এক্সপ্লোর
সাপ্তাহিক রাশিফল
৪ ডিসেম্বর ২০১৬ - ১০ ডিসেম্বর ২০১৬
রবি- বৃশ্চিক । চন্দ্র – মকর । মঙ্গল –মকর । বুধ – ধনু , বৃহস্পতি – কন্যা । শুক্র – মকরে ।শনি – বৃশ্চিক । রাহু – সিংহ । কেতু – কুম্ভ । তিথি পঞ্চমী থেকে একাদশী । সাপ্তাহিক রাশি ফল বিশ্লেষণে জ্যোতিষ শ্রী জয়দেব ।
মেষ
সপ্তাহের প্রথম দিকে কোনও ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে । বাড়িতে নতুন কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে । সকলে মিলে দূরে কোনও ভ্রমন হতে পারে। কাজের দিকে কাজের চাপ বৃদ্ধি । সন্তানের পড়াশুনার জন্য চিন্তা বাড়তে পারে । স্ত্রী থেকে কোনও চাপ বৃদ্ধি । পিতামাতার জন্য কোনও ভাল কাজ । খেলাধুলার দিকে জয় লাভ ব্যবসার দিকে ভাল মন্দ মিশিয়ে যাবে । মেটে সিদুর দিয়ে টিপ পরুন ভাল ফল পাবেন ।
বৃষ
পরিবারে কোনও সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে । এসপ্তাহে শরীর নিয়ে চিন্তার কারন হতে পারে । প্রেমের কারনে কোনও প্রকার কষ্ট আসতে পারে । দুরের কোনও শকের খবর আসতে পারে । ব্যবসার দিক দিয়ে সপ্তাহ টি ভালো বলা চলে । কিন্তু বিনিয়োগ বেশি করা ভালো হবে না । কোনও প্রতিযোগিতা মূলক কাজে বাধা পরতে পারে । মাতার কারনে চিন্তা ও খরচ বৃদ্ধি । পড়াশুনাতে ফল ভালো হবে ।সরিষার তেল দান করুন।
মিথুন
কর্ম স্থানে বহু পুরন সমস্যা মিটে যাবে । সপ্তাহের প্রথমে ব্যবসার স্থানে খুব ভালো ফল পাবেন কিন্তু শেষের দিকে খরচ বৃদ্ধি পাবের জন্য সঞ্চয় কম হবে । সংসারের সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল । ব্যস্ততার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে, যানবাহনে খরচ বৃদ্ধি, পিতা সাথে মতের অমিল । ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে । সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারেস্বা । গীতা পাঠ করলে ভালো ফল পাবেন ।
কর্কট
কর্কট – কাজের স্থানে কোনও জটিলতা কেটে যাবে । সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে । পেটের যন্ত্রনাতে কষ্ট যন্ত্রনাতে কষ্ট পেতে পারেন । বাড়তি কোনও উপার্জন কবার আগে বার বার চিন্তা করুন । মধ্যভাগে অতিরক্ত কাজের চাপের জন্য শরীর নিয়ে কষ্ট । ভ্রমন নিয়ে কোন বাড়তি কোনও চিন্তা হতে পারে । সন্তানের পড়াশুনার জন্য মনে আনন্দ বাড়তে পারে । স্ত্রীর জন্য শুভ খবর ।হলুদ ফুলের মালা ঠাকুরকে পড়ান ।
সিংহ
সপ্তাহের প্রথম দিকে নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে । বাড়িতে কোনও আনন্দ অনুষ্ঠান হতে পারে । কর্ম স্থানে কোনভাল লোকের সঙ্গে পরিচয় হতে পারে । চেষ্টার সাফল্য আসতে পারে । পায়ের কোন সমস্যা বাড়তে পারে । শিল্পীদের জন্য সমায় ভাল আসছে । অনেক দিনের কোনও আশা পুরন । বিবাহ জীবনে ভাল-মন্দ মিশিয়ে চলতে পারে । রাস্তা ঘাটে চলার সমায় সাবধান । অর্থ ভাগ্য মধ্যম । মেটে সিঁদুরের টিপ পড়ুন ।
কন্যা
কোনও আত্মীয় বাড়িতে আশার জন্য আপনার উপকার হতে পারে । কোনও ধর্ম স্থানে কিছু অর্থ দান । শেয়ার বাজারে না যাওয়া ভাল হবে । শরীরের জন্য কোন প্রকার বড় খরচ হতে পারে । সন্তান নিয়ে পাশের বাড়ির সাথে বিবাদ । শরীরের পরিশ্রম বৃদ্ধি পাবে । মাথা গরমের জন্য কাজের ক্ষতি হতে পারে । প্রেমের বাধা মানসিক অবসাধ আনতে পারে ।কর্ম স্থানে কোনও বাধা । স্ত্রীর জন্য কোনও খরচ বৃদ্ধি ।সময় ঠিক করবার জন্য জপ করুন ।
তুলা
সপ্তাহের প্রথম দিকে যারা কাপড়ের ব্যবসা করেন তাদের শুভ সময় শুরু । টিউমার নিয়ে কোনও প্রকার সমস্যা বাড়তে পারে । বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার । ব্যবসায় টাকা পয়সা লাগাতে পারেন। বিবাহের জন্য শুভ সময় আসছে । পাশের বাড়ির সাথে সমস্যার সমাধান । অর্থ সমস্যা একটু একটু করে কাটবে । গুরু জনের সাথে আলোচনা করে কোনও সিদ্ধান্ত গ্রহণ করুন । বিবাহ জীবন ভাল কাটবে । অর্থ ব্যবস্থার জন্য বস্ত্র দান করুন ।
বৃশ্চিক
জমি ক্রয়বিক্রয়ের জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে । পেটের কোনও সমস্যার জন্য চাকুরির স্থানে সময় নষ্ট । অর্থ নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতি । বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন । চেষ্টার সাফল্য মিলতে পারে । স্ত্রীর জন্য সংসারে কোন বিবাদের মীমাংসা । ফাটকা ব্যবসায় লাভ হবে কিন্তু খুব সাবধান । প্রেমের ব্যপারে তৃতীয় কাউকে নিয়ে অশান্তি । আয় ব্যয়ে সমতা রক্ষা করতে পারবেন না । ঠাকুরের স্থানে চিনি দান করুন ।
ধনু
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু সমস্যা ও খরচ বাড়তে পারে । বাড়িতে বিবাহের জন্য কোনও আলোচনা, ব্যবসার সমায় ভাল মন্দ মিশিয়ে চলবে। কাজের লোকের সঙ্গে কোনও প্রকার বিবাদ । গুরুজনের সাহায়্যে সংসারের কোনও সমস্যা থেকে উদ্ধার । জমি ক্রয়বিক্রয়। প্রেমের জন্য বাড়িতে কোন প্রকার বিবাদ হতে পারে । বহু পরিশ্রমের খুব ভাল পারিশ্রমিক পাবেন না । স্ত্রীর শরীর নিয়ে চিন্তা । বাচ্চাদের লজেন্স দান করুন ।
মকর
অপ ব্যয়ের জন্য সঞ্চয় কম । বাড়ির কাজের জন্য কর্মে ব্যঘাত । তবে শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে । কাজের জন্য নতুন কোন চেষ্টা বাড়তে পারে । সন্তানের পড়াশুনার জন্য নতুন কোনও চিন্তা ভাবনা । বেকারদের আশা পুরন না হবার জন্য হতাশা আসতে পারে । বুদ্ধির ভুলের জন্য কোনও বিপদ , সন্দেহ নিয়ে স্ত্রীর সঙ্গে বিরাট অশান্তি । অর্থ নিয়ে একটু চাপ বাড়তে পারে । শিল্পীদের সময় খুব ভাল । অভাব দূর করতে তিলের তেল দান করুন।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে বন্ধু বেশী কোনও শত্রুর জন্য সংসারে সবার সাথে বিবাদ হতে পারে । সন্তানের মতিগতি নিয়ে স্বামীস্ত্রীর আলোচনা । ব্যবসার ব্যপারে কোনও উদ্দবেগ বাড়তে পারে । খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোন ব্যবসায় পা বাড়ানো উচিত ।রাস্তায় কোনও বিপদের সম্ভাবনা আসতে পারে । বাড়িতে কোন নতুন অতিথির আগমন । শেষের দিকে ব্যবসার ফল ভাল । কাজের জন্য বিদেশে যেতে হতে পারে । অভাবি লোককে কিছু খাবার দিন ।
মীন
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু চাপ থাকতে পারে । বন্ধু বেশী কোনও শত্রুর জন্য ব্যবসার ক্ষতি হতে পারে । সন্তানের ব্যবহারে মনে কষ্ট লাগার সম্ভাবনা । ব্যবসায় কর্মচারী নিয়ে কোনও বিবাদ হতে পারে , আগুপিছু ভেবে বিরতি কোন আয়ে পা বাড়ান । স্ত্রীর শরীর নিয়ে কিছু খরচ বাড়তে পারে । সপ্তাহের মধ্যভাগে বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদ । বিবাহের ব্যপারে কোনও আলোচনা না করা ভাল হবে । মঙ্গল চণ্ডীর পুজা দিন ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement