এক্সপ্লোর
রথেই দেবীর আবাহন, শোভাবাজার রাজবাড়িতে হয়ে গেল মা দুর্গার কাঠামো পুজো
পুজো হল এক টুকরো গরান কাঠের। এই কাঠ থেকে তৈরি হবে দূর্গা মূর্তি।

কলকাতা: রথযাত্রার দিনই শোভাবাজার রাজবাড়িতে হল দেবীপূজার সূচনা। পুজো হল এক টুকরো গরান কাঠের। এই কাঠ থেকে তৈরি হবে দূর্গা মূর্তি। পাশাপাশি নিয়ম মেনে হল রথযাত্রার অনুষ্ঠান। পরিবারের সদস্যরা সকলে মিলে টান দিলেন রথের রশিতে। পাশাপাশি উত্তর কলকাতার শিবকৃষ্ণ দাঁয়ের বাড়িতেও আজ দুর্গোৎসবের সূচনা হল। রথের রশিতে টান পড়ার পাশাপাশি রীতি মেনে কাঠামোকে পুজো করা হল দেবী রূপে। এই কাঠামোতেই তৈরি হবে দেবীমূর্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স





















