জুনের বিল নতুন করে পাঠানো হবে গ্রাহকদের, বিতর্কের জেরে নতুন সিদ্ধান্ত সিইএসসি-র

করোনা আবহে বিদ্যুতের বিল নিয়ে বিতর্কের জেরে নতুন সিদ্ধান্ত সিইএসসি-র!জুনের বিল নতুন করে পাঠানো হবে গ্রাহকদের।মার্চ-এপ্রিল ও মে, এই তিন মাসের অনাদায়ী বিল জুনের এই নতুন বিলে যুক্ত হচ্ছে না।মার্চ-এপ্রিল ও মে মাসের অনাদায়ী বিল আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে সিইএসসি।

Continues below advertisement
কলকাতা: করোনা আবহে বিদ্যুতের বিল নিয়ে বিতর্কের জেরে নতুন সিদ্ধান্ত সিইএসসি-র!জুনের বিল নতুন করে পাঠানো হবে গ্রাহকদের।মার্চ-এপ্রিল ও মে, এই তিন মাসের অনাদায়ী বিল জুনের এই নতুন বিলে যুক্ত হচ্ছে না।মার্চ-এপ্রিল ও মে মাসের অনাদায়ী বিল আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে সিইএসসি। কিন্তু, এই বকেয়া অনাদায়ী বিল কবে দিতে হবে?কীভাবে দিতে হবে?একবারে দিতে হবে?না কি ভাগে ভাগে দিতে হবে?এই বিষয়গুলোর কোনও স্পষ্ট উত্তর মেলেনি। জুন মাসে সিইএসসি-র বিদ্যুতের বিল পেয়ে গ্রাহকদের অনেকেরই মাথায় কার্যত বাজ পড়ে।কারও কারও বিল অন্যান্য মাসের তুলনায় দশগুণ পর্যন্ত বেশি এসেছে বলে অভিযোগ। এনিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ। এই প্রেক্ষাপটে সিইএসই দাবি করে,করোনা আবহে লকডাউন চলায় ২৩ মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং নেওয়া যায়নি।৮ জুন ফের মিটার রিডিং নেওয়া শুরু হয়।সেই কারণে, আগের ৬ মাসের গড় বিল ধরে জুন মাসে প্রভিশনাল বিল পাঠায় সিইএসসি। যা নিয়েই যতো বিতর্ক! এবার সেই বিলটিই সংশোধিত আকারে পাঠানো হবে বলে জানিয়েছে সিইএসসি।সিইএসসি-র তরফে আরও জানানো হয়েছে,যে সব গ্রাহক ইতিমধ্যেই জুন মাসের বিল মিটিয়েছেন, পরের বিলে তা অ্যাডজাস্ট করে দেওয়া হবে
Continues below advertisement
Sponsored Links by Taboola