এক্সপ্লোর
আপনার আজকের দিনটি কেমন

মেষ
আজ কর্ম ভালই এগোবে কিন্তু মনে একটা ব্যাকুলতা কাজ করবে । কারোর বিশ্বাস ভঙ্গের অপবাদ আসতে পারে । সাংসারিক জটিলতা কাটতে পারে । না চাইতেই পাওনা আদায় হতে পারে ।
বৃষ
কোনও কারনে কর্মে অবসাদ আসতে পারে,কাটিয়ে না উঠলে সমস্যা । আপনার উচ্চ মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে । মনঃস্থির করে পারিবারিক দায়িত্ব পালন করুন । চলাফেরায় বাড়তি সতর্কতা।
মিথুন
আপনার কুচিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে । নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করার ভাল সময় । আপনি কোনও ভাল কারনে পুরস্কার পেতে পারেন । শেয়ার বা ফটকায় প্রাপ্তি যোগ ।
কর্কট
আজ কোনও কারনে বিপদে পড়ে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে । হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্তে আপনি লাভবান হবেন । কাউকে বিশ্বাস করবেন না । উচ্চ শিক্ষার সুযোগ পাবেন ।
সিংহ
আজ অন্য কারোর আলোচনা না করাই ভাল বিবাদের আশঙ্কা আছে । আজ ভাল কোনও উপহার পেতে পারেন । ভাল কিছু হাতে এসেও চলে যেতে পারে । দূরে কোথাও পরীক্ষার খবর আসতে পারে ।
কন্যা
ব্যবসায় প্রচুর দায়িত্ব বৃদ্ধি হওয়ার মানসিক চাপ বৃদ্ধি । স্ত্রীর প্রেরনা আপনাকে উদ্যমী করে তুলবে । আজ কাউকে বেশি বিশ্বাস করবেন না । নিজের কারোর শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা ।
তুলা
আজ বন্ধুদের প্ররোচনায় প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা । আজ কাউকে টাকা পয়সা ধার দেবেন না । স্ত্রীর সহযোগিতায় আজ আপনার কিছু ভাল হতে চলেছে । শিক্ষার ক্ষেত্রে সময়টা অনুকুল ।
বৃশ্চিক
উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে । কর্ম চারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন । দাম্পত্য জীবন সুখকর হলেও ক্লেশ থাকবে । থাইরয়েডের সমস্যায় ভোগান্তি ।
ধনু
মানসিক দিক থেকে আজ কারোর কাছে অপদস্ত হতে পারেন । ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে । কর্ম স্থলে ঝামেলা কেটে যেতে পারে । আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন ।
মকর
আজ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মে অলসতা প্রকাশ পাবে । বাড়িতে প্রচুর অতিথি সমাগম হতে পারে । প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ার মীমাংসা হয়ে যেতে পারে । সন্তানদের নিয়ে ভ্রমনের পরিকল্পনা । কুম্ভ আজ আপনার আয় ভাগ্য ভাল থাকলেও অর্থ অপচয় হবে প্রচুর । সংসারে খুব মাথা ঠাণ্ডা রেখে না চললে অশান্তি হতে পারে । শরীরে কোনও অংশে চোট লাগতে পারে । উচ্চ বিদ্যার্থীদের জন্য সময়টা শুভ। মীন আজ নিজের বুদ্ধিতে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন । শরীরে ছোটখাটো সমস্যা থাকবে । কর্ম ক্ষেত্র ভালই থাকবে । ছেড়ে যাওয়া প্রেম আবার জুড়ে যাওয়ার সম্ভাবনা আছে জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















