আমেরাকিায় ভারতীয়দের ওপর হামলা: সুষমাকে চিঠি মমতার
কলকাতা: আমেরিকায় ভারতীয়দের উপর হামলার ঘটনায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, ভারতীয়দের উপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমেরিকায় প্রচুর ভারতীয় পড়াশোনার জন্য থাকেন। সেদেশেই চাকরি করেন। এধরনের ঘটনা ভারতে থাকা তাঁদের পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আমি বিদেশমন্ত্রীকে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করেছি। যাতে আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা নিজেদের নিরাপদ ও সুরক্ষিত ভাবতে পারেন।
[embed]https://twitter.com/MamataOfficial/status/838667088856244224[/embed] [embed]https://twitter.com/MamataOfficial/status/838303767623696384[/embed]প্রসঙ্গত, গত একমাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একাধিক ভারতীয়র ওপর বিদ্বেষমূলক হামলা হয়েছে। কখনও কানসাস তো কখনও ক্যারোলিনা। সবচেয়ে সাম্প্রতিকতম ঘটনাটি ঘটে কেন্টে। শনিবার রাতে আমেরিকার কেন্টে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ দীপ রাই নামে ৩৯ বছরের মাঝবয়সী শিখ ব্যক্তি। শুক্রবার কেন্টে বাড়ির সামনেই গাড়িতে কাজ করছিলেন তিনি, যখন আচমকাই হামলাকারীর বচসা বেধে যায়। এরমধ্যেই হঠাৎ ওই শিখকে লক্ষ্য করে গুলি করে আক্রমণকারী। জানা যায়, ‘আমেরিকা ছেড়ে নিজের দেশে ফিরে যাও’ বলে হুঙ্কার দেয় হামলাকারী। আমেরিকায় ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগপ্রকাশ করেছে ভারতও। মার্কিন প্রশাসন অবশ্য এধরনের ঘটনায় দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে। দীপ রাইয়ের ওপর হামলার ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।