West Bengal Election 2021: ভোটের আগে রাজ্যে কালো টাকা ও বেআইনি মদ রুখতে তৎপর নির্বাচন কমিশন
ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর কালো টাকা উদ্ধার হয়েছে। সেইসব কালো টাকার মালিক কে বা কারা, জানার চেষ্টা চলছে। পুলিশ এবং নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়েছে। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডি জি গঙ্গেশ্বর সিংয়ের সঙ্গে বৈঠক করেন । নির্বাচন কমিশন এনফোর্সমেন্ট ব্রাঞ্চে কে আগেই জানিয়ে দিয়েছিল এ ব্যাপারে কাউকে রেয়াত করা হবে না।
রুমা পাল, কলকাতা: ভোটের আগে রাজ্যে কালো টাকা এবং বেআইনি মদ যাতে প্রবেশ করতে না পারে এবং ভোটের সময় সেগুলি যাতে কোনওভাবেই অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক কারণে ব্যবহার না হয় তার জন্য তৎপর নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর কালো টাকা উদ্ধার হয়েছে। সেইসব কালো টাকার মালিক কে বা কারা, জানার চেষ্টা চলছে। পুলিশ এবং নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়েছে। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডি জি গঙ্গেশ্বর সিংয়ের সঙ্গে বৈঠক করেন । নির্বাচন কমিশন এনফোর্সমেন্ট ব্রাঞ্চে কে আগেই জানিয়ে দিয়েছিল এ ব্যাপারে কাউকে রেয়াত করা হবে না। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে জানিয়েছিল যে তারা কড়া হাতে এই নির্বাচন পরিচালনা করতে চান । সুষ্ঠু এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাই তাদের প্রধান লক্ষ্য। রাজ্যে বাজেয়াপ্তকরণ তালিকা যে খুব একটা সন্তোষজনক নয় তা নিয়েও উষ্মা প্রকাশ করে কমিশনের ফুল বেঞ্চ। একইসঙ্গে এদিনই মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে বিধানসভা নির্বাচনে রাজ্য পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সার্কেল ইন্সপেক্টর কতজন থাকবেন, কোন পদে থাকবেন তা নিয়ে বৈঠক হয়।
এই বৈঠকে আই জি হেডকোয়ার্টার কে জয়রামন-সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। এ কাজের জন্য নতুন ডেটাবেস তৈরির কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত সেই চূড়ান্ত তালিকা তৈরি করে দেওয়া হবে কমিশনের কাছে। পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনে মহিলা ভোট কর্মীর সংখ্যা বাড়তে চলেছে। কমিশনের ফুল বেঞ্চ এসে মহিলা ভোট কর্মীর সংখ্যা বাড়াতে হবে এমনই নির্দেশ দিয়ে গেছিলেন। গত লোকসভা নির্বাচনে পাঁচ হাজার মহিলা কর্মী ভোটের কাজে নিযুক্ত ছিলেন। এবার তা অন্তত দ্বিগুণ হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। ২০১৬ বিধানসভা নির্বাচনে মহিলা পরিচালিত বুথের সংখ্যা ছিল ১১৪৭ । যেকোনো দিন ভোটের নির্ঘণ্টও ঘোষণা হতে পারে। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশ যথাযথ পালন করতে তৎপর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।