এক্সপ্লোর
Advertisement
আজ রঙের উত্সব, আবির-রঙে বসন্তকে বরণ করে নিয়েছে গোটা রাজ্য
কলকাতা ও শান্তিনিকেতন: দিগন্তে পলাশের রঙ। সঙ্গে রবি ঠাকুরের সুর। বসন্ত জাগ্রত দ্বারে৷ আজ রঙের উত্সব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নিয়েছে দেশবাসী। নাচে-গানে রঙের উত্সবে রঙিন হয়ে উঠেছে চারিদিক। দোলের রঙে রাঙিয়ে যেতে তৈরি সব বয়সের মানুষ। কয়েকদিন ধরেই চলেছে রং, পিচকিরি, আবিরের বিকিকিনি। দোল উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। চলছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়ও৷
এদিকে আবিরে রাঙা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনও। রঙের উত্সবে মাতোয়ারা সবাই। দোল উপলক্ষে বহু মানুষ ভিড় করেছেন শান্তিনিকেতনে। বিশ্বভারতীর মাঠে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রভাত ফেরিতে সামিল পাঠভবনের পড়ুয়ারা। বাইরেও চলছে রং খেলার প্রস্তুতি।
নিউটাউনের রবীন্দ্র তীর্থে বসন্তোত্সব পালন হচ্ছে। সেই আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষ এখানে ভিড় করেছেন। আয়োজন করা হয় প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। পাশাপাশি চলছে রং খেলা।
এদিকে কলকাতার বুকেও এক টুকরো শান্তিনিকেতন উঠে এসেছে গল্ফগ্রিনে। লাল মাটির দেশের আদলে গল্ফগ্রিনেও পালিত হচ্ছে বসন্ত উৎসব। আবির খেলায় মেতেছেন সব বয়সের মানুষ। গানে নাচে বসন্তকে আহ্বান কচিকাঁচাদের।
এদিকে উত্তর কলকাতা মানেই প্রাচীনের সঙ্গে নবীনের মেলবন্ধন। সরু গলি, পুরনো বাড়ি। সযত্নে বাঁচিয়ে রাখা পাড়া কালচার। সেখানেও রঙের উত্সবে সামিল আট থেকে আশি। কোথাও কোথাও দোলের দিনই শুরু শারদোত্সবের প্রস্তুতি পর্ব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement