
তৃণমূলে যেতে চান পদত্যাগী বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে তৃণমূল নেতার সঙ্গে জয় বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। ‘এ বিজেপি করা যায় না, তৃণমূলে যুক্ত হতে চাই’। তৃণমূলে আসতে চেয়ে শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত আবেদন । গোয়া ভোটের পর তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা, দাবি জয়ের
‘দল থেকে কেউ গেলে তা সুখকর নয়, যেখানেই যান, ভাল থাকুন’। জয়ের তৃণমূলে যোগদানের ইচ্ছে নিয়ে মন্তব্য বিজেপির।
‘রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে কাউন্সিলরদের’। কলকাতা পুরসভার কাউন্সিলরদের প্রশিক্ষণ শিবিরে বার্তা মেয়রের। সবার জন্য ঝাঁপিয়ে পড়ে কাজ করার পরামর্শ। ‘দূষণ রোধে নিজের ওয়ার্ডে ভাল কাজ করলে মিলবে পুরস্কার’। ১৪৪ জন কাউন্সিলরকে ডাকা হলেও হাজির ছিলেন না বিজেপির কেউ।
ফের শহরে মিলল ভুয়ো কল সেন্টারের হদিশ। মোবাইলের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রতারণার কারবার চলছিল বলে অভিযোগ। সিআইডি-র হাতে গ্রেফতার দুই মহিলা-সহ ১১। ফুলবাগানে এমনই এক কল সেন্টারের সন্ধান পায় সিআইডি। অভিযোগ, মোবাইলের টাওয়ার বসানোর নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। বোলপুরে দায়ের হওয়া অভিযোগের সূত্র ধরে গতকাল রাতে ওই কল সেন্টারে অভিযান চালায় সিআইডি।
রাজ্যে নতুন করে সংক্রমিত ৩ হাজার ৫১২ জন। এক দিনে মৃত্যু ৩৫ জনের। সুস্থতার হার ৯৭ শতাংশ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ জনের। উত্র ২৪ পরগনায় এক দিনে মৃত্যু ১০ জনের। চার জন মারা গিয়েছেন হুগলিতে। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু পাঁচ জনের।
ইংরেজি বাজারে বেআইনি উচ্ছেদ অভিযানে নামলো ইংরেজবাজার পৌরসভা।
হাট থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার গ্রামীণ সড়কে।
এ বার শালবনির জামবনিতে বাঘের আতঙ্ক। বাঘের মতো দেখতে বলে দাবি স্থানীয়দের। আগেই শালবনির কণাবালিগ্রামে গবাদি পশুর দেহাবশেষ মেলায় আতঙ্ক। এর পর নতুন করে বাঘের আতঙ্ক ছড়াল শালবনির জামবনিতে। বাঘ কিনা, খতিয়ে দেখা হচ্ছে, দাবি বনদফতর সূত্রে।
ত্রিকোণ প্রেমের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাটে ধুন্ধুমার।
চাকরিপ্রার্থীদের নিয়ে জারি করা গাইডলাইন প্রত্যাহার করল এসবিআই।‘৩ মাসের বেশি অন্তঃসত্ত্বা হলে কাজে যোগ দিতে পারবেন না চাকরিপ্রার্থীরা’। ‘শিশুর জন্মের চার মাসের মধ্যে কাজে যোগ দেওয়ার অনুমতি পেতে পারেন মহিলারা’। এমনই নতুন গাইডলাইন জারি করে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গাইডলাইনের বিরোধিতায় সরব হয় দিল্লির মহিলা কমিশন। গাইডলাইনটিকে ‘অবৈধ ও বৈষম্যমূলক’ হিসেবে চিহ্নিত করে কমিশন। তারপরই চাপের মুখে গাইডলাইন প্রত্যাহার করল এসবিআই
‘সাধারণ মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত’। বিবৃতি জারি করে জানাল এসবিআই।
কাল থেকে রাজ্যে দাম বাড়ছে পাউরুটির। প্রতি ৪০০ গ্রামে ৪ টাকা ও প্রতি ২০০ গ্রামে ২ টাকা দাম বাড়ছে পাউরুটির। বেকারি সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটির সিদ্ধান্ত। কাঁচামালের দাম বেড়ে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত।
সম্প্রীতি উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে বাইক আরোহীর মৃত্যু। অন্য এক আরোহী উড়ালপুলেই ছিটকে পড়ে আহত হয়েছেন। বাইকে করে ২ বন্ধু বজবজ থেকে তারাতলার দিকে যাচ্ছিল। একটি গর্তে বাইকের সামনে চাকা পড়ে যায়। জোরে ব্রেক কষতেই পিছনে বসা যুবক ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে যান। বাইক চালক তীব্র গতিতে গার্ডওয়ালে ধাক্কা খান, সেখানেই তাঁর মৃত্যু হয়। মহেশতলা থানার পুলিশ দুই যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।
ফের শহরে মিলল ভুয়ো কল সেন্টারের হদিশ। মোবাইলের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রতারণার কারবার চলছিল বলে অভিযোগ। সিআইডি-র হাতে গ্রেফতার দুই মহিলা-সহ ১১। ফুলবাগানে এমনই এক কল সেন্টারের সন্ধান পায় সিআইডি। অভিযোগ, মোবাইলের টাওয়ার বসানোর নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। বোলপুরে দায়ের হওয়া অভিযোগের সূত্র ধরে গতকাল রাতে ওই কল সেন্টারে অভিযান চালায় সিআইডি।
পর পর ২ কন্যাসন্তান হওয়ায় কালনায় নারকীয় অত্যাচারের অভিযোগ। স্বামীর বিরুদ্ধেই স্ত্রীর উপর নারকীয় অত্যাচারের অভিযোগ। শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নারকীয় অত্যাচারের অভিযোগ। বিবাহ বিচ্ছেদে রাজি না হওয়ায় নারকীয় নির্যাতনের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় কালনা হাসপাতালে ভর্তি মহিলা।
ফের লাক্সারি ট্যাক্সির চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। সল্টলেক থেকে হাওড়া যাচ্ছিলেন ২ মহিলা। ট্যাক্সির চালকের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। গাড়ি লক করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। চারু মার্কেট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মনোজ কুমার বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অভিযুক্তের পরিবারের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
লরির ধাক্কায় প্রাণ গেল এক বাইক আরোহীর। জখম হয়েছেন আরও এক যুবক। শনিবার বেলা ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে হরিশচন্দ্রপুর থানার তুলসিহাটা অঞ্চলের কুস্তরিয়া গ্ৰামের কাছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। লরিটিকে আটক করেছে পুলিশ।
শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের জন্য তৃণমূলের আবেদন পাঠানো হল লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে। এর আগে শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুনীল মণ্ডল লোকসভার অধ্যক্ষকে চিঠিতে জানান, তৃণমূলের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝি হয়েছিল। পাশাপাশি, চিঠি লিখে তৃণমূল নেতৃত্বের কাছেও ক্ষমাপ্রার্থনা করেন বর্ধমান পূর্বের সাংসদ। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের বিষয়টি নিয়ে আর অগ্রসর হচ্ছে না দল।
টোটো চুরি চক্রের ৬ পান্ডাকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে চোরাই পাঁচটি টোটো। মালদা শহর থেকে টোটোগুলি চুরি করে লেদে নিয়ে গিয়ে বিভিন্ন পরিকাঠামো পরিবর্তন করে বিক্রি করা হত।
মর্মান্তিক ! বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হল দুই বৃদ্ধার। কোচবিহার মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জ বাজার সংলগ্ন এলাকার ঘটনা। মৃতদের নাম মীরা দে (৭০) ও সাধনা বোস (১০০)। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ।
শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের জন্য তৃণমূলের আবেদন পাঠানো হল লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে। এর আগে শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুনীল মণ্ডল লোকসভার অধ্যক্ষকে চিঠিতে জানান, তৃণমূলের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝি হয়েছিল। পাশাপাশি, চিঠি লিখে তৃণমূল নেতৃত্বের কাছেও ক্ষমাপ্রার্থনা করেন বর্ধমান পূর্বের সাংসদ। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের বিষয়টি নিয়ে আর অগ্রসর হচ্ছে না দল।
ফের লাক্সারি ট্যাক্সির চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। সল্টলেক থেকে হাওড়া যাচ্ছিলেন দুই তরুণী। অভিযোগ, অ্যাপ ক্যাব চালক তরুণীদের কুপ্রস্তাব দেয়। গাড়ি লক করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
ত্রিকোণ প্রেমের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাটে ধুন্ধুমার। তদেহ ঘিরে পুলিশের সঙ্গে মৃতার পরিবারের খণ্ডযুদ্ধ। আহত এক পুলিশ কর্মী। মৃতের নাম মরিয়ম বিবি। স্থানীয় সূত্রে খবর, ১৫ বছর আগে মরিয়মের বিয়ে হয় আরশাদ আলি মোল্লার সঙ্গে। অভিযোগ, প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীর ওপর অত্যাচার চালাতেন আরশাদ। আজ সকালে মরিয়মকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। স্বামী পলাতক, প্রতিবেশী মহিলাকে আটক করেছে কাশীপুর থানার পুলিশ।
মালদার ইংরেজবাজার পুরসভার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে জোট-জল্পনায় ইতি। গতকাল পথসভা চলাকালীন ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট। জোট নিয়ে কংগ্রেস কোনও বার্তা দেয়নি, বামেদের তরফেও কোনও বার্তা দেওয়া হয়নি। দাবি জেলা সিপিএম নেতৃত্বের। বামেদের এই সিদ্ধান্তকে হঠকারী বলে দাবি করেছে কংগ্রেস। তাদের দাবি, পুরভোটে আসন সমঝোতা না হওয়ায় সুবিধা পাবে শাসকদল। যদিও বাম-কংগ্রেসের জোট ভেস্তে যাওয়াকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি।
ভোটের দিন ঘোষণার আগেই উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভায় প্রার্থী হওয়া নিয়ে পুর প্রশাসক ও প্রাক্তন পুর প্রশাসকের সংঘাত। ১৫ নম্বর ওয়ার্ড সংরক্ষিত হয়ে যাওয়ায় এবার ১১ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন পুর প্রশাসক মানিক দত্ত। তৃণমূলের জেলা সভাপতি ও প্রাক্তন পুর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকেই প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। বিজেপির কটাক্ষ, উন্নয়ন নয়, তৃণমূলে চেয়ার দখলের লড়াই চলছে।
এবার কোচবিহারে বিজেপির নতুন জেলা কমিটি ঘিরে ক্ষোভ। প্রাক্তন জেলা সম্পাদক রাজু রায়কে জয়েন্ট অফিস সেক্রেটারি করায় ফেসবুকে তির্যক মন্তব্য বিজেপি নেতার। নতুন কমিটি নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ দলের একাধিক নেতা, কর্মীর। গতকাল কোচবিহারে নতুন জেলা কমিটি ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। ২৪ জনের কমিটিতে ৮ জন সহ সভাপতি, ৪ জন সাধারণ সম্পাদক এবং ৮ জন সম্পাদক রয়েছেন। এবার নতুন করে কমিটিতে ২ জন অফিস সেক্রেটারি রাখা হয়েছে। কমিটিতে জয়েন্ট অফিস সেক্রেটারি হিসেবে তাঁর নাম থাকায় প্রাক্তন জেলা সম্পাদক ফেসবুকে পোস্ট করেন, আমি মুক্ত বিহঙ্গ। তাঁর কটাক্ষ, নিজেদের দূরদর্শিতার প্রমাণ দিয়েছে নতুন কমিটি। বিজেপি নেতৃত্বের দাবি, সকলের সঙ্গে আলোচনা করেই কমিটি গঠন করা হয়েছে।
ফের মুখ্যসচিবকে তলব রাজ্যপালের। সোমবার সকাল ১১টায় রাজভবনে তলব। বিরোধী দলনেতাকে নেতাই সফরে বাধাদানের অভিযোগ। গত ৭ জানুয়ারি শুভেন্দুকে বাধাদানের অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে তথ্য জানতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের। ট্যুইটে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়
বেআইনি কয়লা মজুতকে কেন্দ্র করে বীরভূমের লোকপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪। গতকাল পুলিশি অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় লোকপুর। ডাম্পার পোড়ানো থেকে শুরু করে পুলিশের গাড়ি ভাঙচুর হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আজ সকালেও থমথমে গোটা গ্রাম। রাস্তায় পোড়া ডাম্পার। পুলিশি ধরপাকড়ের ভয়ে কার্যত ফাঁকা গ্রামের রাস্তাঘাট।
ভাড়াটে উচ্ছেদকে কেন্দ্র করে হাওড়ায় জগাছার উনসানি এলাকায় উত্তেজনা। অভিযোগ, গতকাল রাতে বুলডোজার এনে বেশ কয়েকটি ঘর ভেঙে গুঁড়িয়ে দেন জমির মালিক। ভাড়াটেরা বাধা দেওয়ায় তুলকালাম বেধে যায়। বুলডোজারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। জগাছা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় হুলিয়া জারি। পলাতকদের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। দত্তপুকুরে খুনের ঘটনায় ৬ পলাতকের বিরুদ্ধে হুলিয়া জারি।
জগদ্দলে খুনের ঘটনায় ৩ পলাতকের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। পলাতকদের ধরতে পারলে মাথা পিছু ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা।
বিধাননগর পুরভোটের প্রচারে দিলীপ ঘোষকে বাধা পুলিশের। এদিন কেষ্টপুরের জগৎপুরে ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবব্রত হালদারের সমর্থনে প্রচারে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। কোভিড বিধি ভেঙে ৫ জনের বেশি সমর্থক নিয়ে প্রচারের অভিযোগে দিলীপ ঘোষকে আটকায় পুলিশ। এর আগে আজ ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভজিৎ দাস ও ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী স্বপন শিকদারের সমর্থনেও প্রচার করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।রাস্তার ধারে চায়ের আসরে চলে জনসংযোগ। ভয় দেখিয়ে ভোট করানোর চেষ্টা চলছে। নিরপেক্ষ ভোট হলে বিজেপি জিতবে। রাজ্যজুড়ে আতঙ্কের পরিবেশ। মন্তব্য দিলীপ ঘোষের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তৃণমূলে যোগ দিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য ও CITU নেতা রবিন রাই। গতকাল শিলিগুড়িতে আইনমন্ত্রী মলয় ঘটক ও INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তরাই-ডুয়ার্সের চা বাগানের ওই CITU নেতা। যদিও সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর দাবি, আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত কমিশনের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারায়, রবিন রাইকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রাণহানির আশঙ্কায় ফেসবুক লাইভে কেঁদে ফেললেন কোচবিহারের হাড়িভাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল প্রধান। নেপথ্যে কাটমানি, খোঁচা বিজেপির। দলের কেউ যুক্ত থাকলে ব্যবস্থা, আশ্বাস তৃণমূলের
কোচবিহারে জেলা কমিটি গঠন করল বিজেপি। ২৪ জনের কমিটিতে ৮জন সহ-সভাপতি, ৪ জন সাধারণ সম্পাদক এবং ৮ জন সম্পাদক রয়েছেন। নতুন কমিটিতে রাখা হয়েছে অফিস সেক্রেটারির পদও।
বাড়িতে ঢুকে মহিলাদের ‘হুমকি’ তৃণমূল নেতার। রিষড়ার তৃণমূল কো-অর্ডিনেটরের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। অভিযুক্ত সাকির আলি তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। নাসিম আখতার নামে এক স্কুল শিক্ষকের দাবি, এই ভিডিও ২০২১ সালের। অভিযোগ, ওই শিক্ষকের বাড়িতে ঢুকে হুমকি দেন সাকির আলি।শিক্ষকের কাছ থেকে সাকির আলি তোলাও চান বলে অভিযোগ। ‘এক মহিলাকে ন্যায় বিচার পাইয়ে দিতেই সেখানে গিয়েছিলাম’। ‘ওই শিক্ষক বাড়িটি জবরদখল করেছিলেন’। পাল্টা দাবি অভিযুক্ত তৃণমূল কো-অর্ডিনেটরের। প্রয়োজনে সিআইডি তদন্ত করুক, দাবি সাকির আলির। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ফের শহরে মিলল ভুয়ো কল সেন্টারের হদিশ। মোবাইলের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রতারণার কারবার চলছিল বলে অভিযোগ। সিআইডি-র হাতে গ্রেফতার দুই মহিলা-সহ ১১। ফুলবাগানে এমনই এক কল সেন্টারের সন্ধান পায় সিআইডি। অভিযোগ, মোবাইলের টাওয়ার বসানোর নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। গতকাল রাতে ওই কল সেন্টারে অভিযান চালায় সিআইডি।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন। কোভিড ওয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক রোগীর। ভোর সাড়ে ৪টে নাগাদ কোভিড ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগুন লাগে। আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীরা। পরে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মশা মারার ধূপ অথবা লাইটার থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।
এবার নদিয়া নতুন জেলা কমিটি নিয়ে ক্ষোভ বিজেপির। বাদ ৩ বারের সাধারণ সম্পাদক। এলাকার ভোটার নন, তাই বাদ, দাবি বিজেপি সাংসদের। পারলে প্রমাণ করুন, পাল্টা নিরঞ্জন।
বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার শুনানি শেষ। মুকুল রায় এখনও বিজেপিতেই আছেন, শুনানিতে দাবি তাঁর আইনজীবীর। নিজের ট্যুইটার হ্যান্ডেলেই মুকুল রায় দাবি করেন, তিনি তৃণমূলে আছেন।পাল্টা দাবি বিজেপির আইনজীবীর। সামনের সপ্তাহেই রায় ঘোষণার সম্ভাবনা।
হাওড়ায় কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু ট্র্যাফিক কনস্টেবলের। মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু।
প্রেক্ষাপট
ফেব্রুয়ারি মাস থেকেই দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) থেকে মিলবে করোনা টিকা। করা হবে ডায়াবেটিস (Diabetes), মুখের ক্যানসার (Mouth Cancer), চোখ পরীক্ষাও। দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের পরিকাঠামো তৈরির নির্দেশ। জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ স্বাস্থ্য দফতরের। ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সাঁকরাইল থানার অন্তর্গত চুনাভাটি এলাকায় গৃহবধূকে মারধর করে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিলো গত ২০ শে জানুয়ারি।এই ঘটনায় দুষ্কৃতীরা এখনও অধরা।তবে তাদের চিহ্নিত করতে এবার স্কেচ আঁকাল পুলিশ।নির্যাতিতা গৃহবধূর কাছে দুষ্কৃতীদের বর্নণা শুনে দুই দুস্কৃতির স্কেচ আঁকায় পুলিশ।বিভিন্ন থানায় এই স্কেচ পাঠিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।
পিকআপ ভ্যান উল্টে নয়ানজুলিতে। আহত ২০ জন শ্রমিক। চার জনের আঘাত গুরুতর। আহত দের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে।
নয়াগ্রামের টুপুরিয়া গ্রামের চল্লিশ জন শ্রমিক পিকআপ ভ্যানে করে পার্শ্ববর্তী ললাট গ্রামে ধান রুইতে গিয়েছিলেন। ফেরার পথে কেশিয়ারি ব্লকের আমতলা গ্রামের কাছে পিকআপ ভ্যান উল্টে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপভ্যানটি নয়নজুলিতে গিয়ে পড়ে।
প্রায় দু’বছর ধরে বন্ধ থাকা খিদিরপুর রুটে ট্রাম চলাচল ফের চালু করার আশ্বাস দিলেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি জানিয়েছেন, শীঘ্রই এই বিষয়ে পরিবহণমন্ত্রীকে রিপোর্ট দেবেন তিনি। ২০২০ সালের মে মাসে আমফানের জেরে খিদিরপুর রুটে অধিকাংশ ক্ষেত্রেই ট্রামের ওভারহেডের তার ছিড়ে যায়। তারপর থেকেই এই রুটে ট্রাম চলাচল বন্ধ ছিল। ফের ট্রাম পরিষেবা শুরুর দাবিতে বিক্ষোভও হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -