এক্সপ্লোর
আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ

কলকাতা: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। আগামীকাল থেকে দেবীপক্ষের সূচনা। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার অপেক্ষা করেন। মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷ পুণ্যতিথিতে তাই গঙ্গার ঘাটে ঘাটে মানুষের ভিড়৷ কেউ এসেছেন পুণ্যলাভের আশা নিয়ে। কেউ বা পুণ্যতিথির সাক্ষী থাকতে। টহল দিচ্ছে কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ। সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে মোতায়েন রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। মহালয়া দিয়েই কার্যত বাঙালির বছরকার উত্সবের ঢাকে কাঠি পড়ল। দেবী আসছেন ঘরে। তারই প্রস্তুতি তুঙ্গে। আম বাঙালির দিনটা শুরু হয়েছে খুব ভোরে-রেডিওয় কান পেতে। আকাশবাণীতে মহিষাসুরমর্দিনী…বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর সম্মোহক কন্ঠে চণ্ডীপাঠ- ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরুপেন সংস্থিতা’। ভোরের টুপটাপ ঝরে পড়া শিশির, শিউলির গন্ধ মাখা উঠোন, কাশবনে হিল্লোলে উত্সবের হাতছানি-‘বাজল তোমার আলোর বেণু’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















