এক্সপ্লোর
সকাল থেকেই শহরজুড়ে ভারী বর্ষণ

ফাইল ছবি
কলকাতা: অষ্টমী, নবমীর দিন বৃষ্টিতে ভিজেছিল শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা। একাদশীর সকালেও পিছু ছাড়ল না বৃষ্টি। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। তবে রবিবার হওয়ায় সকালে রাস্তায় লোকজন বেশি ছিলেন না। যানবাহনও অন্যদিনের তুলনায় কম দেখা যায়। সেই কারণে যানজট দেখা যায়নি। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাসে বলেছিল, পুজোর সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা সত্যি করে পুজোর মধ্যে বৃষ্টি হয়। তবে সেই বৃষ্টি বাঙালিকে দমাতে পারেনি। ছাতা মাথায় করেই মানুষ দলে দলে ঠাকুর দেখতে বেড়িয়ে পড়েন। পুজো মিটে যাওয়ার পরেও ফের বৃষ্টিতে ভিজল শহর। আজ সকালে বারাসাতে টানা দু’ঘণ্টার বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে যায়। সকাল থেকে বৃষ্টি হয়েছে হুগলির চন্দননগর, চুঁচুড়া, উত্তরপাড়ায়। ঝড়বৃষ্টির জেরে জিটি রোডে উত্তরপাড়া থানার সামনে একটি গাছ পড়ে গিয়ে যান চলাচল ব্যাহত হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















