এক্সপ্লোর
Advertisement
খারের বাড়িতেও বেআইনি নির্মাণ? কঙ্গনাকে ফের নোটিস বিএমসির
খার পশ্চিমের ওই আবাসনে তিনটি ফ্ল্য়াট আছে কঙ্গনার। তিনি থাকেন পাঁচতলায়। বিএমসির বক্তব্য, পালি হিলের দপ্তরের চেয়ে কঙ্গনার বাড়ি, ফ্ল্য়াটের নির্মাণে অনেক বেশি অসঙ্গতি, অনিয়ম হয়েছে।
মুম্বই: এবার কঙ্গনা রানাউতের বিরুদ্ধে তাঁর খারের বাড়ির নির্মাণেও অনিয়মের অভিযোগ উঠল। মহারাষ্ট্র সরকার ও কঙ্গনার বিরোধ, সংঘাতের মধ্য়েই সম্প্রতি অভিনেত্রীর পালি হিলের দপ্তরের একাংশ বেআইনি অদলবদলের অভিযোগে বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)।
খার পশ্চিমের ওই আবাসনে তিনটি ফ্ল্য়াট আছে কঙ্গনার। তিনি থাকেন পাঁচতলায়। বিএমসি এবার তাঁকে ফ্ল্যাটে বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস পাঠিয়েছে বলে খবর। বিএমসির বক্তব্য, পালি হিলের দপ্তরের চেয়ে কঙ্গনার বাড়ি, ফ্ল্য়াটের নির্মাণে অনেক বেশি অসঙ্গতি, অনিয়ম হয়েছে।
শিবসেনার সঙ্গে বিরোধ চলছে বলে মহারাষ্ট্র সরকার তাঁকে টার্গেট করেছে বলে অভিযোগ কঙ্গনার।
গত ৯ সেপ্টেম্বর বিএমসির লোকজন পুলিশবাহিনী সঙ্গে নিয়ে কঙ্গনার দপ্তরে পৌঁছয়। জেসিবি, বুলডোজার,অন্যান্য় ভারী যন্ত্রপাতি দিয়ে বাইরে থেকে দপ্তরের কিছুটা ভেঙে দেয়। গত ৮ সেপ্টেম্বর কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকির বিএমসির নোটিসের প্রেক্ষিতে পাঠানো জবাব খারিজ করে তাঁর অফিসের বাইরে নোটিস সেঁটে দিয়ে আসে। তার কয়েক ঘন্টার মধ্যেই হয় ‘অবৈধ নির্মাণ’ ভাঙা। যদিও বম্বে হাইকোর্ট কঙ্গনার অফিসে ভাঙাচোরা বন্ধ রাখতে বলে স্থগিতাদেশ জারি করে।
কঙ্গনা মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মুম্বই পুলিশের তদন্ত নিয়েও সংশয় প্রকাশ করেন। সেই থেকে তাঁর সঙ্গে মহারাষ্ট্র সরকারের সঙ্গে বিবাদের সূত্রপাত। যদিও কেন্দ্র তাঁর জন্য ওয়াই ক্যাটাগরির সুরক্ষার বন্দোবস্ত করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement