BLO Agitation: SIR-এর বিরোধিতায় পথে BLO অধিকার রক্ষা কমিটি, মিছিল করে পৌঁছে গেল কমিশনের দফতরে; বিক্ষোভ
Election Commission of India: SIR-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই BLO-দের। কিন্তু তাঁদেরই এখন সমস্যায় পড়তে হচ্ছে। প্রশ্নের মুখে নির্বাচন কমিশন।

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : SIR-এর বিরোধিতায় পথে BLO অধিকার রক্ষা কমিটি। বিবাদী বাগের নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখায় তারা। SIR করতে গিয়ে বিভিন্ন রকম অসুবিধায় মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ BLO-দের একাংশের। এদিন সকাল থেকে দফায় দফায় আন্দোলন শুরু হয়। আজ কলেজ স্ট্রিট থেকে BLO অধিকার রক্ষা কমিটি মিছিল করে CEO দফতরের সামনে আসে। সেখানে তাঁরা বিক্ষোভ দেখান এবং তারপর ১২-১৩ জনের একটি প্রতিনিধিদল (যার মধ্যে ৩-৪ জন BLO ছিলেন এবং বাকিরা BLO-দের দুঃখে সমব্যথী যাঁরা মনে করছেন BLO-দের চাপ দেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে) এসেছিলেন ডেপুটেশন দিতে। কিন্তু তাঁদের অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তাঁদের সঙ্গে দেখা করেননি। এখানে ডেপুটি CEO-র সঙ্গে তাঁদের কথা হয়। তারপরে তাঁরা বাইরে বেরিয়ে যখন অপেক্ষা করছিলেন, সেই সময় একটা অভিযোগ আসে, এই ডেপুটেশনে আসা এক BLO-র কাছে একটি ফোন আসে। তিনি অভিযোগ করেন, তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। ফের নতুন করে উত্তেজনা ছড়ায় সেখানে। পুলিশ তাঁদের সরিয়ে নিয়ে যায়।
পর পর BLO-র মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য। পরিস্থিতি এমন যে পাহাড় প্রমাণ কাজ করতে হচ্ছে এক একজন BLO-কে। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া, তা সংগ্রহ করা, তারপর, ভোটারদের তথ্য BLO অ্যাপে তুলতে হচ্ছে। প্রথমে বলা হয়েছিল যে, একজন BLO-কে শুধুমাত্র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেকশন করতে হবে। ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হল। তারপর, হঠাৎ করেই নির্বাচন কমিশন ভোটারদের তথ্য অ্যাপে তোলার দায়িত্বও BLO-দের উপর চাপিয়ে দিল, অভিযোগ তাও পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই। আবার, BLO অ্যাপ নিয়েও একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। BLO-দের একাংশের অভিযোগ, নিত্য দিনই নতুন নতুন কাজ তাঁদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই কাজের চাপে, ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে BLO-দের। এই অবস্থায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 'এডিট' অপশন দেওয়ার দাবি করেছিলেন BLO-রা। গত বুধবার, SIR শুরুর প্রায় পনেরো দিন পর, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই 'এডিট' অপশন দেওয়া হয়।
SIR-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই BLO-দের। কিন্তু তাঁদেরই এখন সমস্যায় পড়তে হচ্ছে। প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। মূলত সরকারি কর্মী, যাঁরা বুথ লেভেল অফিসারের কাজ সামলাচ্ছেন, তাঁদের মুখে বারবার উঠে এসেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত ডিউটি নিয়ে উদ্বেগের কথা। সম্প্রতি, পূর্ব বর্ধমানের কাটোয়ায় BLO-দের প্রশিক্ষণ চলাকালীন একজন BLO আচমকা নথিপত্র ছুড়ে ফেলে কান্নাকাটি শুরু করে দেন। চিৎকার করে তিনি বলতে শুরু করেন, তাঁকে গুলি করে দেওয়া হোক! ওই BLO দাবি করেন, তিনি অসুস্থ, তাঁকে চাপ দিয়ে, জোর করে কাজ করানো হচ্ছে। এরপরই আরও কয়েকজন BLO একই অভিযোগ তুলতে শুরু করেন। এই পরিস্থিতিতে এর আগে রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভও দেখিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের BLO শাখার সদস্যরা।























