এক্সপ্লোর
Advertisement
আপনার আজকের দিনটি
মেষ
বন্ধুর সঙ্গে আজ সারাদিন থাকতে খুব ভাল লাগবে। ভাগ্য ভাল সাথ দেবে সেটা কাজে লাগান। প্রেমের দিকে বাধার জন্য মনের চাপ থাকবে। মা –বাবার সঙ্গে তীর্থ ভ্রমণ হবে। নিজের বংশের নাম বৃদ্ধি পেতে পারে। বাড়িতে দূরের কোনও বন্ধুর আগমণ হতে পারে। আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে। সংসারের চাপ বৃদ্ধির সম্ভাবনা। লটারি কাটতে পারেন। দুপুরের পরে কাজের দিকে কোনও বাধা আসতে। বেশি কথা বলার জন্য অশান্তি হতে পারে।
বৃষ
বন্ধুর বিশ্বাসঘাতকতার জন্য মন কষ্ট থাকবে। অর্থ অপচয় বৃদ্ধি পাবে। পরিবহণ কাজে লাভ বাড়তে পারে। মামলার জন্য খরচ বৃদ্ধি পাবে। দুপুরের পর কোনও ঝুকি না নেওয়া ভাল হবে। রক্ত চাপ বাড়তে পারে। দূরে কোনও ভ্রমণ হতে পারে। উদ্বেগ বৃদ্ধি পাওয়ার জন্য ভাল কাজ হাতছারা হতে পারে। স্ত্রী দূরে যাওয়ার জন্য মন কষ্ট পেতে পারেন। কিছু পাওনা হতে পারে। একঘেয়েমি পরিবেশ ভাল লাগবে না আজ। ব্যবসার কাজে বাধা আসতে পারে। পিতার সঙ্গে কোনও বিবাদ বৃদ্ধি পেতে পারে।
মিথুন
কোনও বড় অর্থ ক্ষতি হতে পারে। চাকুরীর স্থানে সুনাম বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসার জন্য অর্থ আসতে পারে। সংসারের কোনও কাজের জন্য ব্যয় হতে পারে। অপরের উপর ভরসা করবে না। বন্ধুর দিক দিয়ে ভালবাসা বৃদ্ধি পাবে। ঠাণ্ডা লাগার জন্য শারীরিক কষ্ট থাকবে। স্ত্রীর জন্য কোন চাপ বাড়তে পারে। ব্যবসার জন্য কর্মী ব্যবস্থা হতে পারে। সম্পত্তি প্রাপ্তি হতে পারে। কাজের দিকে কোনও ভাল সুযোগ হাতছারা হতে পারে।
কর্কট
ছোটখাটো রক্তপাতের সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে চলুন। প্রেমের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। রাস্তায় বিপদে পরতে পারেন। দরকারের কাজ গুল করতে বাধা পাবেন। সন্তানের জন্য চাপ বৃদ্ধির সম্ভাবনা। কর্ম সমস্যা দেখা দিতে পারে। বিবাদের জন্য উত্তেজনা বাড়তে পারে। সংসারের কাজে সময় দিন। কোনও ভাল সুযোগ মিলতে পারে। আয়ের পথে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা। শত্রুর জন্য চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে বুদ্ধির ভুল হবে। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে অর্থ ব্যপারে বিবাদ বাধতে পারে। স্ত্রী ব্যপারে কোনও বিবাদ হতে পারে।
সিংহ
কোনও প্রিয় বস্তু নষ্ট হতে পারে। কর্ম নিয়ে বাঁধা হতে পারে। প্রিয়জনের খবর আসবে। শরীরের দিকে নজর না দেওয়ার জন্য কষ্ট পাবেন। দুপুরের পরে কিছু অর্থ আসতে পারে। প্রেমের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বন্ধুর সঙ্গে তর্ক বিবাদে পরিণত হতে পারে। ব্যবসায় বাধা আসতে পারে। সংসারের কোনও কাজের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। পিতার সঙ্গে দরকারের আলোচনা হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। শরীরের কোনও ক্ষত বাড়তে পারে। দূরের কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
কন্যা
ভাল কাজে আশা ভঙ্গ হতে পারে। সম্মান নষ্ট হতে পারে। বন্ধুর জন্য প্রেমে আশান্তি হতে পারে। শত্রুর জন্য চাপ বৃদ্ধির আশঙ্কা। আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। ডাক্তারের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা। প্রেম ঘটিত ব্যপারে যোগাযোগ হতে পারে। উচ্চব্যক্তির জন্য বিপদ থেকে মুক্তি পেতে পারেন। কর্ম না হওয়ার জন্য ব্যকুলতা বাড়তে পারে। বিবাহ জীবনে সুখের ইঙ্গিত দেখা দিতে পারে। বিকেলের পর ব্যবসায় উন্নতি হবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। প্রেমের দিকে কোনও বিবাদ বানতে পারে।
তুলা
কোনও কারণে চিন্তার পরিমাণ বাড়তে পারে। একটু বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে। প্রেমের ব্যপারে মানসিক উদ্দেগ বাড়তে পারে। বাড়িতে সম্পত্তি নিয়ে কিছু আলোচনা হতে পারে। ব্যবসায় উন্নতি ও ব্যবসার সুনাম বৃদ্ধি পাওয়ার জন্য ব্যবসার প্রসার হবে। তবে বাড়িতে কোনও অর্থ ক্ষতি হতে পারে। বুদ্ধির দিক দিয়ে স্ত্রীর কাছে পরাজয় হবে। বক্তা হিসাবে লোকের মন জয় করবেন। শরীরের চিন্তা বজায় থাকবে। ব্যবসার দিকে কোনও বাড়তি খরচ হতে পারে। বিরহ কষ্ট বাড়তে পারে।
বৃশ্চিক
নিজের কোনও ভুলের জন্য স্বাস্থ্যহানি হতে পারে। আজ কোনও বদনাম পেতে পারেন। ছোট কারও থেকে দুর্ব্যবহার পেতে পারেন। মূত্রাশয় ঘটিত পীড়া বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসার উপর হিংসা করে শত্রু বৃদ্ধি হবে। বাড়িতে ছোট কোনও কারণে আশান্তি বাধতে পারে। প্রেমে আঘাত পাওয়ার জন্য তৈরি হন। প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। ডাক্তার খরচ বাড়তে পারে। বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। মায়ের কোনও শরীরের কষ্ট বাড়তে পারে।
ধনু
পিতার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। কারোর কোনও আবদার পূরণ করতে খরচ হতে পারে। পরে থাকা কাজ হওয়ার জন্য শুভ দিন। বন্ধুর প্রতারনায় মানসিক আঘাত পেতে পারেন। শরীরিক কষ্ট বৃদ্ধি পাবে। বাড়িতে চুরি হওয়ার যোগ রয়েছে। প্রেম ও প্রণয়ে আবেগ বাড়তে পারে। আইনি জটিলতা আসতে পারে। কোনও কারণে তর্কে জড়িয়ে পরতে পারেন। ব্যবসার দিকে লোকের সাহায্য নিতে হতে পারে। বিবাহ ব্যপারে কোনও কষ্ট বাড়তে পারে। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে।
মকর
প্রতিযোগিতাতে সাফল্য বাড়তে পারে। আজ আকারণে অপমান জুটতে পারে। বিবাহিত জীবন সুখের বলা চলে। নিজের রোগের জন্য টাকা খরচের ফলে বিতৃষ্ণা আসতে পারে। আজ ব্যবসার দিকে ভাল ফল পাবেন। আত্মীয়দের সঙ্গে বুঝে চলুন। কর্মে কোনও প্রকার আপমান আসতে পারে। অতিরিক্ত রাগ ক্ষতি ডেকে আনবে। স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। পেটের সমস্যা বাড়তে পারে। বাড়তি কিছু খরচ বাড়তে পারে।
কুম্ভ
নতুন কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। শত্রুর ভয় থেকে মুক্ত হতে পারবেন না। কাজের জন্য প্রচুর ব্যস্ত থাকতে হবে। ব্যবসায় বিনিযোগ না করাই ভাল হবে। পড়াশুনা মন বসবেনা। বাড়ির বাহিরে যাওয়ার আলচনা হতে পারে। ভাল বুদ্ধির কাজ করার জন্য সুনাম অর্জন করতে পারেন। গুরুজনের জন্য ডাক্তার খরচ বৃদ্ধি পাবে। স্ত্রীর জন্য মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসা একটু খারাপ যাবে। কোনও কাজের জন্য আনন্দ বাড়তে পারে। পেটের কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে।
মীন
কোনও কাজে বিভ্রান্তি হওয়ার জন্য সময় নষ্ট হতে পারে। কিছু উপহার পাওয়ার আশা আছে। প্রেমের জন্য দিনটি ভাল। কোনও জিনিষ নষ্ট হতে পারে। গোপন শত্রু বৃদ্ধির আশঙ্কা। অর্থ ভাগ্য ভাল হবে না। আজ একা একা দিন কাটবে। কোন আত্মীয় শত্রুতা করতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রতিযোগিতায় পরাজয় আসতে পারে। ফাটকা ব্যবসায় যাবেন না। কাজের দিকে কোনও ভাল সুযোগ বাড়তে পারে। পিতার শরীরের জন্য খরচ বাড়তে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement