এক্সপ্লোর
আপনার আজকের দিনটি কেমন

মেষ
আজ মন কোনও উচ্চাশার দিকে এগোবে । পরিবারের ব্যপারে কোনও দুশ্চিন্তা বাড়তে পারে পিতা মাতার জন্য সংসারে শান্তি ফিরবে । নতুন কোনও সম্পত্তি লাভ হতে পারে । কোনও পশু থেকে সাবধান ।
বৃষ
কোনও জমানো অর্থ ব্যয় হতে পারে । বিবাহ ব্যপারে দুশ্চিন্তা বাড়তে পারে । বাড়িতে অতিথি আগমন ,কিন্তু তাদের সাথে বিরোধ বাধতে পারে । হাঁপানি প্রকোপ বাড়তে পারে । বিকালের দিকে কিছু শুভ খবর আসতে পারে।
মিথুন
কর্মে মনোযোগের জন্য বাড়ির লোকের আস্থা বৃদ্ধি । বিবাহ জীবনে কোনও ভাল খবর সুখ আনতে পারে । ব্যবসার কোনও ক্রেতার সঙ্গে অশান্তি, আয়-ব্যয়ের সমতা ঠিক থাকবে না ।
কর্কট
বাড়িতে সমস্যার জন্য নমনীয় মন ভাব দেখান । প্রেমের দিকে আজ বাধা ও বদনাম হতে পারে । সন্তানের ব্যবহারে জন্য মনে শান্তি । ব্যবসার জন্য অর্থ আসতে পারে । বাড়িতে অতিথি আগমন ।
সিংহ
পরিবারে আজ শান্তি বিরাজ করবার জন্য কর্মে তাগিদ বাড়বে । ব্যবসার দিকে শুভ ফলের আশা করায়ায় , শরীরের কোনও অঙ্গে কষ্ট বাড়বে । অতিরাগ বিপদ আনতে পারে ।
কন্যা
মনকে বোঝান কোন অসাধু কাজের দিকে যেতে চাইবে । ব্যবসায় নতুন কিছু লাভ হতে পারে । কোনও পাওনা অর্থ আসতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার ।
তুলা
সম্পত্তি নিয়ে ভাই বোনে অশান্তি বা কোন প্রকার মামলা হতে পারে । লটারি বা ফটকা প্রাপ্তির যোগ আছে । খেলা নিয়ে যারা থাকেন তাদের জন্য ভাল খবর । কর্মে অশান্তি ।
বৃশ্চিক
পড়াশুনার জন্য বিদেশে যাওয়ার আলোচনা । অকারণে কিছু অর্থ আজ ব্যয় হতে পারে ।আগুন থেকে সাবধান । মুখমণ্ডলে কোনও রোগ বাড়তে পারে । গুরুজনের সঙ্গে বিবাদ বাড়বে ।
ধনু
চাকুরির স্থানে নিজের ব্যবহারের জন্য সুনাম বাড়তে পারে । চোখের কোনও অসুবিধার জন্য কর্মে ব্যঘাত । যাহারা গান বাজনা শেখেন তাদের শুভ সময় । সন্তান নিয়ে চিন্তা বাড়বে।
মকর
আজ দূরে কথায় না যাওয়া ভাল হবে । নতুন কোনও কর্মে মনে আনন্দ হতে পারে । স্ত্রীর ব্যপারে মনের কষ্ট বাড়তে পারে । ব্যবসার দিকে নতুন কোনও অর্থ লাগাবেন না নষ্ট হবে ।
কুম্ভ
সারাদিন একটু সাবধানে চলুন কোনও বিপদের যোগ আছে বলে দেখা যাচ্ছে, আজ কর্মস্থানে বা বাড়িতে কোনও প্রকার সন্মান হানি হতে পারে । প্রেমের ব্যপারে মনে একটু অবসাদ আসতে পারে ।
মীন
কোনও শত্রুর জন্য আজ ব্যবসারদিকে আপর কারোর সাথে অশান্তি । ভাল কাজ না পারার জন্য উচ্চ কোনও ব্যক্তির কাছে অপদস্ত । আইনি কোনও কাজের জন্য মনে ভয় ভাব কাজ করবে। জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















