ট্রেন্ডিং

'শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করবেন, তারপর ধর্না নিয়ে সিদ্ধান্ত' অবস্থান নিয়ে সিদ্ধান্ত আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের

অপারেশন সিঁদুর নিয়ে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ, পাকিস্তানকে 'দ্বিগুণ জবাব' হুঁশিয়ারি

'ভারতীয়দের ওপর জঙ্গি হামলা হলে, দ্বিগুণ জবাব', হুঙ্কার অমিত শাহের

বকেয়া DA নিয়ে 'নতুন নির্দেশ' সুপ্রিম কোর্টের। কী জানাল শীর্ষ আদালত?

দেশীয় সংস্থার ৫জি ফোন আসছে ভারতে, দাম হবে ১০ হাজারেরও কম !
এটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে, DA প্রসঙ্গে আদালতে আপত্তি জানায় রাজ্য
জুনের বিল নতুন করে পাঠানো হবে গ্রাহকদের, বিতর্কের জেরে নতুন সিদ্ধান্ত সিইএসসি-র
করোনা আবহে বিদ্যুতের বিল নিয়ে বিতর্কের জেরে নতুন সিদ্ধান্ত সিইএসসি-র!জুনের বিল নতুন করে পাঠানো হবে গ্রাহকদের।মার্চ-এপ্রিল ও মে, এই তিন মাসের অনাদায়ী বিল জুনের এই নতুন বিলে যুক্ত হচ্ছে না।মার্চ-এপ্রিল ও মে মাসের অনাদায়ী বিল আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে সিইএসসি।
Continues below advertisement

কলকাতা: করোনা আবহে বিদ্যুতের বিল নিয়ে বিতর্কের জেরে নতুন সিদ্ধান্ত সিইএসসি-র!জুনের বিল নতুন করে পাঠানো হবে গ্রাহকদের।মার্চ-এপ্রিল ও মে, এই তিন মাসের অনাদায়ী বিল জুনের এই নতুন বিলে যুক্ত হচ্ছে না।মার্চ-এপ্রিল ও মে মাসের অনাদায়ী বিল আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে সিইএসসি।
কিন্তু, এই বকেয়া অনাদায়ী বিল কবে দিতে হবে?কীভাবে দিতে হবে?একবারে দিতে হবে?না কি ভাগে ভাগে দিতে হবে?এই বিষয়গুলোর কোনও স্পষ্ট উত্তর মেলেনি।
জুন মাসে সিইএসসি-র বিদ্যুতের বিল পেয়ে গ্রাহকদের অনেকেরই মাথায় কার্যত বাজ পড়ে।কারও কারও বিল অন্যান্য মাসের তুলনায় দশগুণ পর্যন্ত বেশি এসেছে বলে অভিযোগ। এনিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ। এই প্রেক্ষাপটে সিইএসই দাবি করে,করোনা আবহে লকডাউন চলায় ২৩ মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং নেওয়া যায়নি।৮ জুন ফের মিটার রিডিং নেওয়া শুরু হয়।সেই কারণে, আগের ৬ মাসের গড় বিল ধরে জুন মাসে প্রভিশনাল বিল পাঠায় সিইএসসি। যা নিয়েই যতো বিতর্ক!
এবার সেই বিলটিই সংশোধিত আকারে পাঠানো হবে বলে জানিয়েছে সিইএসসি।সিইএসসি-র তরফে আরও জানানো হয়েছে,যে সব গ্রাহক ইতিমধ্যেই জুন মাসের বিল মিটিয়েছেন, পরের বিলে তা অ্যাডজাস্ট করে দেওয়া হবে
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে