WB Live News Updates: 'মুখ্যমন্ত্রীর পার্সোনাল চেম্বারে কোনও মিটিংয়ে যাব না', দাবি শুভেন্দুর
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
বীরভূমের মাড়গ্রামের পর এবার নদিয়ার করিমপুরে ফাটল বোমা, আহত ছাত্র। নদিয়ার করিমপুরে বোমা ফেটে গুরুতর আহত একাদশ শ্রেণির ছাত্র। পরিত্যক্ত ব্যাগে বোমা, হাতে নিতেই বিস্ফোরণ, উড়ল ছাত্রের আঙুল
তথ্য কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের সংঘাত। বীরেন্দ্রকে তথ্য কমিশনার নিয়োগের প্রক্রিয়া নিয়ে আপত্তি শুভেন্দুর। রাজ্যপালের কাছে আপত্তি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
'তথ্য কমিশনার থেকে লোকায়ুক্ত সংক্রান্ত মিটিং মুখ্যমন্ত্রীর চেম্বারে হলে যাব না', রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর দাবি বিরোধী দলনেতার
আবার বোমা উদ্ধার বীরভূমে। এবার বীরভূমের রামপুরহাট থানার সাতঘরিয়া গ্রামের সরষে জমি পড়ে থাকতে দেখা যায় একটি বোমা। কিছুটা দুরেই পড়ে রয়েছে বোমা বাঁধার সুতলি ও বেশ কিছু উপকরণ । শনিবার সকালেই বীরভূমের মাড়গ্রাম থানার মাড়গ্রাম ও বসোয়া গ্রামে দুটি জায়গা থেকে প্রচুর পরিমান বোমা উদ্ধার হয়েছে । আর বিকেলে আবার বোমা পাওয়া গেল রামপুরহাট থানার সাতঘড়িয়া গ্রামে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।
এবার থেকে মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রিতদের আর রান্না করা খাবার দেওয়া হবে না, দেওয়া হবে শুকনো খাবার। শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যসচিব। ২১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত সকুল পড়ুয়াদের পচা বিরিয়ানি দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। এমনই পরিস্থিতিতে, শিলিগু়ড়ির ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, তাই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।
দিনহাটার ভেটাগুড়িকাণ্ডের জের, কোচবিহারে বিজেপি অফিসে হামলা। বিজেপির মণ্ডল সহ সভাপতি কৃষ্ণকান্ত বর্মনের বাড়িতে আগুন। তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ বিজেপি নেতার
দিন ১৫ ধরে সল্টলেকে বাড়িতে আটকে ছিলেন বছর ৭৫ এর বৃদ্ধ। স্থানীয়দের দাবি, দরজায় বাইরে থেকে তালা মেরে মেয়ে কাজের খোঁজে দিল্লিতে গিয়েছেন। অবশেষে শনিবার বিধাননগর উত্তর থানার পুলিশের উদ্যোগকে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জন্মথেকে দুই হাত ছেটো,দুটো হাত ছোটো থাকায় তাঁর নাম রাখা হয় জগন্নাথ।সমস্ত প্রতিকুলতাকে জয় করে পায়ের সাহায়্যে লিখে মাধ্যমিক দিচ্ছে জগন্নাথ।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ শুভেন্দু অধিকারী। 'কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা হয়েছে। তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। ওরা শুরু করেছে, আমরা শেষ করব'।
সকাল থেকে আলিপুরদুয়ার-১ নং ব্লকের পররপার গ্রাম পঞ্চায়েতের মনিয়ারপুর পাকড়িতলা, তপসিখাতা বসটারী এলাকায় একটি বাইসন আতঙ্ক ছড়িয়েছিল। চিলাপাতার জঙ্গল থেকে বেড়িয়ে আসা বাইসনটিকে নিয়ে সকাল থেকেই দুই বনদপ্তর, বক্সা এবং জলদাপাড়া বনকর্মীদের তৎপরতা ছিল। বাশ ঝাড়ের জঙ্গলে লুকিয়ে থাকা বাইসনকে খুজতে ড্রোন ক্যামেরারও সাহায্য নেওয়া হয়। কিন্তু কিছুতেই বাগে আনা যাচ্ছিল না বাইসনটিকে। কিন্তু বিকাল সাড়ে ৪টা নাগাদ ঘুম পাড়ানি গুলিতে কাবু করতে সক্ষম হয় বনদপ্তর। এরপর পুরুষ বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে চিলাপাতার জঙ্গলে।
মালদার হরিশ্চন্দ্রপুরে পণ্যবোঝাই লরি চালককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আইএনটিটিইউসি-র অঞ্চল সভাপতি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোষ্ঠীকোন্দলের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিযুক্ত শাসক-নেতা। সঙ্গদোষে স্বভাব নষ্ট বলে খোঁচা দিয়েছে বিজেপি। অস্বস্তিতে তৃণমূল।
দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, রাজভবনে শুভেন্দু। রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে রাজভবনে বিরোধী দলনেতা, খবর সূত্রের। বিকেল ৫.৩০ থেকে রাজ্যপালের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী
ঘন কুয়াশার জেরে কুলপিতে হুগলি নদীর চড়ায় ধাক্কা মেরে ডুবতে বসেছে বাংলাদেশি বার্জ। মৎস্যজীবীদের সাহায্যে ডুবন্ত বার্জ থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বার্জটি খিদিরপুর থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে যাচ্ছিল।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে জিনস ধোলাই কারখানায় বিস্ফোরণ। জখম হয়েছেন ৪ শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রাসায়নিকের ভুল মিশ্রণের ফলেই এই বিস্ফোরণ বলে অনুমান, আহত শ্রমিকদের। কারখানা সিল করে দিয়েছে পুলিশ। পলাতক কারখানা মালিক।
দিল্লিতে হদিশ মিলল গোপাল দলপতির । এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন এবিপি আনন্দকে। গোপালের দাবি, আসল তথ্য গোপন করে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কুন্তল ঘোষ হৈমন্তীর নাম সামনে আনছেন। নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর কোনও ভূমিকা নেই। এবিপি আনন্দের ক্যামেরার সামনে দাবি গোপাল দলপতি
নিশীথের কনভয়ে হামলা, পাল্টা হামলায় রণক্ষেত্র কোচবিহারের দিনহাটা। বাড়ির সামনে তৃণমূলের ধর্নার পরে এবার নিশীথের কনভয়ে হামলা। একজনও বিজেপি কর্মী যেন এলাকা ছাড়়তে না পারে, দিনহাটায় হুমকি উদয়নের। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপিকে, হুমকি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর
নিশীথ-সুকান্তদের ঘিরে বিক্ষোভ, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষ। বিজেপির সাংসদ-বিধায়কের বাড়ি ঘেরাওয়ের পাল্টা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি। তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 'মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে সব মন্ত্রীদের বাড়ি ঘেরাও করব', বাধ্য করলে মন্ত্রীদের গাছে বেঁধে রাখব, হুঙ্কার দিলীপ ঘোষের
দিনহাটায় আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। বোমা-পাথরবৃষ্টি, গাড়ি ভেঙে চুরমার। এলাকায় গুলি চলার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ
মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্রকাণ্ডে ফের অর্ন্তঘাত বলে দাবি করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় ইংরেজি প্রশ্নের ৩ পাতার ছবি প্রকাশের ঘটনায় ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি মালদা জেলা প্রশাসনকে জানিয়ে কীভাবে অন্তর্ঘাত হয়েছে, এই ঘটনায় কারা যুক্ত, তা দ্রুত জানাতে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
এবার প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজে অফলাইন রেজিস্ট্রেশনে কারচুপির হদিশ পেল সিবিআই। প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্লাস না করে, পরীক্ষা না দিয়ে টাকার বিনিময়ে মিলেছে সার্টিফিকেট
তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভা এলাকায় একের পর এক পুকুর ভরাটের অভিযোগ। মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও কীভাবে সম্ভব হচ্ছে? প্রাক্তন পুরপ্রধানের প্রশ্নে নিশানায় চলে এসেছেন বর্তমান পুরপ্রধান। তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। কটাক্ষ করেছে বিজেপি। জলাভূমি আগের অবস্থায় ফেরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।
উপনির্বাচনের আগে সরানো হল মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ওসি-কে। উপনির্বাচনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না অভিজিৎ সরকার, জানাল নির্বাচন কমিশন। সাগরদিঘি থানার নতুন ওসি হলেন নিমাই ঘোষ। হাওড়া কমিশনারেট থেকে তাঁকে আনা হল সাগরদিঘিতে। শুধু সরালে হবে।
বীরভূমের বগটুইয়ে এল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সঙ্গে রয়েছেন বিজেপির লিগাল সেলের প্রতিনিধিরা। অবসরপ্রাপ্ত বিচারপতি নরসীমা রেড্ডির নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্যের প্রতিনিধিদল মিহিলাল শেখ-সহ বগটুইকাণ্ডে স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। তার আগে সমবায় ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট গ্রাহকদের কয়েকজনের সঙ্গেও কথা বলেন তাঁরা।এরপর লাভপুরের দরবারপুরেও যাওয়ার কথা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের।
মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্রকাণ্ডে ফের অর্ন্তঘাত বলে দাবি করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় ইংরেজি প্রশ্নের ৩ পাতার ছবি প্রকাশের ঘটনায় ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি মালদা জেলা প্রশাসনকে জানিয়ে কীভাবে অন্তর্ঘাত হয়েছে, এই ঘটনায় কারা যুক্ত, তা দ্রুত জানাতে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
ভিনরাজ্যে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এ রাজ্যের ৭ জনের। গতকাল ওড়িশার জাজপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে।মৃত ৭ জনই উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়ার নেহালপুর সর্দারপাড়ার বাসিন্দা। পোলট্রি ফার্ম থেকে মুরগি নিয়ে কোম্পানির গাড়িতে ওড়িশায় যেতেন ওই ৭ জন। গতকাল রাস্তার ধারে দাঁড়িয়ে বাজার করার সময়, বেপরোয়া ট্রাক এসে তাঁদের পিষে দেয়। ৭ জনের মৃত্যুর খবর পৌঁছতেই শোকস্তব্ধ মাটিয়ার গ্রাম। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পোলট্রি ফার্মের গাড়ি চালকের। বাবার স্বপ্ন পূরণ করতে চোখের জল মুছে আজ মাধ্যমিক পরীক্ষায় বসে
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের চট্টা মাঝের পোল এলাকায় জিনস ধোলাইয়ের কারখানায় বিস্ফোরণ। জখম হন ৪ জন শ্রমিক। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। ডান চোখ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আহত শ্রমিকরা সকলেই শিলিগুড়ির বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত পৌনে ৩টে নাগাদ জিনস ধোলাই কারখানায় রাসায়নিকের ড্রামে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। কারখানার সামনের অংশ ভেঙে পড়ে। কারখানার মালিক পলাতক। কারখানা সিল করে দিয়েছে বিষ্ণুপুরের কালীতলা আশুতি থানার পুলিশ।
বাগুইআটিতে দুই মাধ্যমিক পরীক্ষার্থী খুনের ঘটনায় রাজসাক্ষী হতে চান এক অভিযুক্ত। বারাসাত আদালতে আবেদন জানালেন আইনজীবী। এখনও সিদ্ধান্ত জানায়নি আদালত।
কয়েক ঘণ্টার ব্যবধানে বীরভূমের মাড়গ্রামের দু'জায়গা থেকে বোমা উদ্ধার। বসোয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পাঁচিলের পাশ থেকে ঝোলা ভর্তি তাজা বোমা উদ্ধার। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
'নিখোঁজ' গোপাল দলপতির 'হদিশ'। টেলিফোনে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন এবিপি আনন্দকে। 'সিবিআইকে বলেই দিল্লি এসেছি'
'মামলা মিটিয়ে ৩-৪ দিনে ফিরব'। 'মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় নথি নিয়ে নেয় কুন্তল'। 'ব্যাঙ্ক স্টেটমেন্টে নমিনির জায়গায় লেখা ছিল হৈমন্তীর নাম'। 'সেই নাম দেখে হৈমন্তীর নাম বলছে কুন্তল'। 'নিজেদের কুকীর্তি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়েছে কুন্তল'। এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া গোপাল দলপতি।
এবার পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক কুন্তল ঘোষ। ইডি সূত্রে খবর, যুব তৃণমূল নেতার দাবি, জেলের মধ্যেই তাঁকে রীতিমতো শাসিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডি-র কাছে কুন্তল দাবি করেন, পার্থ তাঁর কাছে জানতে চান, কেন তাঁর নাম বলা হয়েছে? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছেন, জানতে চান পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্পর্কে কুন্তলের বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
চাকরি-বিক্রির শিকড় কতদূর ছড়িয়ে? এই নিয়ে তদন্ত চলাকালীন এবার প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজে অফলাইন রেজিস্ট্রেশনে কারচুপির হদিশ পেল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্লাস না করে, পরীক্ষা না দিয়ে টাকার বিনিময়ে মিলেছে সার্টিফিকেট। এমনকি, ২-৩ বছর আগের ব্যাকডেটেও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও বিভিন্ন প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজের কর্মীদের জিজ্ঞাসাবাদে এই তথ্য মিলেছে।
বছরখানেক আগে দুষ্কৃতী খুনের বদলা নিতেই উত্তর ২৪ পরগনার জগদ্দলে তৃণমূল নেতাকে গুলি করা হয়। এমনই দাবি করল জগদ্দল থানার পুুলিশ। গতকাল নৈহাটি থেকে নিহত দুষ্কৃতীর। ভাই সুজল প্রসাদ-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, বছর খানেক আগে খুন হয় দুষ্কৃতী আকাশ। প্রসাদ। তার খুনের বদলা নিতেই গত রবিবার ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক সাউয়ের ওপর বোমা-গুলি নিয়ে হামলা চলে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ৬ অভিযুক্তের মধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজ চলছে।এর আগে ঘটনার দিনই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দাবি করেন, আকাশ প্রসাদ খুনের বদলা নিতেই তৃণমূল নেতার ওপর হামলার ঘটনা ঘটে।
আসল তথ্য গোপন করে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই কুন্তল ঘোষ হৈমন্তীর নাম সামনে আনছে। নিয়োগ দুর্নীতিতে হৈমন্তীর কোনও ভূমিকা নেই। মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময়, আমার নথিতে নমিনি হিসেবে হৈমন্তীর নাম দেখতে পায় কুন্তল। তারপর থেকেই তার মুখে হৈমন্তীর নাম। আড়ালে থেকে এমনই দাবি করলেন গোপাল দলপতি। সিবিআই তলবের পর থেকেই বেশ কিছুদিন ধরে তাঁর খোঁজ মিলছে না।
সংঘাতের আবহেই রাজ্যের শিক্ষা দফতরের জন্য বড় অঙ্কের অর্থ অনুমোদন করল কেন্দ্র। ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে সমগ্র শিক্ষা বিষয়ের জন্য ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্যও বাড়তি ২৪৮ কোটি। টাকা অনুমোদন করেছে কেন্দ্র। জুনের মধ্যেই প্রথম দফার টাকা আসবে রাজ্যে। স্কুল শিক্ষা দফতর সূত্রে এই খবর মিলেছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার জন্য ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার।
বেহালায় হৈমন্তীর ফ্ল্যাটের বাইরে মিলল রোল নম্বর লেখা কাগজ। রোল নম্বর লেখা কাগজ ঘিরে রহস্য।
উইনার্স জোন এন্টারটেনমেন্ট এলএলপি। হদিশ মিলল গোপাল দলপতির নতুন সংস্থার। বেহালার বাসিন্দা ভ্রমণ সংস্থার মালিক বিশ্বনাথ গায়েনের দাবি, আরমান গঙ্গোপাধ্যায় নামেই চিনতেন গোপাল দলপতিকে। মূলত আরমানের উদ্যোগেই ২০২১ সালের অগাস্ট মাসে উইনার্স জোন এন্টারটেনমেন্ট এলএলপি নামে একটি নতুন কোম্পানি চালু হয়। আরমান ছাড়াও যার অন্যতম অংশীদার ও ডিরেক্টর ছিলেন বিশ্বনাথ।
এখনও খোঁজ নেই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। এরই মধ্যে হৈমন্তী ও তাঁর পরিবারকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর থেকেই হাওড়ার উত্তর বাকসাড়ার বাড়িতে দেখা যায়নি পরিবারের সদস্যদের। বাড়ির দরজা বন্ধ, বাইরে পড়ে রয়েছে দুধের প্যাকেট, খবরের কাগজ। কোথায় গেলেন হৈমন্তী? প্রতিবেশীদের কাছেও তা স্পষ্ট নয়।
শীতের ইনিংস শেষ। দখিনা বাতাস জানান দিচ্ছে, বসন্ত এসে গেছে। জলীয় বাষ্প ঢোকায় ভোরের দিকে কলকাতা-সহ কয়েকটি জেলায় হালকা কুয়াশা থাকলেও, বেলা গড়াতেই চড়া রোদে অস্বস্তি বাড়ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি - উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দু’- এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এবার তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং তৃণমূল নেতা ও রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের ছবি সামনে এল। নিজের ছবি স্বীকার করে মদন মিত্র বললেন, আর নো সেলফি! দেখিনি, চিনিনা, এবার থেকে সতর্ক থাকতে হবে, মন্তব্য রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক গ্রেফতারিতে, বারবার নাম জড়াচ্ছে তৃণমূলের। এই পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করার জন্য়, দলের শীর্ষনেতৃত্বের উদ্দেশে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়লেন মদন মিত্র। তাঁর মন্তব্য়কে হাতিয়ার করে সরব হয়েছে বিরোধীরাও।
প্রেক্ষাপট
চাকরি দুর্নীতির চেন কতদূর? হদিশ নেই কুন্তল-বর্ণিত হৈমন্তীর, খোঁজ নেই গোপাল দলপতিরও। কোথায় কোথায় নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা? ঘনাচ্ছে রহস্য। (Kuntal Ghosh)
খোঁজ মিলল কুন্তল-বর্ণিত রহস্যময়ীর ঠিকানার। হাওড়ার (Haoimanti Ganguly) বাকসারায় হৈমন্তীর বাপের বাড়ি, বেহালায় ফ্ল্যাট। বিবাদী বাগে অফিস। ঝুলছে তালা। খুঁজে বের করল এবিপি আনন্দ। (Howrah News)
কখনও বলছেন যোগাযোগ নেই, কখনও বলছেন মেয়ে এসেছেন ১০-১২ দিন আগেই। হৈমন্তীর মায়ের কথায় অসঙ্গতি। কিছু লুকোচ্ছেন হৈমন্তীর মা?
হৈমন্তীকে নিয়ে শোরগোলের মধ্যেই লেকটাউনে বিউটি পার্লার ঘিরে রহস্য। মাঝেমধ্যেই আসতেন হৈমন্তী, দাবি স্থানীয়দের। কুন্তল-বর্ণিত রহস্যময়ীর নাম প্রকাশ্যে আসতেই হঠাৎ পার্লারে তালা।
গোপাল দলপতির (Gopal Dalapati) আরও কীর্তির হদিশ। ক্যান্টনমেন্টে ছিল অঙ্কের কোচিং সেন্টার। বিয়েও করেছিলেন আগে। জানাচ্ছেন বাড়ির মালিক। তাঁর দাবি, অঙ্কে ভাল ছিলেন গোপাল, বিয়েও করেছিলেন।
হৈমন্তীর বাড়ি, ফ্ল্যাট, অফিসের হদিশ মিললেও খোঁজ নেই গোপাল দলপতির। নেই বাজকুলের বাড়িতে। যোগাযোগ করা যাচ্ছে না ফোনেও, দাবি গোপালের মায়ের।
শহরে সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর। নিয়োগ দুর্নীতির তদন্ত কোন পর্যায়ে, রিপোর্ট নেবেন সিবিআইয়ের সেকেন্ড ইন কম্যান্ড। রোডম্যাপ ঠিক করতে বৈঠক।
পদ্ধতি মেনে ২০১৬-য় হয়নি নিয়োগ-প্রক্রিয়া, চোদ্দর টেটের ভিত্তিতে দেওয়া হয়নি অ্যাপটিটিউট টেস্টের ব্যাপারে কোনও নির্দেশ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে মানলেন ইন্টারভিউয়াররাই।
ভাষা দিবসে শুভাপ্রসন্নর মন্তব্য, এবার সারদা থেকে খাল দখলের অভিযোগ নিয়ে আক্রমণে কুণাল। (বাইট---'প্রভাবশালী বলেই হয়তো সিবিআই-ইডি গ্রেফতার করেনি'
কুণালের পর এবার ইদ্রিশের নিশানায় শুভাপ্রসন্ন। মমতা না থাকলে কেউ চিনত না বলে কটাক্ষ। প্রতিহিংসার শিকার, চাইলে বিজেপির দরজা খোলা, পাল্টা অগ্নিমিত্রা।
সমাবর্তনের দিনও বিশ্বভারতীতে রাজনীতির উত্তাপ। আমন্ত্রণ পেয়েও গেলেন না সুদীপ। উপাচার্যর কাজ নিয়ে দিল্লিতে সুর চড়ানোর হুঁশিয়ারি। হাওয়া গরম করে লাভ নেই, পাল্টা বিজেপি।
আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুকাণ্ডে জিতেন্দ্র-পত্নী চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে ফের বাড়িতে পুলিশ। আগাম নোটিস সত্ত্বেও গেটে তালা। কাল বিকেলে বাড়িতে থাকতে বলে দরজায় নোটিস।
সাতাশে ভোট সাগরদিঘিতে। ভোটপ্রচারে শুভেনদু অধিকারীকে গো-ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। সরানো হল সাগরদিঘি থানার ওসি-কে। নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না অভিজিৎ সরকার, জানাল কমিশন। অন্য জেলা থেকে নতুন ওসি নিয়োগের নির্দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -