চোখের জলে সনিকা সিংহ চৌহানের ২৮তম জন্মদিন পালন করলেন তাঁর মা-বাবা
কলকাতা: বুধবার শুরু হত জীবনের ২৮ তম বছর। কিন্তু তার আগেই পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছে প্রাণ। তাই চোখের জলে মেয়ের জন্মদিন পালন করলেন মডেল সনিকা সিংহ চৌহানের মা-বাবা। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনিকার কাছের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন। গত ২৯ এপ্রিল মাঝরাতে পথ দুর্ঘটনায় প্রাণ হারান সনিকা। দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ওই ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ বছরেই শেষ হয়ে গিয়েছে সনিকার স্বপ্নের উড়ান। কিন্তু, অন্যের স্বপ্নের মাঝে সনিকাকে বাঁচিয়ে রাখতে চান মা-বাবা। নিহতের বাবা বিজয় সিংহ চৌহান বলেন, আজ আমাদের মেয়ের বার্থ ডে। ন্যায় বিচারের প্রতি বিশ্বাস করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করেছে ধন্যবাদ জানাই। ক্লাবগুলোকে ধন্যবাদ জানাই। এই ফাউন্ডেশন সনিকাকে বাঁচিয়ে রাখবে। সনিকার বন্ধু ঊষসী সেনগুপ্ত বলেন, যে সমস্ত দুঃস্থ শিশুরা আগামীদিনে অভিনয় জগতে আসতে চায়, মডেল, অ্যাঙ্কার হতে চায়, তাঁদের সাহায্য করবে এই ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের একাধিক নামী ক্লাবের সদস্যরা। মত্ত অবস্থায় কেউ যাতে গাড়ি না চালায়, একযোগে সেই প্রচার চালানোর কথা জানান তাঁরা। অনুষ্ঠানে প্রদর্শিত হয় সনিকাকে নিয়ে তৈরি তথ্যচিত্র। এদিকে, এদিন বিক্রম চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন প্রসঙ্গে এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, বিক্রমকে গ্রেফতার করে কোনও বেআইনি কাজ করেনি পুলিশ। আগাম জামিনের আবেদন করা হলেও, তার মধ্যে বিক্রমের গ্রেফতারি কোনও বেআইনি বিষয় নয়। যেহেতু বিক্রম ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, তাই তাঁর আগাম জামিনের আবেদন গুরুত্ব হারিয়েছে। এই মামলার প্রয়োজনীয়তা নেই। বিক্রম চাইলে আইন অনুয়ায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারেন।