এক্সপ্লোর
কলকাতার রাস্তায় এবার অটো চালাবেন মহিলারা

কলকাতা: শহরের রাস্তায় এবার দেখা যাবে মহিলা অটো চালকদের। আপাতত অটো রিকশা চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা। ৬০ জন মহিলা এখনও পর্যন্ত এই প্রশিক্ষণে যোগ দিয়েছেন। এঁরা সকলেই এসেছেন নিম্নবিত্ত পরিবার থেকে। সংসারকে সাহায্য করতে হাতে অটোর স্টিয়ারিং তুলে ধরতে চলেছেন এঁরা, দক্ষিণ কলকাতার জনৈক অটো ইউনিয়ন নেতা গোপাল প্রশিক্ষণ দিচ্ছেন এঁদের। প্রশিক্ষণ শেষ হলে এই মহিলারা নিজস্ব একটি অটো পরিষেবা শুরু করবেন যার নাম পিঙ্ক। শুধু মহিলা যাত্রীদেরই অটোয় তুলবেন এঁরা। এই মহিলাদের অনেকের স্বামীই অটো চালান। কিন্তু একজনের রোজগারে সংসার চালানো দুষ্কর, তাই স্ত্রীরাও বেরিয়ে নামতে চলেছেন জীবনযুদ্ধে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















