এক্সপ্লোর
শহরে জাঁকিয়ে শীত, আজ সামান্য নামল পারদ

কলকাতা:শহর এখন শাসন করছে শীত। কাল সামান্য উঠলেও আজ আবার নেমে কলকাতার তাপমাত্রা ১০.৯। ইতি-উতি আগুনের সামনে হাত সেঁকে নেওয়ার জটলা। ঝলমলে রোদে পিঠ পেতে জমে ওঠা আড্ডা। সন্ধে নামতেই দ্রুত শুনশান রাস্তাঘাট। সবমিলিয়েই শীতবিলাসীদের মুখের হাসি এখনও দিব্যি চওড়া। শীতকাতুরেরা একটু কাঁচুমাচু হলেও তাদের কিন্তু এখনই কোনও সুখবর শোনাতে মোটেই রাজি নয় আবহাওয়া দফতর। তারা জানিয়ে দিচ্ছে পারদ পতন এখনও চলবে দু-একদিন। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১০. ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬। রবিবার তা কমে দাঁড়ায় ১০.৬ ডিগ্রিতে। সোমবার তা আরও কমে হয়েছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















