সারদাকাণ্ডে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ম্যারাথন জেরা সিবিআইয়ের
কলকাতা: সারদা মামলায় সিবিআই জেরার মুখে তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়।
সূত্রের খবর, সোমবার গোয়েন্দারা কলকাতায় শতাব্দীর বাড়িতে গিয়ে জেরা করেন। যদিও, সংবাদসংস্থা পিটিআই-এর দাবি, বীরভূমের সাংসদকে দফতরেই ডেকে পাঠানো হয়েছিল।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সারদা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী। সিবিআইয়ের সন্দেহ, সংস্থার প্রচারে অভিনেত্রী-সাংসদ টাকা নিয়েছিলেন। এদিন সেই নিয়েই শতাব্দীকে ম্যারাথন জেরা করেন গোয়েন্দারা। সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই এই জেরা।
২০১৪ সালের ৯ মে-তে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ওই বছরের জুন মাসে বেআইনি আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত মামলায় সারদা গ্রুপের তৎকালীন চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সুদীপ্ত সেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই। সকলের বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারা ধার্য করা হয়।
অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন স্কিমের আওতায় বহু গুণ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের থেকে বিপুল অর্থ তোলে। কিন্তু, সময়ে সেই অর্থ ফেরত দিতে পারেনি।