WB Live News Updates: ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় আদালতের দ্বারস্থ বিশ্বভারতীর অধ্যাপিকা
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
ছুটির আবেদন মঞ্জুর না হওয়ায় আদালতের দ্বারস্থ বিশ্বভারতীর অধ্যাপিকা। ৭২ ঘণ্টার মধ্যে ছুটির আবেদন মঞ্জুর করতে হবে কর্তৃপক্ষকে, নির্দেশ হাইকোর্টের। বিশ্বভারতীর ইংরেজি বিভাগের অধ্যাপিকা শাওনা বারিক ছুটির আবেদন করেছিলেন। অধ্যাপকের সংখ্যা কম থাকায় ছুটি দেওয়া সম্ভব নয়, জানায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৭২ ঘণ্টার মধ্যে ছুটির আবেদন মঞ্জুর করতে হবে কর্তৃপক্ষকে, নির্দেশ হাইকোর্টের।
সরকারি হাসপাতালে ভর্তির নামে দালাল চক্রের হদিশ। এনআরএস, এসএসকেএম সহ সরকারি হাসপাতালে ভর্তির নামে দালাল চক্র। কলকাতা গোয়েন্দা পুলিশের অভিযান, গ্রেফতার ৫।
ডিএ আন্দোলনের মঞ্চে অসুস্থ এক অনশনকারী। ডিএ আন্দোলনের মঞ্চে অসুস্থ অনশনকারী ভাস্কর ঘোষ। শ্বাসকষ্টের সমস্যার জন্য নিয়ে যাওয়া হল ঢাকুরিয়া আমরিতে।
ফের টাকার পাহাড়ের হদিশ। হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ প্রায় ৪০ লক্ষ টাকা। ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার। একজনকে আটক করল আরপিএফ।
পার্ক সার্কাসে দোকানে আগুন। এজেসি বোস রোড ফ্লাইওভারের মুখে দোকানে আগুন। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত দোকান। গ্যাস লিক থেকে আগুন, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। কী কারণে আগুন, খতিয়ে দেখছে দমকল।
রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় বেআইনি জলাভূমি ভরাটের অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত রাজপুর-সোনারপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার। চেয়ারম্যানের নির্দেশে গিয়ে তথ্য সংগ্রহ করছিলেন রাজপুর-সোনারপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার। ২ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের নেতৃত্বে তাঁর অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। থানা ও পুরসভার কাছে অভিযোগ দায়ের রাজপুর-সোনারপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার। ধাক্কাধাক্কি, মারধরের পর রড দিয়ে মেরে খুনের চেষ্টা, অভিযোগ পুরসভার আধিকারিকের। এই ধরণের ঘটনা ঘটেনি, মিথ্যা অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের।
এই প্রথমবার ব্যালট বক্সে থাকছে কিউ আর কোড, রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। কিউ আর কোড থাকায় ব্যালট বক্সের গতিবিধি সহজেই নিয়ন্ত্রণে করা যাবে। ব্যালট বক্স বেরনোর পর কখন কোথায় যাচ্ছে, কোথায় পৌঁছচ্ছে? এক নিমেষে প্রযুক্তির মাধ্যমে জানা যাবে অবস্থান, রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।
ফের বোমায় রক্তাক্ত শৈশব। বীরভূমের মল্লারপুরে বোমা ফেটে গুরুতর জখম ৪ শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, আহত ৪ শিশু। আশঙ্কাজনক অবস্থায় ২ শিশুকে পাঠানো হল রামপুরহাট মেডিক্যাল কলেজে।
'কালীঘাটের কাকু' বলা গোপাল দলপতিকে সিবিআই তলব। সকাল ১১টায় নিজাম প্যালেসে তলব, এখনও যাননি গোপাল দলপতি। নির্ধারিত সময়ের পর ৬ ঘণ্টা পার, এখনও হাজির হননি গোপাল দলপতি।
মানিকের পর জেল হেফাজতে স্ত্রী-ছেলে। খারিজ জামিনের আর্জি, মানিকের স্ত্রী-ছেলের জেল হেফাজত। নিয়োগ দুর্নীতি মামলায় ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের
মানিকের পর জেল হেফাজতে স্ত্রী-ছেলে। খারিজ জামিনের আর্জি, মানিকের স্ত্রী-ছেলের জেল হেফাজত। নিয়োগ দুর্নীতি মামলায় ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের
মানিকের পর জেল হেফাজতে স্ত্রী-ছেলে। খারিজ জামিনের আর্জি, মানিকের স্ত্রী-ছেলের জেল হেফাজত। নিয়োগ দুর্নীতি মামলায় ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের
বকেয়া ডিএ-র দাবিতে ১০ মার্চ সরকারি কার্যালয়ে ধর্মঘটের ডাক। ৯ মার্চ মাদ্রাসার পরীক্ষা থাকায় সিদ্ধান্ত বদল। ৯ মার্চ নয়, সরকারি কার্যালয়ে ১০ মার্চ ধর্মঘটের ডাক। জরুরি পরিষেবায় ছাড়। সরকারি অফিস, আদালত, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক। রাজ্য সরকারকে নোটিস দেওয়া হবে, জানাল সংগ্রামী যৌথ মঞ্চ।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাহাড়ে বন্ধ স্থগিত। বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে আগামীকাল ১২ ঘণ্টার পাহাড় বন্ধ হচ্ছে না। এই খবরে খুশির হাওয়া ম্যালে। কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সাধারণ মানুষের কথা ভেবেই বন্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিনয় তামাং।
প্রেসিডেন্সি জেলে আহত পার্থ চট্টোপাধ্যায়। মুখে চোট লেগেছে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এসএসকেএমের চিকিৎসকেরা পরীক্ষা করেন পার্থ চট্টোপাধ্যায়কে। আঘাত গুরুতর নয়, জানালেন চিকিৎসকেরা।
পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙড়ে বস্তাভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ গতকাল রাতে অভিযান চালায়। ভাঙড় ২ নম্বর ব্লকের বানিয়াড়া এলাকায় একটি কলাবাগানের মধ্যে এক বস্তা বোমা মেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, তার সন্ধান চালাচ্ছে কাশীপুর থানার পুলিশ।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৮ বছরের বালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ সৎ মা-র বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়ার বাবা গতকাল বাড়ি ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে রাতে ৮ বছরের মেয়েকে শ্বাসরোধ করেন খুন করেন সৎ মা। সকালে বাবা বাড়ি ফিরতেই বিষয়টি জানাজানা হয়। অভিযুক্ত সৎ মা-র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
এবার সিলেবাস বদলের বার্তা বিচারপতির। নবম-দশমের সিলেবাস দেখিয়ে রাজ্যের এজি-র উদ্দেশে বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'নবম-দশম শ্রেনির সিলেবাস ৪ বছরেরও বেশি পুরনো। অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাসে সংস্কার করুক রাজ্য। চলতি বছরে ৪ লক্ষ পরীক্ষার্থী কম বসছে মাধ্যমিক পরীক্ষায়। সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্যের শিক্ষা দফতর। আইসিএসই, সিবিএসই বোর্ডের থেকে কোনও অংশে কম নয় আমাদের মাধ্যমিক বোর্ডের পড়ুয়ারা। শুধু শিক্ষক নিয়োগ হলে তাতে লাভ কী হবে! সিলেবাসে বদল এনে রাজ্য নতুন কিছু ভাবুক' রাজ্যের এজি-কে সামনে রেখে বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর।
'তাপস মণ্ডলকে চিনি না, আর আমার কর্মস্থল নিউ আলিপুর। তাই কালীঘাটের কাকু কোথা থেকে এল, বলা সম্ভব নয়। যাঁরা বলছেন, তাঁরাই এই ব্যাখ্যা দিতে পারবেন। তাপস মণ্ডলই বলছেন আমায় চেনেন না। সিবিআই-ইডি আছে, তারা দেখুক, আমার পক্ষে বলা সম্ভব নয়', নিয়োগ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ নস্যাৎ সুজয় ভদ্রর।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় মা নম্বর ওয়ান প্রতিযোগিতার আয়োজন করলেন তৃণমূলের ব্লক সভাপতি। বিজয়িনীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। পঞ্চায়েত ভোটের আগে প্রচার কাড়ার চেষ্টা, শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। বিরোধীদের চোখে ছানি পড়লে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।
এবার ডিএ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'সমহারে ডিএ চাইছেন সরকারি কর্মীরা। তাহলে রাজ্যের বিধায়করা কেন্দ্রীয় হারে ভাতা পাবেন না? সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো কি হাইকোর্টের বিচারপতিরা সমহারে ডিএ পাবেন?', প্রশ্ন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তবে রাজ্যকে আর এই পরামর্শ দিতে নারাজ কল্যাণ।
'টাকা নেই তাও চাকরির টাকা বন্ধ হয়েছে? পেনশন একমাত্র বাংলা দেয়, কেউ দেয় না। ১ লক্ষ ৬১ হাজার কোটি খরচ হয়েছে ডিএ দিতে',
শিলিগুড়ির সভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর
আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গ্রেফতারি মামলায় হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য। একটা ঘটনায় ৮৮ জন গ্রেফতার? প্রতিরোধমূলক গ্রেফতারির ক্ষেত্রের এতদিন ধরে ৮৮ জন জেলে? এই ধরনের ঘটনায় ১-২ জন নেতাকে হেফাজতে নিলে ঠিক আছে, কিন্তু ৮৮ জন? এই ৮৮ জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো? রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
বকেয়া ডিএ-র দাবিতে দুদিনের কর্মবিরতির পর এবার ৯ মার্চ সরকারি কার্যালয়ে বনধের ডাক। কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠকে সিদ্ধান্ত। অন্যদিকে বকেয়া DA-র দাবিতে অনশনের আজ ১৩ তম দিন। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে বুধবার মধ্যাহ্নভোজের বিরতিতে সমস্ত দফতরে ধিক্কার দিবস পালন করবেন রাজ্য সরকারি কর্মীরা।
মানিক ভট্টাচার্যর স্ত্রী ও ছেলেকে ধমক দিলেন ইডি-র বিশেষ আদালতের বিচারক। এজলাসে বসে কথা বলছিলেন মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। বিচারক তাঁদের উদ্দেশ্যে বলেন, এমন আচরণ করবেন না। আপনারা স্বাধীন নন। অনেক কথা বলছেন। এরকম করলে কলকাতা পুলিশকে ডেকে হাজতে পাঠিয়ে দেব। মানিকের স্ত্রী ও ছেলেকে ভর্ৎসনা করেন ইডি-র বিশেষ আদালতের বিচারক।
কাল পাহাড়ের বন্ধ স্থগিত। কালকের বন্ধ স্থগিত করার সিদ্ধান্ত বিনয় তামাংদের। কাল থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। সাধারণ মানুষের স্বার্থে বন্ধ স্থগিত রাখার সিদ্ধান্ত, জানিয়েছে বিনয়রা।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৮ বছরের বালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ সৎ মা-র বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়ার বাবা গতকাল বাড়ি ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে রাতে ৮ বছরের মেয়েকে শ্বাসরোধ করেন খুন করেন সৎ মা। সকালে বাবা বাড়ি ফিরতেই বিষয়টি জানাজানা হয়। অভিযুক্ত সৎ মা-র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম। ওই নেতার
PA-র অ্যাকাউন্ট থেকে ৩৯ লক্ষ টাকা জমা পড়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর সংস্থার অ্যাকাউন্টে।
সিবিআইয়ের জেরায় বিস্ফোরক দাবি করলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সিবিআই সূত্রে খবর, গতকাল গোপালের মুখোমুখি বসে জেরায় কু্ন্তল দাবি করেন, চাকরি-বিক্রির ৬১ লক্ষ টাকা জমা পড়েছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর সংস্থার অ্যাকাউন্টে। এর মধ্যে ৩৯ লক্ষ টাকা এসেছে উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতার PA-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। সিবিআইয়ের দাবি, বিভিন্ন জায়গা থেকে এই টাকা জমা পড়েছিল। টাকার উৎস কী, তা জানতে আজ ফের গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
লন্ডন-যাত্রা নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক ভট্টাচার্য। এমনই দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি,
অভিবাসন দফতরে দেওয়া সৌভিকের বয়ানের সঙ্গে ইডি-র কাছে দেওয়া বয়ান মিলছে না। ২০১৭-র মে ও জুলাই মাসে ২ বার লন্ডন যান মানিক-পুত্র সৌভিক। প্রথমে লন্ডন-যাত্রার কথা গোপন করার চেষ্টা করেন। এরপর পাসপোর্ট দেখিয়ে জিজ্ঞাসা করা হলে লন্ডন যাত্রার কথা ভুলে গিয়েছিলেন বলে দাবি করেন মানিক-পুত্র।
পরে দাবি করেন, পড়াশোনার জন্য লন্ডন গিয়েছিলেন। যদিও ইডি-র দাবি, অভিবাসন দফতরে রেসিডেন্সিয়াল পারপাসে লন্ডন-যাত্রার কথা জানিয়েছিলেন মানিক-পুত্র। কেন তথ্য গোপন করেছিলেন সৌভিক, জানতে চাইছে ইডি, খবর সূত্রের।
২৭ ফেব্রুয়ারি মেঘালয় বিধানসভার ভোট। তার আগে আজ শেষ দফার প্রচারে রাজাবালা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ সভা শুরু হওয়ার কথা। এই সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভা ভোটের আগে এই নিয়ে তৃতীয়বার মেঘালয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের আগে কংগ্রেসের স্বস্তি। কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস নেতা সাহিদুর রহমান। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, কংগ্রেস নেতাকে সপ্তাহে ৩ দিন তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। সব ছবি ও ফুটেজ দিতে হবে পুলিশকে। পাশাপাশি, সাগরদিঘির কংগ্রেস নেতাকে পুলিশি তদন্ত সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সম্প্রতি ধর্ষণ মামলায় কংগ্রেস নেতা সাহিদুর রহমানকে গ্রেফতার করে সাগরদিঘি থানার পুলিশ। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস।
স্বাস্থ্যসাথী প্রকল্পে মালদা ও মুর্শিদাবাদ জেলায় বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দফতর। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে, বিশেষ অনুমতি থাকলে এ ধরনের অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে করা যাবে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, মালদা ও মুর্শিদাবাদ জেলায় সরকারি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের পরিকাঠামো যথেষ্ট উন্নত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি থাকলে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার করা যাবে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
উত্তর ২৪ পরগনার জগদ্দলে তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার। করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। গত রবিবার জগদ্দল থানার ঢিলছোড়া। দূরত্বে ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক সাউয়ের ওপর হামলার ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নেন শাসকদলের ওই নেতা। এই ঘটনায় গতকাল রাতে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ।
বেল না কি জেল? কী আছে মানিক ভট্টাচার্যর স্ত্রী ও ছেলের ভাগ্যে? আজ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যর স্ত্রী, ছেলে ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ইডি-র মামলায় আত্মসমর্পণ করে জামিন-আবেদনের শুনানি হবে নগর দায়রা আদালতে। ইডি-র দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপার সঙ্গে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট ও মানিক-পুত্র সৌভিকের দুটি সংস্থার অ্যাকাউন্টে চাকরি-বিক্রির টাকা ঢুকেছিল। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মানিক। গত রবিবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ৫ বছরের শিশুর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। গতকাল রাতে বাড়ি থেকেই উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্রে কলকাতায় থাকেন শিশুর বাবা। মায়ের সঙ্গে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই শিশুকে খুন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। মৃত শিশুর মা-সহ ৩ জনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ।
হুগলির পাণ্ডুয়ায় গাড়ি চালককে গুলি করে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি বিহারের আরা জেলায়। অভিযোগ, গতকাল সকালে জনবহুল জিটি রোডে গাড়ি থামিয়ে চালক উদয়ন বিশ্বাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ৪ দুষ্কৃতী। গাড়ি ছিনতাই করে পালানোর সময়, খন্ন্যানের কাছে পুলিশ পথ আটকায়। এক দুষ্কৃতী ধরা পড়লেও, বাকিরা পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধমূলক কাজের জন্যই গাড়ি ছিনতাই করা হয়েছিল। এই ঘটনায় ছিনতাই ও খুনের মামলা রুজু হয়েছে।
বসন্তের শুরুতেই চড়ছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সকালের দিকে আংশিক মেঘলা থাকছে আকাশ। বেলা বাড়লেই চড়া রোদ জানান দিচ্ছে, দুয়ারে গ্রীষ্ম। উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত স্কুল পড়ুয়াদের পচা বিরিয়ানি দেওয়ার অভিযোগ উঠল
শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে। গতকাল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার আগে পড়ুয়াদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। পড়ুয়াদের অভিযোগ, প্য়াকেট খুলতেই পচা গন্ধ বেরোয়। বাসি বিরিয়ানি দেওয়া হয়েছে বলে পড়ুয়ারা অভিযোগ করে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও শিলিগুড়ির মেয়র তথা শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি গৌতম দেবের দাবি, এরকম কোনও ঘটনা ঘটেনি। পড়ুয়াদের ঠিকঠাকই খাবার দেওয়া হয়েছিল। এরপর সভার মাঝখানে মুখ্যমন্ত্রী খোঁজ নেন পড়ুয়াদের খাওয়া হয়েছে কি না। শেষপর্যন্ত প্রশাসনের তরফে খাবারের ব্যবস্থা করা হয়।
পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙড়ে বস্তাভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ গতকাল রাতে অভিযান চালায়। ভাঙড় ২ নম্বর ব্লকের বানিয়াড়া এলাকায় একটি কলাবাগানের মধ্যে এক বস্তা বোমা মেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, তার সন্ধান চালাচ্ছে কাশীপুর থানার পুলিশ।
বেহালার পলিটেকনিক পড়ুয়ার রহস্যমৃত্যু। হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল ৭ দিন ধরে নিখোঁজ ছাত্রের পচাগলা মৃতদেহ। বছর ১৯-এর হার্দিক দাস বেহালার সেনহাটি কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্ঞান ঘোষ পলিটেকনিকের প্রথম বর্ষের পড়ুয়া হার্দিক গত ১৪ ফেব্রুয়ারি কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায়, বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ শাসক নেতার। খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন কাজল শেখ। 'বাড়ি থেকে বেরনোর সময় মা শঙ্কিত থাকেন। হয়ত ছেলেটা আর ফিরে আসবে না। আমার ঘরে ও বাইরে শত্রু, আমি জানি। যে কোনও মুহূর্তে, যে কোনও স্থানে আমার প্রাণহানি ঘটতে পারে। আমি এসবে ভয় করি না', এমনই দাবি বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের।
চাকরি বাতিল ও নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে গেলেন SSC'র বরখাস্ত হওয়া গ্রুপ ডি কর্মীরা। ওএমআর শিট দুর্নীতি মামলায় সম্প্রতি এক হাজার নশো এগারো জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের রায়ে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায়, শীর্ষ আদালতে চাকরিহারারা।
কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথমবার গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল এই রহস্য়ময় চরিত্রের কথা! এবার সেই কালীঘাটের কাকুর নাম বললেন সিবিআইয়ের হাতে ধৃত তাপস মণ্ডল। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই স্ক্যানারে রয়েছেন বিভাস অধিকারী নামের এক ব্যক্তিও। ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তলের দাবি, এই বিভাস অধিকারী তাপস মণ্ডলের মতোই একজন।
প্রেক্ষাপট
বকেয়া ডিএ-র (DA Protests) দাবিতে দুদিনের কর্মবিরতির পর এবার ৯ মার্চ সরকারি কার্যালয়ে বনধের ডাক। কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠকে সিদ্ধান্ত।
বানারহাটের পর বাঁকুড়া (Bankura News)। অস্বস্তি বাড়ল তৃণমূলের (TMC)। বকেয়া ডিএ ও স্বচ্ছ নিয়োগের দাবিতে বাঁকুড়ায় তৃণমূলের শিক্ষা সেল থেকে ইস্তফা ৩২ জন শিক্ষকের।
শিক্ষকরা কি বাম আমলে পয়লা তারিখে বেতেন পেতেন ? ডিএ দিতে রাজ্যের ১ লক্ষ ৬১ হাজার কোটি টাকা খরচ। শিক্ষক, সরকারি কর্মীদের যতটা সম্ভব করি। বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
নিয়োগ দুর্নীতিতে (SSC Case) গোপাল দলপতির পর এবার তাপস মণ্ডলের (Tapas Mondal) মুখে কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই স্ক্যানারে বিভাস অধিকারী নামের ব্যক্তি, খবর সূত্রের।
নিজেই চাকরির জন্য ৩৭ জনের নাম সুপারিশ করেছিলেন। আদালতে নাম না করে উপেন বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চন্দনের আইনজীবী। কতটা প্রভাবশালী বোঝা যাচ্ছে। পাল্টা উপেন বিশ্বাস।
অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি বিক্রি করে ১৬ কোটির লেনদেন। বাগদার চন্দন ওরফে উপেন বর্ণিত রঞ্জনকে জেরায় চাঞ্চল্যকর তথ্য, দাবি সিবিআইয়ের।
চন্দন মণ্ডলকে হেফাজতে নিতে চান না, জামিন দিলে কান্নাকাটি? শুধু আটকাতে বিরোধিতা? ৯ মাস আগে এফআইআর, এখন বুঝছেন ধরা দরকার? সিবিআইকে ভর্ৎসনা বিচারকের।
প্রাথমিকের দুর্নীতির বিচারে নজিরবিহীন পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রুদ্ধদ্বার কক্ষে ২০১৪ র প্রাথমিকের প্রার্থীদের ইন্টারভিউয়ারদের ৩০ জনকে জিজ্ঞাসাবাদ।
বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব। প্রতিবাদে বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন পাহাড়ে ১২ ঘণ্টা বনধের ডাক হামরো পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চার।
নিশীথের বাড়ি ঘেরাওয়ের পাল্টা বিজেপির অভিষেকের বাড়ি ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধমার। জোড়া মিছিল আটকাল পুলিশ। গ্রেফতার বিজেপি কর্মী-সমর্থকরা। প্রতিবাদে বিক্ষোভ।
সিউড়ির সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টের তদন্তে নেমে প্রথম কোনও অ্যাকাউন্ট ফ্রিজ। অনুব্রত মণ্ডলের পরিচারকের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে লেনদেন বন্ধ। তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের ক্যাম্পেই মহিলা কনস্টেবলকে ধর্ষণে অভিযুক্ত কোম্পানি কম্যান্ডারের বিরুদ্ধে। সাসপেন্ড করে শুরু বিভাগীয় তদন্ত।
ফেসবুক পোস্টে কংগ্রেস ছাড়ার জল্পনা প্রসঙ্গে আবেগতাড়িত হয়ে মন্তব্য কৌস্তভ বাগচির। বলছেন, "ছাড়ব না, আবর্জনা তাড়াব।"
আসানসোল, গোয়ালপোখর, জগদ্দলের পর এবার পাণ্ডুয়া। ফের শ্যুটআউট। জিটি রোডের উপর এক ব্যক্তিকে গুলি করে খুন।
১ দুষ্কৃতী পাকড়াও।
ফের হাসপাতালে আগুন আতঙ্ক। মেডিকা হাসপাতাল চত্বরে স্টোররুমে আগুন। কাছেই জরুরি বিভাগ থাকায় সরানো হল রোগীদের। দমকলের ৪টি ই়ঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -