এক্সপ্লোর
আপনার আজকের রাশিফল

মেষ
মানসিক দিক দিয়ে একটু চঞ্চলভাব থাকতে পারে । সামাজিক কারনে সুনাম বাড়তে পারে । পড়াশুনার জন্য কোনও ভাল যোগাযোগ । গবেষণার দিকে আজ সাফল্য আসতে পারে ।
বৃষ
আজ একটু সাবধানে চলাফেরা করুন। বিপদের সম্ভাবনা । ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে । চাকুরীর স্থানে আজ তর্ক বেশী না করা ভাল হবে । কোনও ভুল কাজের অনুশোচনা হতে পারে ।
মিথুন
সকাল দিকে কোনও ভাল কাজে যাওয়া ঠিক হবে না । উচ্চব্যক্তির সঙ্গে বচসা হতে পারে । উত্তম কোনও কাজের পুরস্কার পেতে পারেন । প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি ।
কর্কট জলপথে বিপদ আসতে পারে । ব্যবসায় সাফল্য আসতে পারে । প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ বৃদ্ধি ।কোনও জিনিস চুরি হতে পারে । ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিক থাকবে না । সিংহ সকাল দিকে কোনও বাহিরের ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে । ব্যবসার দিকে অতিরিক্ত লোভের কারনে বিপদ । দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত হতে হবে । বিবাহ বিষয় আলোচনা । কন্যা ছোট রক্তপাতের সম্ভাবনা । ব্যবসার দিকে বাড়তি কোনও বিষয় আলোচনা । পিতার জন্য চিন্তা বাড়তে পারে । চাকুরীর স্থানে কোনও ব্যক্তির সঙ্গে তর্ক । অর্থ চাপ বাড়তে পারে । তুলা অর্থ ব্যপারে একটু সুবিধা আসতে পারে । পাওনা আদায়ে জন্য মাথা গরম হওয়ার যোগ । ভাল সঙ্গে থাকার জন্য উন্নতিলাভ । ভাই–বোন বিবাদ বাড়তে পারে । ব্যবসার ব্যপারে চিন্তা। বৃশ্চিক ব্যবসায় চুরি থেকে সাবধান । প্রেমের জন্য কোনও যোগাযোগ আসতে পারে । সম্পত্তির ব্যপারে আইনি ব্যবস্থা । বাহিরের অশান্তি ঘারে আসতে পারে । পেটের কোনও সমস্যা বৃদ্ধি । ধনু দাঁতের যন্ত্রনা বাড়তে পারে । ঠাকুরের কাজের জন্য দান দেওয়ার জন্য আনন্দ । প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রনা । ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ । মকর ব্যবসার দিকে বাড়তি কোনও লাভ আসতে পারে । বন্ধুর জন্য কোনও কারনে রাগ বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে । কোনও আশাপুরনের জন্য আনন্দ । কুম্ভ নীতির দিক দিয়ে কোনও কিছু ভুল হতে পারে । ব্যবসার দিকে একটু চাপ বৃদ্ধি । প্রিয়জনের থেকে স্নেহ পেতে পারেন । ডাক্তারের জন্য অর্থ ব্যয় বৃদ্ধি । আগুন থেকে সাবধান । মীন কোনও আঘাতের জন্য নিরানন্দ হতে পারে । কর্মস্থানে কোনও বাধা আসতে পারে । উন্নতির জন্য চেষ্টা । চাকুরীর স্থানে কোনও কাজের চাপ বাড়তে পারে । মাতার শরীর নিয়ে চিন্তা। জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















