আজ সকাল দিকে বিবাহের ব্যপারে কোনও বিবাদ আসতে পারে। আবার পরিবারে কোনও সমস্যা থাকে সাবধান। শত্রু ব্যপারে কোনও চাপ আসতে পারে।
বৃষ
কোনও জিনিস আজ আপনার হাতে নষ্ট হতে পারে। দাম্পত্য জীবনে কোনও সুখের খবর আসতে পারে। অর্থ ব্যপারে কোনও চাপ আসতে পারে। পেটের কোনও সমস্যা আসতে পারে।
মিথুন
বন্ধুদের সঙ্গে কোনও বিবাদ হওয়ার জন্য মনের কষ্ট বৃদ্ধি। ভোগবিলাসের জন্য খরচ বাড়তে পারে। প্রেমের ব্যপারে কোনও অস্থিরভাব। পিতার সঙ্গে কোনও বিবাদের জন্য চিন্তা।
সিংহ
খরচের জন্য কোনও বিবাদ আসতে পারে। চাকুরীর জন্য চিন্তা আসতে পারে। কোনও বন্ধুর আজ ক্ষতি হতে পারে। প্রিয় জনের কাছে কোনও অপমান জুটতে পারে।
কন্যা
ব্যবসার দিকে ক্ষতি হতে পারে। পরিবারের কোনও পুরানো সমস্যা আসতে পারে। আজ আপনি কর্ম স্থানে প্রতিভার প্রকাশ করতে পারবেন। চলাফেরাতে একটু সাবধান থাকা দরকার।
তুলা
কোনও ভুল কাজের জন্য অনুশোচনা আসতে পারে। শ্রমিক দের একটু ভাল সময় আসছে। ব্যবসার দিকে অর্থ লাভ হতে পারে। স্ত্রীর ব্যপারে কোনও সন্দেহ আসতে পারে।
বৃশ্চিক
নেশা জাতীয় কোনও বস্তু থেকে সাবধান। আইনি ব্যপারে জটিলতা বাড়তে পারে। ব্যবসার ব্যপারে কোনও বড় বাধা আসতে পারে। কাজের প্রতি একটু চাপ আসতে পারে।
ধনু
স্ত্রীর বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, ভাল ডাক্তারের ব্যবস্থা হতে পারে। ব্যবসার ব্যপারে লাভ বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। পেটের কোনও সমস্যা।
মকর
বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসার ব্যপারে মানসিক চাপ বাড়তে পারে। পিতার সাহায্য পেতে পারেন। অতিরিক্ত রাগের জন্য অশান্তি বাড়তে পারে। শরীরে যন্ত্রনা বৃদ্ধি।
কুম্ভ
আজ একটু মতের অমিল হতে পারে। প্রতিযোগিতাতে সাফল্য হতে পারে। অর্থ ব্যপারে কোনও ভুল হতে পারে। শত্রুর সঙ্গে আপোস করবার আগে চিন্তা করুন।
মীন
সমায়ের অপেক্ষা করুন। শরীরের দিকে কোনও চাপ আসতে পারে। বাহিরে কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। সন্তানের ব্যপারে একটু মনে শান্তি আসতে পারে। জ্যোতিষ শ্রী জয়দেব