West Bengal News Live Updates:শহরে চাকরিপ্রার্থীদের গণস্বাক্ষর অভিযান, বামদের থানা অভিযান ঘিরে রণক্ষেত্র লালগোলা
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
বিবেক গুপ্তর পরে আরও এক তৃণমূল বিধায়কের আত্মীয়ের লটারি-যোগ? নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহের ভ্রাতৃবধূ লটারি-বিজেতা? ডিয়ার লটারিতেই ১ কোটি পেয়েছেন বিধায়কের ভ্রাতৃবধূ, অভিযোগ বিজেপির। ‘সাধারণ মানুষ সর্বস্বান্ত হবে, লটারিতে কোটি জিতবে শুধু তৃণমূল নেতারা’। বিধায়কের পরিবারে লটারি-যোগ নিয়ে আক্রমণে শুভেন্দু অধিকারী।
কাঁকিনাড়ায় বোমায় শিশুর মৃত্যুর পরে এবার নৈহাটির কাছে শ্যুটআউট।বাইকে করে ৪-৫জন দুষ্কৃতী এলাকায় ঢুকে হামলা চালায়, দাবি স্থানীয়দের। গ্রামে একটি গণ্ডগোলের পাল্টা জবাব দিতে হামলা বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ৩জনকে নিয়ে যাওয়া হচ্ছে জেএনএম হাসপাতালে। গুলি-বোমায় আহত ৩জনের মধ্যে ২জন তৃণমূলকর্মী। 'বিরোধীদের হাত থাকতে পারে', আশঙ্কা স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তৃণমূল মানেই তো গুলি-বোমা, কী করছে পুলিশ? পাল্টা প্রশ্ন বিজেপির। কোথা থেকে আসছে এত গুলি-বোমা? প্রশ্ন তুলে আক্রমণে বিরোধীরা।
ভর সন্ধ্যায় নৈহাটিতে গুলি-বোমা, আহত ২। নৈহাটির শিবদাসপুরে জনবহুল এলাকায় গুলি-বোমাবাজি। একজনের শরীরে ৩টি গুলি, আরেকজন বোমায় আহত।
আশঙ্কাজনক অবস্থায় ২জনকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
শুভেন্দুর পর ফের সুকান্তর মুখে সেই ‘ডিসেম্বর ডেডলাইন’। বিজেপির রাজ্য সুকান্ত মজুমদার হুঙ্কার দিয়ে বলেন, ‘মানিক ভট্টাচার্য মুখ খুলতে শুরু করলে অনেক উইকেট পড়বে।ডিসেম্বরে ঠান্ডা পড়বে, সরকার কাঁপবে।'
খোদ শাসকদলের যুব সভাপতির বিরুদ্ধে নাবালিকা তথা নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ। রাতের অন্ধকারে বাড়ি গিয়ে নাবালিকার বাবাকে মারধর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। বিজয়া দশমীর দিন অভিযুক্ত নেতা তার বাহিনীকে সঙ্গে নিয়ে নাবালিকার বাড়িতে হাজির হয়। অভিযোগ নাবালিকাকে আগে থেকেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। ওই রাতেই জোরপূর্বক মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাবা বাধা হয়ে দাঁড়ান। এরপর মারধর চালায় তার বাবাকে, তারপর নাবালিতাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ।
জমি নিয়ে দুই তৃণমূল নেতার সংঘাত ঘিরে উত্তপ্ত ভাঙড়ের কাশীপুরের পাকাপোল এলাকা। দু’পক্ষের সংঘর্ষ, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর।
৯৯৫০০ টাকার জাল নোট সহ তিনজনকে গ্রেফতার করল রাজ্য সরকারের এসটিএফ। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা ও দুইজন মালদার কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের এসটিএফ ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এসটি এফ।
গরুপাচার মামলায় জামিন পেলেন না বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। তত দিন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে। তবে আদালতে এ দিন প্রশ্নের মুখে পড়ল মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও । তদন্ত শেষ করতে কত সময় লাগবে? সিবিআইকে প্রশ্ন আসানসোল আদালতের।
সালকিয়া বেনারস রোডে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনতাই-র অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। তারা চাইছেন এলাকায় পুলিশি টহলদারি আরও বাড়ানো হোক।
মুর্শিদাবাদের সালারে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতিকে প্রকাশ্যে মারধর। অভিযোগের আঙুল তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। গতকাল বিধায়ক ঘনিষ্ঠ ও সভাপতি ঘনিষ্ঠদের মধ্যে সংঘর্ষ হয়। গন্ডগোলের জেরে ভেস্তে যায় জগদ্ধাত্রী পুজো নিয়ে শান্তি বৈঠক।
বাম ছাত্র-যুব সংগঠনের থানা অভিযান ঘিরে রণক্ষেত্র লালগোলা। পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা, ধস্তাধস্তি। প্রাথমিকে চাকরির টোপ দিয়ে ৬ লক্ষ টাকা হাতানোর অভিযোগ।
ফের মানিক ঘনিষ্ঠ তাপসকে ইডির জিজ্ঞাসাবাদ। নিয়োগ মামলায়, এই নিয়ে তৃতীয়বার তাপস মন্ডলকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ ইডির।
মদে মাদক মিশিয়ে অজ্ঞান করে হাত-পা বেঁধে টোটো চালককে নদীতে ফেলল দুই মদ্যপ যুবক। মদের আসর থেকে দশ কিমি দূরে সেতুতে থেকে মহানন্দা নদীতে ফেলে দেওয়া হয় টোটো চালককে বলে অভিযোগ ।মালদহের চাঁচল থানার মাধবপুর সেতুর ঘটনা।
মালদার রতুয়ায় ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী ও চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়কে বহিষ্কারের দাবি রতুয়ার তৃণমূল নেতা তথা রতুয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী মোহাম্মদ হেশামুদ্দিনের। জয় হিন্দ বাহিনীর কর্মীসভা থেকে প্রকাশ্যে আক্রমণ হেসামুদ্দিনের।
২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীদের গণস্বাক্ষর অভিযান। মেয়ো রোডের ধর্নামঞ্চ থেকে গণস্বাক্ষর। পথ চলতি মানুষের কাছ থেকে নেওয়া হল সমর্থনের সই। দাবি বলিষ্ঠ করতেই এই পদক্ষেপ, দাবি নেতৃত্বের।
হরিয়ানায় অমিত শাহের ডাকা বৈঠক এড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে আসছেন না শাহও।
মুর্শিদাবাদের সালারে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতিকে প্রকাশ্যে মারধর। অভিযোগের তির তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। গতকাল কাগ্রামে বিধায়ক ঘনিষ্ঠ ও সভাপতি ঘনিষ্ঠদের মধ্যে সংঘর্ষ হয়। গন্ডগোলের জেরে ভেস্তে যায় জগদ্ধাত্রী পুজো নিয়ে শান্তি বৈঠক।
ধানজমিতে পড়ে থাকা ছেঁড়া হাইটেনশন তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। স্থানীয় সূত্রে খবর, গতকাল জমিতে ঘাস কাটতে যান দুলাল কর। সন্ধের পরও বাবাকে ফিরতে না দেখে তাঁর খোঁজে যান ছেলে বিষ্ণুপদ। বাবাকে পড়ে থাকতে দেখে তুলতে যাওয়ায় ছেলেও বিদ্যুত্স্পৃষ্ট হন। স্থানীয়রাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাবা-ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বিদ্যুৎ দফতরে খবর দেওয়া হলেও তারা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে খুনের ষড়ষন্ত্রের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত ১১ অক্টোবর, প্রথমে ক্যানিং থানা ও এসডিপিও, পরে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। RSS-এর মদতে চিরঞ্জিত হালদার নামে এক যুবক তাঁকে খুনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল বেতবেড়িয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আগেই বিধায়ককে খুনের ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
শত্রুঘ্ন, অগ্নিমিত্রার পর এবার কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার! উত্তরপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাঞ্চন মল্লিকের নামে ‘নিখোঁজ’ পোস্টার। পোস্টারে লেখা ‘উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্ধান চাই’। গতকাল কুলটিতে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ে।
গতকাল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নামেও পোস্টার পড়ে।
রবি ও সোমবার ছটপুজো। এই উপলক্ষ্যে রবীন্দ্র সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল KMDA। আজ সন্ধে ৭টা থেকে সোমবার বিকেল ৪টে পর্যন্ত সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। ইতিমধ্যেই সরোবরের চারপাশে বাঁশ দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। বিভিন্ন গেটে টাঙানো হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা। কয়েক বছর ধরেই রবীন্দ্র সরোবরে যে কোনও ধরনের পুজো বা সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা রয়েছে গ্রিন ট্রাইব্যুনালের।
আগামী ১১ নভেম্বর অনুব্রত মণ্ডলকে নিয়ে পরবর্তী শুনানি। ততদিন জেলেই থাকতে হবে বীরভূমিকরে তৃণমূল সভাপতিকে।
গরুপাচারকাণ্ডে আদালতের প্রশ্নের মুখে সিবিআই। তদন্ত শেষ করতে কত সময় লাগবে? সিবিআইকে প্রশ্ন আসানসোল আদালতের। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার চেষ্টা করছি, উত্তর সিবিআইয়ের। সম্ভাব্য একটা সময় বলুন, সিবিআইকে ফের প্রশ্ন বিচারকের। তদন্ত দ্রুত চালিয়ে যাচ্ছি, বিচারককে বললেন সিবিআই আইনজীবী । আজ আসানসোল আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে।
গরুপাচার মামলায় ধৃত এনামুল হকের তিন ভাগ্নের ৫টি সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য এবার সিআইডি-র নজরে। রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, এই ৫টি সংস্থার মূলধনের থেকে বার্ষিক টার্নওভার কয়েকগুণ বেশি। এই লাভের অঙ্কে গরুপাচারের টাকা লুকিয়ে রয়েছে বলে অনুমান সিআইডি-র। সূত্রের খবর, দেখা যাচ্ছে ২০১৬-য় যে সংস্থার ৯ লক্ষ টাকা শেয়ার ক্যাপিটাল ছিল, সেই সংস্থার ওই আর্থিক বছরে লাভের অঙ্ক দাঁড়িয়েছে ৮০ কোটি টাকায়। ২০১৭-য় এই গোষ্ঠীর চালকলের মূলধন ছিল ৪৮ লক্ষ টাকা, যেখানে বার্ষিক টার্নওভার ১৯৮ কোটিরও বেশি। খবর বিআইডি সূত্রে। এই তথ্যকেই গরুপাচার মামলার মূল হাতিয়ার করতে চাইছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা।
জমি নিয়ে দুই তৃণমূল নেতার সংঘাত ঘিরে উত্তপ্ত ভাঙড়ের কাশীপুরের পাকাপোল এলাকা। দু’পক্ষের সংঘর্ষ, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। স্থানীয় সূত্রে খবর, প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে দুই তৃণমূল নেতা ফিরোজউদ্দিন সাঁপুই ও খইরুল ইসলামের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, তার জেরেই গতকাল রাতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। আহত হন উভয়পক্ষের ৫ জন। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে এক নেতার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা। কাশীপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ধানজমিতে পড়ে থাকা ছেঁড়া হাইটেনশন তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। স্থানীয় সূত্রে খবর, গতকাল জমিতে ঘাস কাটতে যান দুলাল কর। সন্ধের পরও বাবাকে ফিরতে না দেখে তাঁর খোঁজে যান ছেলে বিষ্ণুপদ। বাবাকে পড়ে থাকতে দেখে তুলতে যাওয়ায় ছেলেও বিদ্যুত্স্পৃষ্ট হন। স্থানীয়রাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাবা-ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বিদ্যুৎ দফতরে খবর দেওয়া হলেও তারা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভেড়ি ও এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের সংঘাতের জেরেই দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির ঘটনা। দাবি তৃণমূলের একাংশের। তাঁদের অভিযোগ, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার ও তাঁর অনুগামীরাই বোমা মজুত করে, এবং তা দেখে ফেলায় নাবালকদের লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি। অন্যদিকে, বোমাবাজি ও পুজো মণ্ডপ ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। রাতভর তল্লাশিতে এলাকা থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।পঞ্চায়েত ভোটের আগে ভেড়ি দখল ও এলাকা দখল করে ক্ষমতার রাশ ধরে রাখা নিয়েই সংঘাত বলে দাবি স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মালদার রতুয়ায় ফের প্রকাশ্যে তৃণমূলের সংঘাত। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী ও চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়কে বহিষ্কারের দাবি জানালেন তৃণমূল নেতা ও রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী মহম্মদ হেশামউদ্দিন। গতকাল জয়হিন্দ বাহিনীর সভা থেকে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সুর চড়ান ওই নেতা। যদিও দলীয় নেতার আক্রমণে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল জেলা সভাপতি। তৃণমূলের জেলা চেয়ারম্যানের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে, কটাক্ষ বিজেপির।
এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃত উত্পল নস্কর ছিলেন কলকাতা পুলিশের ASI। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে CMRI হাসপাতালে ভর্তি ছিলেন পঞ্চাশোর্ধ পুলিশ কর্মী। আজ ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। বাহিনীর আরও কয়েকজন কর্মী ডেঙ্গি আক্রান্ত বলে পুলিশ সূত্রে খবর।
পরপর দু’দিন জাল নোট উদ্ধার করল বেঙ্গল এসটিএফ। মুর্শিদাবাদের পর এবার মালদা থেকে উদ্ধার হল প্রায় ১ লক্ষ টাকার জাল নোট। ৩ জনকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা। উদ্ধার হয়েছে ৯৯ হাজার ৫০০ টাকার জাল নোট ও নগদ ৪৬ হাজার। এর আগে বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে ৫৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করে বেঙ্গল এসটিএফ। একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ভারত-বাংলাদেশের সীমান্তে যেখানে পাহারা নেই, সেখান দিয়েই ভারতে ঢুকছে জাল নোটের কারবারীরা। এই নিয়ে এসটিএফের সঙ্গে বিএসএফের বৈঠকও হয়েছে বলে সূত্রের খবর।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশমীর দিন ১৬ বছরের নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের মারিশদার ঘটনা। বাধা দিলে নাবালিকার বাবাকে মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মারিশদার কইতোড় অঞ্চলের যুব তৃণমূল সভাপতি। নাবালিকার পরিবারের অভিযোগ, পুলিশ কিছু করবে না বলে হুমকিও দেন অভিযুক্ত শাসক-নেতা। একাদশীর দিন অভিযোগ দায়ের হলেও, গতকাল অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ।এদিকে, ঘটনার পর থেকই সপরিবারে এলাকাছাড়া যুব তৃণমূল নেতা। তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
উত্সবের মরসুম শেষ হতেই ডিমের দাম চড়ছে। খুচরো বাজারে প্রতি পিস ডিমের দাম সাড়ে ৬ টাকা। সামনেই বড়দিন।ডিমের দাম কমার কোনও লক্ষণ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পূর্ব বর্ধমানের গলসিতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া লরি পিষে দিল দাঁড়িয়ে থাকা লরির চালককে। ঘটনাস্থলেই মৃত্যু। ২ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী লেনে তীব্র যানজট। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পাথর বোঝাই লরি বিকল হয়ে যাওয়ায় সারাতে নামেন চালক।অভিযোগ, তখনই তাঁকে ধাক্কা মারে পিছনে আসা খালি লরি। দ্বিতীয় লরির চালকও আহত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দেরিতে আসে বলে অভিযোগ স্থানীয়দের।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য সম্পর্কে আদালতে চাঞ্চল্যকর দাবি ইডি-র। তদন্তকারী সংস্থার অভিযোগ, মানিকের দুর্নীতি সম্পর্কে সব জেনেও চোখ বন্ধ করে বসেছিলেন পার্থ। অনলাইন ক্লাসের নামে মানিকের প্রতারণার হাত থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে কোনও ব্যবস্থাই নেননি তত্কালীন শিক্ষামন্ত্রী। হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে,
তৃণমূল ভবনের ঢিল ছোড়া দূরত্বে টিএমসিপি নেতার ওপর হামলার অভিযোগ। হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতা শ্রেয়ান সাহার অভিযোগ, গতকাল ভরসন্ধেয় তৃণমূল ভবন থেকে বেরোনো মাত্র তাঁর ওপর হামলা চালানো হয়। হেলমেট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে। টিএমসিপি নেতার অভিযোগ, হামলাকারীদের মধ্যে একজন অন্য একটি হোমিওপ্যাথি কলেজের পড়ুয়া। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক শত্রুতার জেরে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।
ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি। তিন তলা বাড়ির ৬ টি তালা ভেঙে চুরি। নগদ টাকা সোনা রূপা সামগ্রী চুরির অভিযোগে। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানার, কামডহরি পূর্বপাড়ায় । বাড়ির মালিক ছন্দা চৌধরী বিদেশে ছেলের কাছে গিয়েছেন, বাড়ির ভাড়াটিয়া অধ্যাপক, ডক্টর শান্তনু বিষয় শশুর বাড়িতে গিয়েছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন সদর দরজার তালা মারা থাকলেও, বাড়ির কলোপসেবেল গেটের তালা সহ মোট ৬টি তালা ভাঙা,ঘরের প্রতিটি দরজার তালা ভাঙা, ভাঙা হয়েছে প্রতিটি ঘরের আলমারির দরজার। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে বাশদ্রণী থানার পুলিশ। অধ্যাপক ডক্টর শান্তনু জানান ৫ থেকে ৬ ভরি সোনার,ও রূপার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল।
নিয়োগ দুর্নীতি মামলায় ১০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতেই মানিক ভট্টাচার্য। নিজের স্বার্থে পরিবার ও স্ত্রীকে ঢাল করেছেন মানিক, দাবি ইডির।
কাঁকিনাড়ার পর নরেন্দ্রপুর। ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার শৈশব। মাঠ না ছাড়ায় নাবালকদের লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের। আহত ৫, ভর্তি হাসপাতালে, গ্রেফতার ৪।
প্রেক্ষাপট
কলকাতা: কাঁকিনাড়ার পর নরেন্দ্রপুর (Narendrapur News)। ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার শৈশব। মাঠ না ছাড়ায় নাবালকদের লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের। আহত ৫, ভর্তি হাসপাতালে, গ্রেফতার ৪।
দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, আক্রমণ বিজেপির (BJP)। বোমা-বন্দুকের আতুঁরঘর, কটাক্ষ সিপিএম-এর (CPM)। বিজেপি শাসিত রাজ্য থেকেই আসছে বোমা-গুলি, পাল্টা তৃণমূল।
কাঁকিনাড়ায় বোমা ফেটে শিশুমৃত্যুর ৩ দিন পর ভাটপাড়া থেকে প্রথম গ্রেফতার। ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ বিজেপির। কাঁকিনাড়ায় কেন্দ্রীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।
২০২৪-এর মধ্যে সব রাজ্যে এনআইএ-র শাখা, ঘোষণা অমিত শাহর (Amit Shah)। যুক্তরাষ্ট্র কাঠামোয় আঘাত কেন্দ্রের, অভিযোগ তৃণমূলের (TMC)। রাজ্যে বাড়ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ, পাল্টা বিজেপি।
নিয়োগ দুর্নীতি মামলায় ১০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতেই মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। নিজের স্বার্থে পরিবার ও স্ত্রীকে ঢাল করেছেন মানিক, দাবি ইডির।
গরুপাচার মামলায় সিবিআইয়ের পর এবার ইডির নজরে অনুব্রতর (Anubrata Mandal) কন্যা। ২ নভেম্বর দিল্লিতে তলব। তলব অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্টকেও।
৮ দিন ইডি হেফাজতে অনুব্রতর দেহরক্ষী। গরুপাচারের টাকা কোথায় ? সায়গলের থেকে তথ্য পেতে চায় ইডি। চাপ দিয়ে কিছু নাম বলানোর চেষ্টা, পাল্টা সায়গলের আইনজীবী।
সিবিআই-ইডির ভয় দেখিয়ে তৃণমূল নেতাদের ভাঙানোর চেষ্টা। জে পি নাড্ডাকে লেখা ভাইরাল চিঠি ঘিরে অস্বস্তিতে বিজেপি। নিচে লেখা বিজেপি নেতা সায়ন্তন বসুর নাম।
রিজার্ভ ব্যাঙ্কের কাছে ১০ হাজার কোটি ঋণ চেয়েছে রাজ্য। ঋণ নেওয়ার ঊর্ধ্বসীমা পার। রাজ্যকে ধার না দিতে নির্মলাকে অনুরোধ শুভেন্দুর। বাঙালি বিদ্বেষী শুভেন্দু, পাল্টা শান্তনু সেন।
তীব্র অর্থ সঙ্কটে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রয়োজনের তুলনায় আসছে না রাজ্যের সাহায্য। বন্ধ কেন্দ্রীয় অনুদানও। উপাচার্যের চিঠি রাজ্যকে। সাহায্যের আবেদন প্রাক্তনীদেরও।
কাটমানি ইস্যুতে মুখ খোলায় বড়ঞার ওসিকে শোকজ। পুরস্কৃত করা উচিত ছিল, প্রতিক্রিয়া বিজেপির। দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই সাজা, কটাক্ষ বামেদের। প্রশাসনিক বিষয়, পাল্টা কুণাল।
আসানসোল জুড়ে নিখোঁজ পোস্টার। গায়েব তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলে পোস্টার কুলটিতে। গোপালপুরে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা নিখোঁজ বলে পোস্টার।
সুপার স্যাটারডের মেগা-ম্যাচ। যুবভারতীতে আইএসএল ডার্বি ঘিরে রেষারেষির আঁচ তুঙ্গে। নজরে পেত্রাতোস ও ক্লেটন সিলভা। অপরিবর্তিত থাকতে পারে প্রথম একাদশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -