Bihar Roof Collapse: গভীর রাতে মাথায় ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু ৩ শিশু-সহ একই পরিবারের পাঁচজনের !
Bihar Roof Collapse 5 Death Including Child: বিহারের দানাপুরে মাথায় বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচজনের। দম্পতির সঙ্গে প্রাণ হারিয়েছে তাঁদের ৩ জন শিশুও !

নয়াদিল্লি: ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু! গভীর রাতে মাথায় ভেঙে পড়ল ছাদ ! বিহারের দানাপুরে মাথায় বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচজনের। দম্পতির সঙ্গে প্রাণ হারিয়েছে তাঁদের ৩ জন শিশুও। গতকাল রাতে, দানাপুরের দিয়ারা এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা।
রাত ২ এর দিকে তখন ওই পরিবার গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল, ঠিক তখনই..
জানা গিয়েছে, রাত ২ এর দিকে তখন ওই পরিবার গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল। ঠিক তখনই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুরনো তাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। খবর যেতেই পৌঁছয় উদ্ধারকারী দল। যদিও ততক্ষণে সবশেষ। ধ্বংস স্তূপের নিচ থেকে যতক্ষণে তাঁদের উদ্ধার করা হয়, ততক্ষণে প্রাণ হারিয়েছেন ওই ৬ জন। এরপরে নিথর দেহ করে উদ্ধার করা হয়।
প্রমাণ সংগ্রহ করার পর, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ, কী বলছেন পুলিশ অফিসার ?
পুলিশ অফিসার জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের থেকেও মতামত নেওয়া হয়েছে। প্রমাণ সংগ্রহ করার পর, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ওই বাড়ি কি বিপদজ্জনক ছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে। কেন এই বিষয়ে কেউ খেয়াল রাখেনি, অভিযোগের আঙুল কার দিকে রয়েছে, এই সব বিষয়গুলিই জিজ্ঞাসবাদ ও প্রমাণ একত্র হলে সামনে বেরিয়ে আসবে। তবে ময়নাতদন্তের পরেও মৃত্যুর প্রকৃত কারণ পুরোপুরি বোঝা যাবে।
জ্বলজ্যান্ত উদাহরণ আরও
পুরনো বাড়ি ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। যার জ্বলজ্যান্ত উদাহরণ রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাতেও। প্রায় প্রতিবছরই ভারী বৃষ্টিতে কলকাতার ঐতিহ্যময় পুরনো বাড়িগুলি ভেঙে পড়ার দৃশ্য উঠে আসে। কলকাতার বিপদজ্জনক বাড়িগুলি ভেঙে একাধিকবার প্রাণ হারানোর ঘটনা ঘটেছে অতীতে। সম্প্রতি বউবাজার ও গিরিশ পার্কে ভেঙে পড়েছিল ২ বাড়ির একাংশ। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় এই ঘটনার জেরে, স্থানীয়রা আতঙ্কের মধ্যে থাকেন।গিরিশ পার্কের বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসেবে নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা। ৪৮ নং ওয়ার্ডে মুচি পাড়া থানা এলাকায় ২০০ বছরের পুরনোর বাড়ির ঝুল বারান্দা ভেঙে রাস্তার উপর মিষ্টির দোকানে এসে পড়েছিল।






















