এক্সপ্লোর
Advertisement
ঘূর্ণিঝড়ের ত্রাণ দুর্নীতি মামলায় ক্যাগ-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের
ঘূর্ণিঝড়ের ত্রাণ দুর্নীতি মামলায় তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-কে ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিনমাসের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।
কলকাতা: ঘূর্ণিঝড়ের ত্রাণ দুর্নীতি মামলায় তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-কে ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিনমাসের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।
খতিয়ে দেখতে হবে, ক্ষতিগ্রস্তরা ত্রাণ পেয়েছেন কিনা , না পেলে কেন ত্রাণ পাননি,কাদের মাধ্যমে ত্রাণ বন্টন হয়েছে, প্রকৃত প্রাপকরা ত্রাণ না পেলে দায় কার। এই সমস্ত বিষয়ে তদন্ত করে রিপোর্ট তিনমাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
তবে হাইকোর্ট একইসঙ্গে জানিয়েছে, তদন্তের কারণ বন্ধ করা যাবে না ত্রাণ বন্টন প্রক্রিয়া।ত্রাণ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়।মামলাকারীদের দাবি, ঘূর্ণিঝড়ের ত্রাণ বণ্টনে ব্যাপক দুর্নীতি করেছে রাজ্য সরকার। প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পাননি। টাকা গিয়েছে শাসক দলের ঘনিষ্ঠদের পকেটে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, দুর্গতদের প্রত্যেককে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই ছিল সরকারের লক্ষ্য। যাঁরাই আবেদন করেছেন, তাঁদের সাহায্য করা হয়েছে।এই মামলায় রাজ্য সরকারকে হলফনামা দিতে বলেছিল হাইকোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement