এক্সপ্লোর
Advertisement
পাটুলিতে মত্ত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তরুণী, গাড়ি ভাঙচুর, হুমকি, প্রশ্নে নিরাপত্তা
কলকাতা: মানিকতলা শ্লীলতাহানিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই রাতের শহরে ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। এবার পাটুলিতে গাড়ি আটকে তরুণীকে বেধড়ক মারধর! রেহাই পেলেন না চালকও!
পাটুলির বীরনগর এলাকার বাসিন্দা এই তরুণীর দাবি, রবিবার রাত পৌনে বারোটা নাগাদ, তিনি ওলার একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই তিনি দেখেন, ৩ জন মত্ত অবস্থায় দাঁড়িয়ে ছিল। কাঁচে নক করে। কাঁচ নামাইনি। ফের নক করে। চালককে বলি লক করে দিতে। গাড়ি নিয়ে এগিয়ে যাই।
তরুণীর দাবি, এরপর তাঁর গাড়ি অনুসরণ করে এগিয়ে আসে মত্ত যুবকরা। হাতে স্টিক ছিল, মদের বোতল। অভিযোগকারিণী বলেন, ওরা গাড়ির কাঁচ ভাঙতে শুরু করে। বোতল দিয়ে মারতে চায়। বাধা দিতে গিয়ে হাতে আঘাত পাই।
তরুণীকে বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়েন ওলার চালকও। উন্মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে, রক্তাক্ত অবস্থাতেই কোনওক্রমে গাড়ি থেকে নেমে, বাড়ির দিকে ছুটতে শুরু করেন তরুণী!
তরুণী বলেন, ওরা ফলো করে বাড়িতেও আসে। বাবা-মাকে গালিগালাজ করে। ধারাল অস্ত্র দেখিয়ে হুমকি দেয়। ওদের যে রকম অ্যাটটিউড ছিল, আর একটু হলে আমাকে খুন করে ফেলত। দুষ্কৃতীদের হুমকির মুখে পিছু হঠেন প্রতিবেশীরাও।
এরপর অভিযুক্তরা এলাকা থেকে চলে যায়। পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও, এখনও দুষ্কৃতীদের গ্রেফতার করেনি পুলিশ। ফের হামলার আশঙ্কায় তরুণী ও তাঁর পরিবার...!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement