এক্সপ্লোর
আপনার আজকের দিনটি কেমন

মেষ
শরীরের কোনও অঙ্গের কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে ভাল খবর আসতে পারে। বাড়িতে কোনও অনুষ্ঠান হবার যোগ। সাধু সঙ্গে মনের শান্তি। গুরুজনের শরীর ভাল হয়ে উঠবে।
বৃষ
নতুন কোনও বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। আত্মীয়র সঙ্গে বুঝে চলুন বিবাদ বাঁধতে পারে। বাড়িতে শান্তি ফিরে পাওয়ার জন্য মনে আনন্দ। ব্যবসাতে বিনিয়োগ বৃদ্ধি করুন।
মিথুন
অকারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পেটের কোনও প্রকার রোগ বাড়তে পারে। কর্মস্থলে শুভ কিছুর আশা করা যায়। পিতা-মাতার শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে।
কর্কট
সকাল থেকে খুব সাবধান অপমানের যোগ আছে। সন্তানের ব্যপারে কোনও খবরে মনের শান্তি। ব্যবসায় কোনও মহিলাকে নিয়ে অশান্তি বাঁধতে পারে। পূজা-পাঠে আনন্দ।
সিংহ
বাড়িতে কোনও অতিথি আসার জন্য ব্যয় হতে পারে। ব্যবসায় প্রচুর অর্থ আসতে পারে। প্রেমিকার সঙ্গে বিবাদ বাঁধতে পারে। সন্তান নিয়ে চিন্তা হতে পারে।
কন্যা
সারাদিন কোনও বিবাদ পিছনে তারা করবে। ফটকা কোনও কাজে প্রচুর লাভ হতে পারে। শরীর নিয়ে কোনও সমস্যার জন্য খরচ বাড়তে পারে। মা-বাবার সঙ্গে তীর্থ ভ্রমণ। কর্মস্থলে কোনও বিবাদ।
তুলা
নতুন করে কর্মের চেষ্টা করুন। বাড়িতে সকলকে সাবধান করুন চুরি হতে পারে, ভুল চিকিৎসার জন্য কষ্ট ও খরচ বাড়তে পারে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনের শান্তি।
বৃশ্চিক
আজ কোনও স্থান থেকে অর্থ নষ্টের খবর আসতে পারে। বাড়িতে বা বাড়ির বাইরে সুনাম বাড়তে পারে। গুরুজনের সঙ্গে বিবাদে যাবেন না। গাড়িচালকদের জন্য সময় ভাল নয়।
ধনু
কর্মস্থলে কোনও প্রকার অপমানের যোগ আছে। জলপথে ভ্রমণে না যাওয়া ভাল হবে। বিবাহিত জীবন শান্তির ভিতর দিয়ে যেতে পারে। বাড়িতে অচেনা লোকের আগমন। অর্থ ভাগ্য ভাল।
মকর
সংসারে খরচ বৃদ্ধি। মাথার যন্ত্রণাতে কষ্ট বাড়তে পারে। নতুন প্রেমের ইঙ্গিত। কোনও বন্ধুর সঙ্গে বিবাদে যাবেন না। সম্পতি কেনাবেচার জন্য ভাল সমায়। সন্তানের জন্য শুভ সময়।
কুম্ভ
সারাদিন কোনও ভারি চিন্তা মাথায় থাকবে। অকারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। ছোট পোকামাকড় থেকে সাবধান। প্রতিবেশীর সঙ্গে ভ্রমণ। চাকুরির স্থান বদল হতে পারে।
মীন
কোনও কাজের জন্য ব্যকুলতা বাড়তে পারে। প্রেম-প্রণয়ের জন্য শুভ সমায়। কর্মস্থানে কোনও শত্রু বদনাম করতে পারে। অনেকদিনের পড়ে থাকা কাজ শেষ হবার দিন। বাসস্থান পরিবর্তন হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















